বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Sajid Reza Karim/সংগ্রহশালা/২০২৩

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লক্ষ্য করুন, এটি আমার মূল আলাপ পাতা নয়, বরং আমার পুরোনো আলাপের একটি সংগ্রহশালা। সকল প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার বর্তমান আলাপ পাতা ব্যবহার করুন। ধন্যবাদ।


বর্তমান আলাপ পাতা২০১৪২০১৫২০১৬২০১৭২০১৮২০১৯২০২০২০২১২০২২


অনুবাদ প্রতিযোগীতা ২০২৩

[সম্পাদনা]

সুপ্রিয় Sajid Reza Karim, উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩-এ অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। লক্ষ্য করুন, আপনি অপঘর্ষকরেডিট নিবন্ধ নিয়ে কাজ করবেন বলে নাম লিখিয়েছিলেন কিন্তু এখনো কোনও কাজ করেন নি ও/বা এক সপ্তাহের বেশি সময় ধরে ফেলে রেখেছেন। আপনাকে অপঘর্ষকরেডিট নিবন্ধে কাজ করতে বিনীত অনুরোধ জানাচ্ছি, নতুবা প্রতিযোগিতার নিয়ম অনুসারে অন্য কাউকে নিবন্ধগুলো নিয়ে কাজ করতে সুযোগ দেওয়া হবে। আপনি যদি নিবন্ধগুলো নিয়ে আর কাজ করতে না চান, আপনি এই তালিকা থেকে অন্য নিবন্ধ বেছে নিতে পারেন। ধন্যবাদ — AKanik 💬 ১৫:১৬, ১০ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ইসলাম বিষয়ক অনলাইন এডিটাথন

[সম্পাদনা]
সুপ্রিয় Sajid Reza Karim, প্রথমে সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাকে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি এবং মানোন্নয়ন করাই হলো এই অনলাইন এডিটাথনের মূল উদ্দেশ্য যা পবিত্র রমজান মাস ব্যাপী চলবে। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন।
আমন্ত্রণে—
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এর আয়োজক ও পর্যালোচকদের পক্ষে,
(نقاش) عبد الله ০৯:৪৭, ৩০ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

হিন্দুধর্ম বিষয়ক শারদীয় এডিটাথন ২০২৩

[সম্পাদনা]

সুপ্রিয় Sajid Reza Karim,

বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো শরৎকালীন অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।

এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক। রবিন সাহা ১৯:১২, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

গেমর‍্যাংকিংস-এর খসড়া নামস্থানে স্থানান্তর প্রসঙ্গে

[সম্পাদনা]

প্রিয় Sajid Reza Karim, গেমর‍্যাংকিংস নিবন্ধটি তৈরির জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু এক বা একাধিক ব্যবহারকারী উদ্বেগ প্রকাশ করেছেন যে এটি এখনও মূল নামস্থানের জন্য উপযুক্ত নয়, কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ভূমিকাংশ ছাড়া অবশিষ্ট অংশ ইংরেজিতে রয়েছে এবং অনূদিত ভূমিকাংশও সাবলীল নয়। মানোন্নয়নের সুযোগ অক্ষুণ্ণ রেখেই পাতাটি খসড়া নামস্থানে স্থানান্তর করা হয়েছে। আপনি বা অন্য যেকোনো ব্যবহারকারীকে এখানে নিবন্ধটির মানোন্নয়ন বা উল্লেখিত সমস্যা নিরসনের জন্য অনুরোধ করা হচ্ছে। একইসঙ্গে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটিকে পুনরায় মূল নামস্থানে স্থানান্তর না করতেও অনুরোধ করা হচ্ছে।

পুনশ্চঃ টানা ৬ মাসের মধ্যে কোনোরূপ উল্লেখযোগ্য ও গঠনমূলক (উদাহরণ: অনুল্লেখ্য/বট সম্পাদনা ইত্যাদি গণনায় ধরা হবেনা) সম্পাদনা না হলে বা উল্লেখিত সমস্যাগুলোর নিরসন না হলে নিবন্ধটি পরিত্যক্ত বলে বিবেচিত হবে এবং খসড়া নামস্থান থেকেও অপসারিত হবে। এটি করা হবে দ্রুত অপসারণের বিচারধারার স১৩ অনুসারে। Aishik Rehman (আলাপ) ০১:৫৫, ২৬ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধটি পরিষ্কার করেছি। আশা করি এখন এটি পুনরায় মূল নামস্থানে স্থানান্তরের উপযুক্ত হয়েছে।--সাজিদ রেজা করিম ২১:০০, ১৭ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন