আলাপ:সূর্য সেন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প জীবনী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

সূর্য সেনের জন্ম তারিখ[সম্পাদনা]

সূর্য সেনের জন্ম তারিখ ২২ মার্চ, ১৮৯৪ (সংসদ বাঙালি চরিতাভিধান, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, ২০০২ পৃষ্ঠা ৬০৪)। ফাঁসির তারিখ উক্ত গ্রন্থে লেখা আছে ১২ জানুয়ারি (বর্তমান নিবন্ধে লেখা ১২ ফেব্রুয়ারি নয়) এই মতের সমর্থন পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রকাশিত স্বাধীনতা আন্দোলন সংক্রান্ত স্মারক গ্রন্থ মুক্তির সংগ্রামে বাংলা-তেও (মুক্তির সংগ্রামে বাংলা, কৃষ্ণ ধর, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা, ১৯৯৭, পৃষ্ঠা ৭৮)। এ বিষয়ে দ্বিমত আছে কি? না থাকলে পাদটীকা সহ এই তারিখদুটিই লেখা চলতে পারে। --অর্ণব দত্ত ০৩:৫৫, ১৮ অক্টোবর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

ফাঁসির তারিখ ১২ ই জানুয়ারি রাত দেড়টা-দুইটা। আমার সূত্র পূর্ণেন্দু দস্তিদারের বই 'স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম'। বইটিতে সূর্য সেন সম্পর্কে অনেক তথ্য রয়েছে (জন্মতারিখ ছাড়া)। সময় পেলে যোগ করব। Tanveer Islam ০৪:০৩, ১৮ অক্টোবর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

শিক্ষাজীবন থেকে বাকিটা জীবনী অংশের মধ্যে দিলেই ভালো। --অর্ণব দত্ত ১২:২৯, ২৭ নভেম্বর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্য দরকার[সম্পাদনা]

মাস্টারদা'র শেষ চিঠিটাকে একটু ফরম্যাট করতে পারলে ভাল হতো। ব্যাকগ্রাউন্ড-এ রংটং দিয়ে। কেহ করবেন? Munirhasan (আলাপ) ০৮:৫৮, ২৭ আগস্ট ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

সূর্য সেনের ইংরেজী ভুক্তি টা বাংলার তুলনায় মোটেও সুবিধার না। কেও কি আছেন নজর দেওয়ার? -- Amran.haroon (আলাপ) ১৮:২৬, ২১ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
বাংলাটা ভালো দাঁড়িয়ে গেলে ওখান থেকে অনুবাদ করে দিতে পারেন। --রাগিব (আলাপ | অবদান) ১৮:৩১, ২১ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

দৃষ্টি আকর্ষন[সম্পাদনা]

শেষ দিনগুলো এবং ফাঁসির বিবরনে আনন্দবাজারে প্রকাশিত নিউজ়টা দিলাম। মাস্টারদার বিপ্লবী জীবন অংশটা অসম্পুর্ন। ভবিষৎতে এই দুইটা অংশে আরো অনেক কিছু যোগ করতে পারবো বলে আশা করছি Swomitra (আলাপ) ১২:৪৮, ১ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

মাস্টারদার ভূক্তিতে পরিবর্তন[সম্পাদনা]

মাস্টারদার ভূক্তিতে অনেক পরিবর্তন আনা হলো। ইতিহাস নিয়ে কাজ করার সবচেয়ে বড় সমস্যা মনে হচ্ছে তথ্যের বিভ্রান্তি। বিভিন্ন বইতে একই বিষয়ের উপর ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া আছে। যে তথ্য বেশীর ভাগ বই সমর্থন করে আমি সেটিকে গ্রহন করেছি। ভবিষ্যৎতে হয়তো অধিক বিশ্বাসযোগ্য কিছু পেলে নিবন্ধে পরিবর্তন আনতে হবে। Swomitra (আলাপ) ১২:১৭, ১০ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

আলাদা আলাদা একাধিক উৎস থেকে একইরকম তথ্যের ভিত্তিতে যে তথ্য যোগ করেছেন, তাতে একাধিক তথ্য-উৎস যোগ করলে সেই তথ্যটা ঠিক আপনার কথা মতোই "সমর্থনযোগ্যতা" পাবে বলে মনে হয়। তখন অন্য অবদানকারীও বুঝতে পারবেন তিনি যে তথ্যটাকে যোগ করছেন, সেটা এই এতোগুলো তথ্য-উৎসকে টপকাতে পারবে কি না। আপনাকে ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১২:৫৩, ১০ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

আন্তঃ ও বহিঃ সংযোগ[সম্পাদনা]

সূর্য সেনের বাংলা ভুক্তি মোবাইল ফোন থেকে যদি কেউ ব্রাউজ করে, তবে বাম পাশের ল্যাঙ্গুয়েজ ট্যাব টা অধিকাংশ মোবাইলে ই আসেনা। এই ক্ষেত্রে তাঁর ইংরেজী নাম টা উল্লেখ করে কি লিংকিং করা যায়? আরো একটা ব্যাপার খেয়াল করলাম, অভ্যন্তরীন সংযোগ যদি ভিন্ন ভাষার ভুক্তি হয়, তবে লিংকিং করা যায়না, অথবা গেলেও আমার জানা নেই কি ভাবে। তাই বহিঃ সংযোগ এর মাধ্যমে পুরো URL টা ই দিতে হচ্ছে। -- Amran.haroon (আলাপ) ১৮:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

মোবাইলের ইন্টারউইকি লিংকের ব্যাপারটা বেলায়েত বা জয়ন্ত বলতে পারবেন।
অন্য ভাষার নিবন্ধের লিংক (ইন্টারউইকি না, বরং পাতায় লিংক) দেয়ার নিয়ম হলো, সাধারণ উইকিলিংকের মতো লিখে তার আগে ভাষার কোড দুপাশে কোলন সহ লিখতে হবে। যেমন, ইংরেজি নিবন্ধের জন্য :en: আগে দিয়ে লিখতে হবে en:Surya Sen, অথবা আরেকটু ভালো করে লেখা যায়, Surya Sen (কোড দেখতে হলে আলাপ পাতার এই জায়গাট এডিট মোডে খুলে দেখুন)। --রাগিব (আলাপ | অবদান) ০৩:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
মোবাইল ইন্টারফেসে এখনও অন্যান্য ভাষার পাতার সংযোগ আলাদা সেকশনে দেখানোর ব্যবস্থা নাই। সাধারণ উইকিলিংকের মত করে ইংরেজী উইকিপিডিয়ার পাতার লিংক দেওয়া যেতে পারে। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

মাষ্টারদার ফাঁসীর মঞ্চের ছবি নিয়ে কিছু কথা[সম্পাদনা]

গিয়েছিলাম চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে। আগেই জানতাম সেখানে মাষ্টারদার ফাঁসির মঞ্চ সংরক্ষিত আছে। কিন্তু কারাগারের ঐ স্থানে যাওয়ার জন্য অনুমতি দরকার হয়। তবুও কি যেন মনে করে ক্যামেরা নিয়ে দুরু দুরু বুকে সেদিন জেলগেটের সামনে গিয়ে দাঁড়ালাম। সিনেমায় দেখা লোহার ভারী গেট! কত মানুষ সেখানে অপেক্ষা করছে। সবারই কেউ না কেউ জেলে বন্দী। সামনে দাঁড়ানো প্রহরী আমাকে ভিতরে কেন যাবো জানতে চাইলো। পরিচয় দিয়ে বললাম “জেলার সাহেবের সাথে দেখা করতে চাই”। কিছুক্ষন অপেক্ষার পর জেলার সাহেবের সাথে দেখা করার অনুমতি পেলাম। ভিতরে উনার রুমে গিয়ে আমার আসার কারনটা জানালাম। উনার নির্দেশে প্রহরীরা আমাকে নিয়ে ফাঁসীর মঞ্চের দিকে রওয়ানা দিল। চট্টগ্রাম কারাগারের পুরানো লাল ভবন ভেঙ্গে এখন নুতন ভবন তৈরী করা হচ্ছে। পুরানো কারাগারের সবচেয়ে ভেতরে হচ্ছে ফাঁসীর সেই স্থান। ছোটবেলায় জেল রোডের পাশ দিয়ে যাবার সময় দেখাতাম কারাগারের উচু উচু দেওয়াল। সেই উচু দেওয়ালের সাথেই লাগানো ১৯৩৪ সালে কার্যকর মাষ্টারদার ফাঁসির মঞ্চ। কিছু ছবি তুলে নিলাম। যাবার এবং আসার পথে কারাগারের প্রহরীরা অনেক কথা বলল। অনেকেই এই লেখাটা পড়তে পারেন—তাই ভীতিকর সেই কথাগুলো লিখলাম না। জেলখানার লোহার দরজা, ভারী তালা, ভিতরের পরিবেশ এই সবকিছু দেখে বেশীক্ষন থাকতে ইচ্ছা করল না। দ্রুত বাইরে এসে আলোয় ভরা পৃথিবী দেখে এতো ভাল লাগল। এমরান হারুনকে অসংখ্য ধন্যবাদ সেমিস্টার শেষের ব্যস্ততার মাঝে সময় নিয়ে ছবিগুলো আপলোড করে দেবার জন্য।

অন্য একটা কথাঃ চট্টগ্রাম আদালত ভবনে “চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন মামলার” পুরানো সব ডকুমেন্ট ফাইলবন্দী আছে। যারা এ বিষয় নিয়ে গবেষণা করেন—তাদেরকে এ তথ্যটা জানিয়ে রাখলাম। Swomitra (আলাপ) ০২:৩৩, ২৮ নভেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

ছবিগুলো খুবই গুরুত্বপূর্ণ ছবি। আপনি ছবিগুলোর কোন লিঙ্ক দেননি। ছবিগুলো দেখার খুব ইচ্ছা হচ্ছে। আশা করি ছবির লিঙ্ক পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ ছবি তোলার জন্য অনেক অনেক ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৪৮, ২৮ নভেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
ভুক্তিতে বহিঃসংযোগ দেয়া হয়েছে। আপনাকেও অনেক ধন্যবাদ। Swomitra (আলাপ) ১৮:৪৮, ২৯ নভেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
বেলায়েত ভাই, http://commons.wikimedia.org/w/index.php?title=Special:Search&ns0=1&ns6=1&ns12=1&ns14=1&ns100=1&ns106=1&redirs=0&search=Surya+sen&limit=20&offset=0 এই লিঙ্কে গেলে দেখবেন সূর্য সেনের ফাঁসীর মঞ্চের বেশকিছু ছবি আপলোড করা আছে। সব ছবির ক্যাটাগরি Surya Sen কিন্তু বহিঃসংযোগে শুধু সাতটা ছবি দেখাচ্ছে। কারনটা বুঝতে পারছি না। দয়া করে সমস্যাটা সমাধান করে দেবেন। ধন্যবাদ। Swomitra (আলাপ) ০৯:২৩, ৩০ নভেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
আমি কমন্সের সূর্‌্য সেট ক্যাটাগরিতে সব গুলো ছবিই দেখতে পাচ্ছি। আপনি আপনার ব্রাউজার ক্যাশ পরিষ্কার করে নিন। তাহলেই মনে হয় সমস্যার সমাধান হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:১০, ৩০ নভেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

জাতীয়তা[সম্পাদনা]

সূর্য সেনের জাতীয়তা কি ব্রিটিশ ভারতীয় হওয়া উচিত নাকি ভারতীয়? ইংরেজি উইকিতে টক পেজে এই আলোচনাটা দেখে দয়া করে কেউ জানান। কারণ একইভাবে বেগম রোকেয়া, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ইত্যাদি ব্যক্তির ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। -তৃণাঞ্জন (আলাপ) ০৮:৩৫, ১ মার্চ ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]