দক্ষিণ কন্নড় লোকসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দক্ষিণ কন্নড় লোকসভা কেন্দ্র
কর্ণাটকএর লোকসভা কেন্দ্রসমূহ ও ১৭ নং স্থানে দক্ষিণ কন্নড়
অস্তিত্ব২০০৯-বর্তমান
সংরক্ষণনেই
বর্তমান সাংসদনলিন কুমার কটীল
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
নির্বাচনের বছর২০১৯
রাজ্যকর্ণাটক
মোট ভোটদাতা১,৫৬৫,২১৯[১]
বিধানসভা কেন্দ্র৮টি

দক্ষিণ কন্নড় লোকসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের ২৮ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ২০০৯ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি অসংরক্ষিত আসন এবং মোট ৮ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল কন্নড়। এই লোকসভা কেন্দ্রে ২০১৯ সালে মোট ভোটার সংখ্যা ছিলো ১,৫৬৫,২১৯ জন৷

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করেন। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি কর্ণাটকের সমগ্র দক্ষিণ কন্নড় জেলায় অবস্থিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত৷[২]

ইতিহাস[সম্পাদনা]

দক্ষিণ কন্নড় লোকসভা কেন্দ্রে ২০০৯ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিধানসভা কেন্দ্র গুলি[সম্পাদনা]

লোকসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের ২২৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য কর্ণাটকের বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৮ টি বিধানসভা কেন্দ্রে ইতিপূর্বে ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এই লোকসভা কেন্দ্রের দুটি বিধানসভা কেন্দ্র (সুলিয়া) তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

বেলতঙ্গাড়ি বিধানসভা কেন্দ্র [৩]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২০০ নং বিধানসভা কেন্দ্র৷ এটি দক্ষিণ কন্নড় জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

মুদবিদ্রী বিধানসভা কেন্দ্র [৪]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২০১ নং বিধানসভা কেন্দ্র৷ এটি দক্ষিণ কন্নড় জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।

ম্যাঙ্গালোর নগর উত্তর বিধানসভা কেন্দ্র [৫]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২০২ নং বিধানসভা কেন্দ্র৷ এটি দক্ষিণ কন্নড় জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

ম্যাঙ্গালোর নগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র [৬]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২০৩ নং বিধানসভা কেন্দ্র। এটি দক্ষিণ কন্নড় জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

ম্যাঙ্গালোর বিধানসভা কেন্দ্র [৭]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২০৪ নং বিধানসভা কেন্দ্র। এটি দক্ষিণ কন্নড় জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

বান্তুওয়াল বিধানসভা কেন্দ্র [৮]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২০৫ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি দক্ষিণ কন্নড় জেলায় অবস্থিত৷

পুত্তুর বিধানসভা কেন্দ্র [৯]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২০৬ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি দক্ষিণ কন্নড় জেলায় অবস্থিত৷

সুলিয়া বিধানসভা কেন্দ্র [১০]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২০৭ নং বিধানসভা কেন্দ্র। এটি তপসিলী জাতিদের জন্য সংরক্ষিত আসন। এটি দক্ষিণ কন্নড় জেলায় অবস্থিত৷

তথ্যসূত্র[সম্পাদনা]