দরদ (চলচ্চিত্র)
দরদ | |
---|---|
পরিচালক | অনন্য মামুন[১] |
প্রযোজক | সরদার সানিয়াত হোসেন কামাল মোহাম্মদকিবরিয়া লিপুহিমাংশু ধানুকা |
চিত্রনাট্যকার | অনন্য মামুনপ্রমিত ঘোষ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার |
|
প্রযোজনা কোম্পানি |
|
মুক্তি |
|
দেশ | বাংলাদেশভারত |
ভাষা | বাংলাহিন্দি |
নির্মাণব্যয় | ১০ কোটি[৩] |
দরদ ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন অনন্য মামুন। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, কিবরিয়া ফিল্মস,[৪] কলকাতার এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে সহ-প্রযোজনা করেছেন সরদার সানিয়াত হোসেন, কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু এবং হিমাংশু ধানুকা।[৫] ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও সোনাল চৌহান।[৬][৭] এটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার প্রথম সর্ব ভারতীয় চলচ্চিত্র ।
কাহিনী
[সম্পাদনা]চিত্রনাট্য অনুযায়ী, বারাণসী শহরে হঠাৎ করে একের পর এক খুন। প্রথম সারির ব্যক্তিত্বরা খুনির তালিকায়। বিশিষ্টরা পরপর খুন হতেই নড়ে বসে পুলিশ। শুরু হয় পুলিশের তদন্ত। আর এই তদন্তে উঠে আসে দুলু মিয়ার নাম। দুলু মিয়া পেশায় অটোচালক। সেই কি ‘সিরিয়াল কিলিং’-এর নেপথ্যে?[৮]
অভিনয়
[সম্পাদনা]- শাকিব খান - দুলু মিঞা, একজন অটোচালক[৯]
- সোনাল চৌহান - ফাতেমা, দুলু মিঞার স্ত্রী[১০]
- পায়েল সরকার
- লুৎফুর রহমান
- প্রান্তিকা দাস
- বিশ্বজিৎ চক্রবর্তী[১১]
- রাজেশ শর্মা
- দেবচন্দ্রিমা সিংহ রায়
- এলিনা শাম্মী
- ইমতু রাতিশ
- রাহুল দেব [১২]
- রিও
- সাফা মারিয়া
- আমির সিরাজী
- জেসিয়া ইসলাম (অতিথি শিল্পী হিসেবে)[১৩]
প্রযোজনা
[সম্পাদনা]সিনেমাটি প্রযোজনা করেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, কিবরিয়া ফিল্মস, কলকাতার এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।
সঙ্গীত
[সম্পাদনা]দরদ | ||||
---|---|---|---|---|
সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
ঘরানা | চলচ্চিত্র সঙ্গীত | |||
ভাষা | বাংলা | |||
সঙ্গীত প্রকাশনী | এসকে মুভিজ | |||
| ||||
| ||||
দরদ থেকে একক গান | ||||
|
দরদ সিনেমায় মিউজিক ডিরেক্টর ও হিন্দি ভার্সনের লিরিক্স লিখছেন আরাফাত মেহমুদ এবং বাংলা ভার্সনের কথা লিখেছেন জাহিদ আকবর, সোমেশ্বর অলি এবং এসকে ডিপ।[১৪]"এই ভাবাও, এই ভাসাও" শিরোনামের চলচ্চিত্রটির একটি গানের শুটিং হয়েছিল নভেম্বরের মাঝামাঝি সময়ে ভারতের বেনারসে বাংলা ও অন্যান্য ভাষায়, যা জাহিদ আকবর লিখেছেন এবং বালাম গেয়েছেন ।[১৫]এটি বালামের সাথে শাকিব খানের দ্বিতীয় এবং জাহিদ আকবরের সাথে চতুর্থ কাজ। যিনি এর আগে সর্বকালের সর্বোচ্চ আয় করা বাংলাদেশী চলচ্চিত্র প্রিয়তমা সিনেমায় শাকিব খানের সাথে কাজ করেছিলেন।
নং. | শিরোনাম | গীতিকার | সংঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "এই ভাবাও এই ভাসাও" | জাহিদ আকবর | বালাম |
নির্মাণ
[সম্পাদনা]প্রাক-নির্মাণ
[সম্পাদনা]ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম সর্বভারতীয় চলচ্চিত্র দরদ প্রাথমিকভাবে ২০২৩ সালের ২০ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের বারাণসী ও এলাহাবাদে চলচ্চিত্রটির শুটিং শুরুর কথা ছিল। ওই দিনই শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের অভিনেতা শাকিব খানের ১৫ অক্টোবর ভারতের মুম্বাইয়ে যাওয়া এবং ভারতের বারানসিতে এই সিনেমার শুটিং শুরুর আগে মুম্বাইয়ে তার ফটোশুট, স্ক্রিপ্ট রিডিং সেসন, লুক সেট হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ থেকে যথাসময়ে ওয়ার্ক পারমিট ভিসা পাননি শাকিব খানসহ ১৪ জনের পুরো ইউনিট, ফলে ভারতে ঘোষিত সময়ে ভারত যাওয়া হয়নি তাদের। ২১ অক্টোবর ছবির অন্যতম প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু প্রথম আলোকে জানায়, "শাকিব খানসহ বাংলাদেশে যেসব শিল্পী এই ছবির শুটিংয়ে ভারত যাবেন, তাঁদের সবার ওয়ার্ক পারমিটের ভিসার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা আছে। কিন্তু এখনো ভিসার অনুমতি হয়নি।"[১৬] পরেরদিন ২২ অক্টোবর, শাকিব খানসহ চলচ্চিত্রের পুরো ইউনিট সবাই ভিসা পায়। যা প্রথম আলোকে নিশ্চিত করেন ছবির অন্যতম প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া ও পরিচালক অনন্য মামুন।[১৭] শুটিংয়ে অংশ নিতে ২৬ অক্টোবর ভারতের মুম্বাই থেকে বেনারসে যান শাকিব খান।[১৮]
অভিনয় শিল্পী নির্বাচন
[সম্পাদনা]অনেক গুঞ্জনের পর অক্টোবরের শুরুতে চলচ্চিত্রটি অভিনেত্রী নাম প্রকাশ করা হয়। এটির প্রধান অভিনেত্রী হিসাবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের নাম প্রকাশ করা হয়, যা ৬ অক্টোবর প্রথম আলোকে নিশ্চিত করে ছবিটির ভারতীয় অংশের প্রযোজনা প্রতিষ্ঠান এসকেয় মুভিজ। যা ৬ অক্টোবর ভারতীয় অংশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান এসকেয় মুভিজের কর্ণধার অশোক ধানুকার বরাত দিয়ে প্রথম আলো নিশ্চিত করেন।[১৯][২০] একইদিন পরিচালক ছবিটির অন্যান্য অভিনেতার নাম করেন, যথাক্রমে তারা হলেন পায়েল সরকার,[২১] মিশা সওদাগর, লুৎফুর রহমান, রাজেশ শর্মা, দেবচন্দ্রিমা সিংহ রায়, এলিনা শাম্মী ইমতু রাতিশ, ফারহান আহমেদ রিও।[২২][২৩] পায়েল সরকার একজন সাহসী পুলিশ কর্মকর্তা এবং দেবচন্দিমা সিংহ রায় একজন মডেল হিসাবে অভিনয় করবেন বলে গণমাধ্যমে নিশ্চিত করেন পরিচালক।[২৪] এরপর ৮ অক্টোবর প্রধান অভিনেতা ছবিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন শাকিব খান, যার মাধ্যমে প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে প্যান ইন্ডিয়ান ছবি করতে যাচ্ছেন তিনি। চুক্তির পর তার কাছে চূড়ান্ত চিত্রনাট্য হস্তান্তর করা হয়।[২৫][২৬] পরেরদিন ৯ অক্টোবর ছবির সঙ্গে যুক্ত হন প্রবীণ ভারতীয় অভিনেতা রাহুল দেব, যিনি এর আগে ২০১৬ সালে শিকারি ছবিতে শাকিব খানের সঙ্গে কোলাবরেট করেন।[২৭] দুইদিন পর ১১ অক্টোবর মিস বাংলাদেশ ২০১৭ মুকুটধারী জেসিয়া ইসলাম একটি অতিথি চরিত্রের জন্য ছবিতে চুক্তিবদ্ধ হন, যা তার দ্বিতীয় চলচ্চিত্র। তার ১০ দিনের জন্য চিত্রগ্রহণে অংশ নেওয়ার কথা রয়েছে।[২৮][২৯]
চিত্রগ্রহণ
[সম্পাদনা]২০২৩ সালের সালের ২৭ অক্টোবর ভারতের বেনারসের চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হয়।[৩০][৩১] একইদিন পরিচালক তার ফেইসবুকে চলচ্চিত্রটির শুটিং একটি দৃশ্য প্রকাশ করেন।[৩২][৩৩] ২৮ অক্টোবর চিত্রগ্রহণের দ্বিতীয় দিন সিকোয়েন্সের ধারাবাহিকতার জন্য শাকিব খান প্রায় ১৮ ঘন্টা শুটিং করেন।[৩৪]
মুক্তি
[সম্পাদনা]২০২৩ সালের ২৪ অক্টোবর ভারতের মুম্বাইয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, চলচ্চিত্রটি ২০২৪ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড় ভাষায় ৩০টির বেশি দেশে মুক্তি পাবে।কিন্তু মাঝে শোনা যায় যে আগামী ৬ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে কিন্তু নির্ধারিত দিনে ছবিটি মুক্তি পায়নি কিন্তু এবার মেকার্সরা সিদ্ধান্ত নেয় আগামী বছর মুক্তি পাবে [৩৫]৷
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২০২৩-১০-২৪)। "'দরদ' সিনেমার শুটিংয়ে মুম্বাই শাকিব খান"। The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৬।
- ↑ Movie Cruzzer (২০২৪-০২-১৭)। "DARD (দরদ) - Teaser Trailer | Shakib Khan | Sonal Chauhan | Rahul Dev | Anonno Mamun (Fan-Made)"।
- ↑ "'দরদ' সিনেমার বাজেট ১০ কোটির বেশি"। ঢাকা পোস্ট। ২০২৩-১০-২৭। ২০২৩-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৮।
- ↑ "আজ মিট দ্য প্রেস, ২৭ অক্টোবর শুটিং শাকিব ও সোনালের"। কালের কণ্ঠ। ২৫ অক্টোবর ২০২৩। ২০২৩-১০-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৬।
- ↑ "'দরদ' সিনেমায় শাকিবের নায়িকা হচ্ছেন সোনাল চৌহান"। এনটিভি। ২০২৩-১০-০৬। ২০২৩-১০-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৮।
- ↑ "'দরদ' সিনেমায় শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান"। সমকাল। ২০২৩-১০-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৮।
- ↑ "ফের শাকিবের সঙ্গে এক সিনেমায় বলিউড অভিনেতা"। সময় নিউজ। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৯।
- ↑ "Tollywood: 'দরদ' ছবির প্রথম লুক প্রকাশ্যে, ভালবাসার দিনে শাকিবের রক্তস্নান!"। aajkaal.in (ইংরেজি ভাষায়)। ২০২৪-০২-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৫।
- ↑ "Tollywood: 'দরদ' ছবির প্রথম লুক প্রকাশ্যে, ভালবাসার দিনে শাকিবের রক্তস্নান!"। aajkaal.in (ইংরেজি ভাষায়)। ২০২৪-০২-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৫।
- ↑ "বাংলা টিভিতে অনন্য মামুন"।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২০২৩-১১-০৯)। "প্রেমের গানের শুটিংয়ে অন্যরকম রসায়নে শাকিব-সোনাল"। The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। ২০২৩-১১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৪।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২০২৩-১১-০৯)। "প্রেমের গানের শুটিংয়ে অন্যরকম রসায়নে শাকিব-সোনাল"। The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। ২০২৩-১১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৯।
- ↑ প্রতিবেদক, বিনোদন (২০২৩-১০-১১)। "শাকিবের 'দরদ'–এ জেসিয়া 'তৃণা'"। Prothomalo। ২০২৩-১০-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১৪।
- ↑ ""দরদ সিনেমায় মিউজিক ডিরেক্টর ও হিন্দি ভার্সনের লিরিক্স লিখছেন আরাফাত মেহমুদ | Anonna Mamun""। www.facebook.com। ২০২৩-১১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৮। line feed character in
|শিরোনাম=
at position 21 (সাহায্য) - ↑ ডেস্ক, বিনোদন (১৯৭০-০১-০১)। "'দরদ' সিনেমার গানের শুটিংয়ে শাকিব-সোনাল"। dhakapost.com। ২০২৩-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৮।
- ↑ "ভিসা জটিলতায় আটকে গেলেন শাকিব খান"। Prothomalo। ২০২৩-১০-২১। ২০২৩-১০-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-৩০।
- ↑ প্রতিবেদক, বিনোদন (২০২৩-১০-২৩)। "ভিসা হাতে পেলেন শাকিব, শুরু হচ্ছে 'দরদ' মিশন"। Prothomalo। ২০২৩-১০-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-৩০।
- ↑ "বেনারসে পৌঁছেই অচেনা শাকিব!"। চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০২৩-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০২।
- ↑ প্রতিবেদক, বিনোদন (২০২৩-১০-০৬)। "নেহা, জেরিন, শেহনাজ নন, জানা গেল কে হচ্ছেন শাকিবের বলিউড নায়িকা"। Prothomalo। ২০২৩-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০২।
- ↑ প্রতিবেদক, বিনোদন (২০২৩-১০-০৬)। "শাকিবের নায়িকা কে এই সোনাল"। Prothomalo। ২০২৩-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০২।
- ↑ "দেখার জন্য লগ ইন বা সাইন আপ করুন"। m.facebook.com। ২০২৩-১১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০২।
- ↑ "দেখার জন্য লগ ইন বা সাইন আপ করুন"। m.facebook.com। ২০২৩-১১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০২।
- ↑ "বলিউডের সোনাল, টলিউডের পায়েল, আরও যারা শাকিবের ছবিতে"। Bangla Tribune। ২০২৩-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০২।
- ↑ ডেস্ক, বিনোদন (১৯৭০-০১-০১)। "শাকিবের সিনেমায় তিন নায়িকা"। dhakapost.com। ২০২৩-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০২।
- ↑ "আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ শাকিব, ঈদ ছাড়াই মুক্তি পাবে 'দরদ'"। চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০২৩-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০২।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২০২৩-১০-০৯)। "প্যান ইন্ডিয়ান সিনেমায় প্রথম বাংলাদেশি নায়ক শাকিব খান"। The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। ২০২৩-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০২।
- ↑ "শাকিব খানের 'দরদ' সিনেমায় থাকছে রাহুল দেব"। সময় নিউজ। ১০ অক্টোবর ২০২৩। ২০২৩-১১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ প্রতিবেদক, বিনোদন (২০২৩-১০-১১)। "শাকিবের 'দরদ'–এ জেসিয়া 'তৃণা'"। Prothomalo। ২০২৩-১০-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০২।
- ↑ Arts & Entertainment Desk (২০২৩-১০-১৪)। "Jessia Islam set to appear in Shakib Khan's Pan-Indian film"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২৩-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০২।
- ↑ ডেস্ক, গ্লিটজ। "বারানসিতে শুটিং শুরু শাকিবের 'দরদ' এর"। bdnews24। ২০২৩-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০২।
- ↑ "প্রকাশ পেলো শাকিব-সোনালের 'দরদ' লুক"। দৈনিক ইত্তেফাক। ২০২৩-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০২।
- ↑ ডেস্ক, বিনোদন (১৯৭০-০১-০১)। "প্রকাশ্যে 'দরদ' সিনেমায় শাকিব-সোনালের শুটিং দৃশ্য"। dhakapost.com। ২০২৩-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০২।
- ↑ Hasan, Tarek (২০২৩-১০-২৯)। "শাকিব-সোনালের 'দরদ'র শুটিং দৃশ্য প্রকাশ্যে"। Bangla news (ইংরেজি ভাষায়)। ২০২৩-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০২।
- ↑ "টানা ১৮ ঘণ্টা শুটিং করেছেন শাকিব খান"। Bijoy TV | YouTube। ২৯ অক্টোবর ২০২৩। ১ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ "বলিউড নায়িকার সঙ্গে শাকিব খান, শুটিংয়ে যেতেই লুক প্রকাশ"। banglanews24.com। ২০২৩-১০-২৭। ২০২৩-১০-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে দরদ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দরদ (ইংরেজি)