কেন্দ্র-ডানপন্থী রাজনীতি
দলীয় রাজনীতি |
---|
রাজনীতি বিষয়ক ধারাবাহিকের একটি অংশ |
রাজনীতি প্রবেশদ্বার |
কেন্দ্র-ডানপন্থী রাজনীতি রা জনৈতিক মতপরিসরের ডানপন্থার দিকে ঝুঁকে, কিন্তু কেন্দ্রপন্থার কাছাকাছি। কেন্দ্র-ডানপন্থী দলগুলো সাধারণত উদার গণতন্ত্র, পুঁজিবাদ, বাজার অর্থনীতি, ব্যক্তিগত সম্পত্তির অধিকার ও একটি সীমিত কল্যাণ রাষ্ট্রকে সমর্থন করে। তাঁরা রক্ষণশীলতাবাদ ও অর্থনৈতিক উদারতাবাদকে সমর্থন করে এবং সমাজতন্ত্র ও সাম্যবাদের বিরোধিতা করে।[১]
১৭৮০ থেকে ১৮৮০-র দশক পর্যন্ত, পশ্চিমা বিশ্বে সামাজিক শ্রেণী কাঠামো ও অর্থনৈতিক ব্যবস্থায় একটি পরিবর্তন আসে, আভিজাত্য ও বাণিজ্যবাদ থেকে সরে গিয়ে পুঁজিবাদের দিকে ঝুঁকে পড়ে।[২][৩][৪] পুঁজিবাদের দিকে এই সাধারণ অর্থনৈতিক পরিবর্তন কেন্দ্রীয়-ডানপন্থী আন্দোলনগুলোকে প্রভাবিত করে, যেমন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি ও মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি, যাঁরা পুঁজিবাদের সমর্থনকারী হিসেবে প্রতিক্রিয়া জানায়।[৫]
ইন্টারন্যাশনাল ডেমোক্র্যাট ইউনিয়ন হলো কেন্দ্র-ডানপন্থী রাজনৈতিক দলগুলোর (পাশাপাশি আরও কিছু ডানপন্থী দল) একটি জোট - যার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি, কানাডার কনজারভেটিভ পার্টি, মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি, অস্ট্রেলিয়ার লিবারেল পার্টি, নিউজিল্যান্ড ন্যাশনাল পার্টি ও খ্রিস্টীয় গণতান্ত্রিক দলসমূহ - যাঁরা মানবাধিকারের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেরও প্রতিশ্রুতি ঘোষণা করে।[৬]
কেন্দ্র-ডানপন্থী হিসাবে চিহ্নিত ভাবাদর্শসমূহের মধ্যে রয়েছে উদার রক্ষণশীলতাবাদ এবং অন্যান্যগুলোর মধ্যে রয়েছে উদারতাবাদ ও খ্রিস্টীয় গণতন্ত্রের কিছু রূপ। আধুনিক কেন্দ্র-ডানপন্থার অর্থনৈতিক দিকগুলো অর্থনৈতিক উদারতাবাদ দ্বারা প্রভাবিত হয়েছে, যেখানে সাধারণত নব্য উদারতাবাদের সাথে ব্যাপকভাবে জড়িত মুক্ত বাজার, সীমিত সরকারি ব্যয় ও অন্যান্য নীতিগুলো সমর্থন করে। মধ্যম ডানপন্থী রাজনীতি সার্বজনীনভাবে সামাজিকভাবে রক্ষণশীল বা সাংস্কৃতিকভাবে উদার নয় এবং এই ধরনের রাজনীতিতে প্রায়শই ব্যক্তিস্বাধীনতা ও ঐতিহ্যবাদের উপাদানগুলোর সমর্থনের পাশাপাশি রক্ষণশীলতাবাদ ও উদারতাবাদের সংমিশ্রণ ঘটে থাকে।
কেন্দ্র-ডানপন্থী চিন্তাধারার ঐতিহাসিক উদাহরণগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ওয়ান নেশন কনজারভেটিজম, কানাডার রেড টরিস এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রকফেলার রিপাবলিকান। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ডেমোক্র্যাটরাও সুষম বাজেট, মুক্ত বাণিজ্য, নিয়ন্ত্রণহীনতা ও কল্যাণ সংস্কারসহ কেন্দ্র-ডানপন্থী নীতির বিভিন্ন দিক গ্রহণ করেছে। এই ভাবাদর্শগত দলগুলো দূর-ডান ধারা ও ডানপন্থী জনতুষ্টিবাদের সাথে বিপরীত। তাঁরা ডানপন্থী বৈকল্পিকগুলোর চেয়ে সাংস্কৃতিক উদারতাবাদ ও সবুজ রক্ষণশীলতাবাদকে বেশি সমর্থন করে।
২০১৯ সালের একটি সমীক্ষা অনুসারে, ২০১৮ সালে ২১টি পশ্চিমা গণতন্ত্রে কেন্দ্র-ডান দলগুলোর ভোট শেয়ার ছিল প্রায় ২১%।[৭] এটি ১৯৬০ সালের ৩৭% থেকে হ্রাস পেয়েছে।[৭]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Rohrschneider, Robert (মে ২০০০)। "The New Politics of the Right: Neo-Populist Parties and Movements in Established Democracies. Han-Georg Betz , Stefan Immerfall"। The Journal of Politics। 62 (2): 619–620। আইএসএসএন 0022-3816। ডিওআই:10.1086/jop.62.2.2647710।
- ↑ Kahan, Alan S. (২০১০), "The unexpected honeymoon of mind and money, 1730–1830", Kahan, Alan S., Mind vs. money: the war between intellectuals and capitalism, New Brunswick, New Jersey: Transaction Publishers, পৃষ্ঠা 88, আইএসবিএন 978-1412810630.
- ↑ Shenon, Philip; Greenhouse, Linda (১৭ আগস্ট ১৯৮৮)। "Washington talk: Briefing; the King and the Joker"। The New York Times।
This is the title of nobility clause, which provides: 'No Title of Nobility shall be granted by the United States'.
(সদস্যতা প্রয়োজনীয়) - ↑ Wood, Diane (অক্টোবর ২০০৫)। "Our 18th century constitution in the 21st century world"। New York University Law Review, Madison Lecture। New York University School of Law। 80 (4): 1079–1107। ২০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৫।
Debate [over the Constitution's] meaning is inevitable whenever something as specific as the... Titles of Nobility Clause is not at issue
pp. 105. Pdf. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ অক্টোবর ২০১৭ তারিখে - ↑ Adams, Ian (২০০১)। Political ideology today (2nd সংস্করণ)। Manchester New York: Manchester University Press। পৃষ্ঠা 57। আইএসবিএন 978-0719060205।
- ↑ International Democrat Union. (History. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ জুলাই ২০১২ তারিখে Founders. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ জুলাই ২০১২ তারিখে Declaration of Principles. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ জুলাই ২০১২ তারিখে) Accessed on 22 June 2012.
- ↑ ক খ Gidron, Noam; Ziblatt, Daniel (২০১৯-০৫-১১)। "Center-Right Political Parties in Advanced Democracies"। Annual Review of Political Science (ইংরেজি ভাষায়)। 22 (1): 17–35। আইএসএসএন 1094-2939। ডিওআই:10.1146/annurev-polisci-090717-092750 ।