এনিলিডা
(অঙ্গুরীমাল থেকে পুনর্নির্দেশিত)
এনিলিডা | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
মহাপর্ব: | Lophotrochozoa |
পর্ব: | Annelida Lamarck, 1809 |
Classes and subclasses | |
Class Polychaeta | |
কিছু লেখক Cilitellata এর অধীন উপশ্রেণী গুলিকে শ্রেণী হিসাবে গণ্য করে থাকেন |
অঙ্গুরীমাল বা আ্যনিলিডা প্রাণীরাজ্যের একটি পর্ব।[১] এদের নলাকার, খণ্ডিত দেহ দেখতে ছোট ছোট আংটির (অঙ্গুরী) মালার মতো, তাই নাম "অঙ্গুরীমাল"। উদাহরণ কেঁচো, জোঁক, নেরিস।[২]
বৈশিষ্ট্য[সম্পাদনা]
- দেহ অনেকগুলি আংটির মতো খণ্ড নিয়ে গঠিত এবং এগুলিকে মেটামিয়ার (metamere) বা সোমাইট (somite) বলে।
- দেহ ত্রিস্তর কোশযুক্ত (triploblastic), অর্থাৎ এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম কোশ দিয়ে গঠিতএবং দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম।
- বহিঃস্তক কিউটিকল (cuticle) আবরণীযুক্ত।
- মেসোডার্ম কোশ আবৃত প্রকৃত সিলোম বা দেহ গহ্বর বর্তমান, যা সেপ্টাম বা পর্দা দিয়ে খণ্ডিত থাকে।
- রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া (nephridia), যা প্রায় প্রতি খণ্ডে থাকে।
- গমন অঙ্গ সিটা (seta) বা প্যারাপোডিয়া (parapodia) বা দেহ পেশী।
- দেহ লম্বাকৃতি; মুখছিদ্র ও পায়ুছিদ্র দেহের দু'প্রান্তে উপস্থিত থেকে।
- উন্নত ও বদ্ধ রক্তসংবহনতন্ত্র। রক্তরসে হিমোগ্লোবিন বা এরিথ্রোক্রুওরিন (erythrocruorin) নামক শ্বাসরঞ্জক থাকে। এই কারণে এদের রক্তের বর্ণ লাল।
- সাধারণত সম্পূর্ণ ত্বক দিয়ে শ্বাসকার্য চালায় তবে কোনো কোনো ক্ষেত্রে ফুলকা দিয়ে শ্বসনক্রিয়া চলে। ত্বক সিক্ত ও রক্তজালকপূর্ণ হওয়ায় ত্বকীয় শ্বাসকার্য সম্ভব।
- অন্ত্র পরিবেষ্টিত স্নায়ুবলয় বা নার্ভরিং ও অঙ্কীয় স্নায়ুরজ্জু দিয়ে স্নায়ুতন্ত্র গঠিত হয়।
- অধিকাংশ প্রাণী উভলিঙ্গ, কয়েকটি প্রাণী একলিঙ্গ।
- চলন অঙ্গ সিটা (seta) অথবা প্যারাপোডিয়া (parapodia)।
বিভাগ[সম্পাদনা]
- শ্রেণী: ক্লাইটেলাটা:
- শ্রেণী: পলিকীটা (অধিকাংশই সামুদ্রিক)
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ McHugh, D. (জুলাই ১৯৯৭)। "Molecular evidence that echiurans and pogonophorans are derived annelids"। Proceedings of the National Academy of Sciences of the United States of America। 94 (15): 8006–8009। doi:10.1073/pnas.94.15.8006। PMID 9223304। পিএমসি 21546
। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০২।
- ↑ Blakemore, R.J. (২০১২)। Cosmopolitan Earthworms। VermEcology, Yokohama.।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
পর্ব (জীববিজ্ঞান) | ![]() |
---|---|
পর্ব: পরিফেরা · নিডারিয়া · প্লাটিহেলমিনথিস · নেমাটোডা · এনিলিডা · আর্থোপোডা · মলাস্কা · একাইনোডার্মাটা · কর্ডাটা |