ড়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড়
ব্যবহার
লিখনপদ্ধতিবাংলা লিপি
ধরনশব্দীয় বর্ণমালা লিপি
উৎপত্তির ভাষাবাংলা ভাষা
উচ্চারণ ব্যবহার[ɽ], [ɹ]
ইউনিকোড মানU+09DC
বর্ণমালায় অবস্থান৪৪
ইতিহাস
ক্রমবিকাশ
ব্রাহ্মী ড়
  • গুপ্ত ড়
    • সিদ্ধং ড়
        • ড়
অন্যান্য
লেখার দিকবাম থেকে ডানে

ড় হল বাংলা ভাষার ত্রয়োত্রিংশ ব্যঞ্জনবর্ণ এবং বাংলা বর্ণমালার ৪৪তম বর্ণ।

বর্ণনা[সম্পাদনা]

প্রাচীন ব্রাহ্মী "𑀟" হলো "ড" এবং "ড়" উভয়েরই পূর্বপুরুষ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণমালা বিন্যাসে "ড" বর্ণটির নিচে বিন্দু সহযোগে এটি সর্বপ্রথম স্থান পায়।[১] যদিও সংস্কৃত ও নব্যভারতীয় আর্যভাষাগুলোতে "ড"-এর শব্দের মধ্যে অবস্থানভেদে এর উচ্চারণ কখনো কখনো "ড়" এর মতো হতো তবুও বাংলায় "ড়"-কে স্বতন্ত্র বর্ণ রূপে সৃষ্টি করা হয়েছে[২] যাতে "ড" ও "ড়"-এর উচ্চারণের পার্থক্য উপলব্ধ হয়। "ড়" বর্ণটি বাংলায় শব্দের আদিতে ব্যবহৃত হয় না।

ব্যবহার[সম্পাদনা]

স্বরবর্ণ ড়'র সাথে যুক্ত হলে
ড়
ড়া
ড়ি
ড়ী
ড়ু
ড়ূ
ড়ৃ
ড়ে
ড়ৈ
ড়ো
ড়ৌ

ধ্বনিগত বৈশিষ্ট্য[সম্পাদনা]

বাংলা ভাষার বৈয়াকরণগণ প্রথম থেকেই সংস্কৃত ব্যাকরণের অনুসরণে ট-বর্গীয় ধ্বনিসহ ড়, ঢ় ইত্যাদিকে মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি রূপে আখ্যায়িত করে আসছেন কিন্তু বাংলায় কখনো এর উচ্চারণ মূর্ধা থেকে হয় না। এটি উচ্চারণগত দিক থেকে দন্ত্যমূলীয় ও তাড়নজাত।[৩][৪] "ড়"-এর উচ্চারণে জিহ্বার ডগা বা অগ্রভাগ কিছুটা মোচড় খায় তবে তা এতটাই ক্ষীণ যে বোঝার আগেই জিহ্বার অবস্থানের পরিবর্তন ঘটে।[৫] এই ধ্বনির উচ্চারণে জিহ্বার ডগা বা অগ্রভাগের উল্টোপিঠ উপরের পাটির দাঁতের গোড়াকে স্পর্শ করতে না করতেই জিহ্বার ডগা নিচের পাটি দাঁতের উপর উছলে পড়ে। সম্পূর্ণ প্রক্রিয়া এত দ্রুত হয় বলেই এটি তাড়নজাত ধ্বনি।[৬] এছাড়া এটি ঘোষ ও অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি।

উদাহরণ[সম্পাদনা]

  • ষাঁড়
  • গড়
  • বিড়াল
  • বাড়ি
  • ঘড়ি

কম্পিউটিং কোড[সম্পাদনা]

অক্ষর
ইউনিকোড নাম বাংলা অক্ষর ড়
এনকোডিং দশমিক হেক্স
ইউনিকোড 2524 U+09DC
ইউটিএফ-৮ 224 167 156 E0 A7 9C
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্র ড় ড়

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৫৩০। 
  2. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৫৩০। 
  3. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৫৩০। 
  4. মামুদ, ড. হায়াৎ। ভাষা শিক্ষা। ঢাকা: দি এ্যাটলাস পাবলিশিং হাউস। পৃষ্ঠা ৬১। 
  5. ।, মুহম্মদ আবদুল হাই। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। ঢাকা। পৃষ্ঠা ৬৪। 
  6. |, মুহম্মদ আবদুল হাই। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। ঢাকা। পৃষ্ঠা ৬৪। 

বহিঃসংযোগ[সম্পাদনা]

  • উইকিমিডিয়া কমন্সে ড় সম্পর্কিত মিডিয়া দেখুন।
  • উইকিঅভিধানে ড়-এর আভিধানিক সংজ্ঞা পড়ুন।