অনুস্বার বা অনুঃস্বর একটি বৈশিষ্ট্যসূচক বা ধ্বনিনির্দেশক চিহ্ন যা এক ধরনের আনুনাসিক ধ্বনি চিহ্নিত করার কাজে ব্যবহৃত হয়। এর উৎস সংস্কৃত ভাষা ও ব্রাহ্মী লিপি থেকে এবং এর ব্যবহার মূলত দেবনাগরী, বাংলা, বর্মী, সিংহলি, তেলুগু ও থাই লিপিতে। ভাষা ও শব্দে অবস্থানের ওপর নির্ভর করে এর উচ্চারণ ভিন্ন হয়।