বাবুল আক্তার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাবুল আক্তার
জন্ম১৯৭৫
মদনপুর গ্রাম, শৈলকুপা উপজেলা, ঝিনাইদহ জেলা
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
মাতৃশিক্ষায়তন
পেশাপুলিশ অফিসার
পরিচিতির কারণমাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড
উল্লেখযোগ্য কর্ম
জঙ্গি বিরোধী অভিযান
অপরাধের অভিযোগমাহমুদা খানম মিতু হত্যা অভিযোগ
অপরাধীর অবস্থাজেলে আটক, মামলা চলমান
দাম্পত্য সঙ্গীমাহমুদা খানম মিতু
সন্তানমাহমুদ মাহির ও তাবাচ্ছুম তানজিলা
পিতা-মাতা
  • আব্দুল ওয়াদুদ মিয়া (পিতা)
  • শাহিদা বেগম (মাতা)
পুরস্কারজঙ্গি দমনে সম্মাননা

বাবুল আক্তার একজন বাংলাদেশী বহুল আলোচিত সাবেক এসপি। বর্তমানে তিনি তার স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত আসামি হয়ে কারাবরণ করছেন,[১] তবে এটি অবস্থাগত প্রমাণ বলে বিবেচিত,[ক] এবং এই মামলাটা এখনো আদালতে চলমান রয়েছে।[২][৩] তিনি ২০১৬ সালের জুন মাসে জঙ্গী দমনের জন্য চট্টগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন এবং এই কাজের জন্য তিনি ভূয়সী প্রশংসা ও পুরস্কার লাভ করেন।[৪][৫][৬]

তার স্ত্রীর হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পর ২৪ জুন ঢাকার গোয়েন্দা পুলিশ বাবুল আক্তারকে ১৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তাকে ছেড়ে দেওয়া হয়। দুই মাস পরে পুলিশ প্রশাসন থেকে জানানো হয় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, তবে বাবুল এটি অস্বীকার করেছেন। তবে তাকে চাকরি ফেরত দেওয়া হয়নি।[৭][৮] পুলিশের চাকরি চলে যাওয়ার পরে তিনি আদ দ্বীন মেডিকেল হাসপাতালে যোগদান করেন। পরবর্তীতে তিনি চীন থেকে পানি পরিশোধনকারী যন্ত্র এনে বিক্রির ব্যবসা শুরু করেন। ২০২০ সালের ১১ মে তাকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে মামলা চলমান রয়েছে।

জন্ম ও পরিচয়[সম্পাদনা]

বাবুল আক্তার ১৯৭৫ সালে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মদনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল ওয়াদুদ মিয়া, তিনি একজন পুলিশের এসআই ছিলেন এবং মাতার নাম শাহিদা বেগম। পরিবারের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে বাবুল সবার বড়।

শিক্ষাজীবন[সম্পাদনা]

বাবুল ১৯৯০ সালে খুলনার বটিয়াঘাটা হাইস্কুল থেকে এএসসি পাশ করেন এবং ১৯৯২ সালে সরকারি বিএল কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর ১৯৯২ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। ২০০১ সালে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।[৯] ইসলামী বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়ে তিনি ছাত্রশিবিরের সাথে যুক্ত ছিলেন বলে অভিযোগ করা হয়।[১০]

বৈবাহিক জীবন[সম্পাদনা]

বাবুলের শ্বশুর মোশারফ হোসেনও একজন পুলিশ অফিসার ইন চার্জ (ওসি) ছিলেন। তিনি পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার ওসি ছিলেন, বাবুলের পিতা আব্দুল ওয়াদুদ মোশারফ হোসেনের অধীনে এসআই হিসেবে কর্মরত ছিলেন। ২০০১ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়ে মাহমুদা খানম মিতুর সঙ্গে তার বিয়ে হয়।[১১] তাদের মাহমুদ মাহির ও আক্তার তাবাচ্ছুম তানজিলা নামে দুইটি সন্তান আছে।

কর্মজীবন[সম্পাদনা]

বাবুল ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে বের হয়ে বিশ্বব্যাংকের একটি প্রকল্পে চাকরি নিয়ে তার স্ত্রীকে নিয়ে রাজশাহীতে পোস্টিং হন। তিনি ২০০৪ সালে বিসিএস পরীক্ষার ২৪তম ব্যাচে পুলিশ ক্যাডার লাভ করেন। এরপর তিনি ২০০৫ সালে সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ শেষ করে র‍্যাব-২ এ যোগদান করেন। তিনি ২০০৮ সালে চট্টগ্রাম মহানগর পুলিশ জোনের সহকারি কমিশনার এবং চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারি উপজেলার সহকারি পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব লাভ করেন।[১২]

তিনি ২০১৩ সালে বদলি হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন এবং ২০১৪ সালে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দক্ষিণ সুদান গমন করেন। তিনি ২০১৫ সালে মিশন থেকে ফিরে এসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে যোগ দেন, এবং পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপকমিশনারের (এডিসি) দায়িত্ব পান। তিনি ২০১৬ সালের ৫ জুন পুলিশ সুপার পদোন্নতি পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে ঢাকা পুলিশ সদর দফতরে যোগদান করেন। তিনি চট্টগ্রামে চাকরি অবস্থায় সাধারণ জনতার মধ্যে জনপ্রিয় ছিলেন।[১২][১৩]

বাবুল ২০০৭ সালে নরসিংদীতে ছয় খুনের রহস্য, গৃহকর্মী রুমাকে হত্যার রহস্য, স্কুলশিক্ষিকা তানিয়া হত্যার রহস্য উদঘাটনসহ ছাড়া নানা মামলা পরিচালনায় দক্ষতার পরিচয় দেন। ২০১৩ ও ২০১৫ সালে চট্টগ্রামে জঙ্গিবাদ বিরোধী অভিযান পরিচালনায় সাফল্য ও পুরস্কার লাভ করেন।

সমালোচনা[সম্পাদনা]

স্ত্রী হত্যার আসামি[সম্পাদনা]

২০১৬ সালের ৫ জুন মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের পরে দীর্ঘদিন এই মামলার উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। অবশেষে ২০২০ সালের জানুয়ারিতে আদালতের নির্দেশে পিবিআই-এর উপর তদন্তের ভার দেওয়া হয়।[১৪] এরপরে ২০২১ সালের মে মাস পর্যন্ত মামলার অগ্রগতি দেখা যায়নি,[৮] তবে বাবুলের শ্বশুরবাড়ির অভিযোগে তাকে ২০২০ সালের ১১ মে গ্রেফতার করা হয়।[১৫][১৬] পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর তদন্তে এই মামলায় বাবুলে খুনি হিসেবে চিহ্নিত করা হয়।[১৭] তিনি পরিকল্পিতভাবে তার ভাড়াটে খুনি দিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।[১৮]

বাবুল আক্তারের বিরুদ্ধে এসআই আকরাম হত্যার অভিযোগও রয়েছে।[১৯][২০] তবে তার মুক্তির দাবীতে তার নিজ উপজেলা শৈলকূপাতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।[২১] আলী ইমাম মজুমদার মাহমুদা খানম মিতু হত্যার তদন্তের ভুল প্রক্রিয়ার সমালোচনা করেছেন।[২২]

তথ্যসূত্র[সম্পাদনা]

টীকা তালিকা[সম্পাদনা]

  1. অবস্থাগত প্রমান (ইংরেজি: Circumstantial evidence) হলো প্রামাণিকের এমন একটা অবস্থা, যেখানে কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকে না, তবে বেশ কয়েকটি খণ্ড খণ্ড সূত্র থেকে একটা সিদ্ধান্তে আসা যায়।

সূত্র তালিকা[সম্পাদনা]

  1. ডেস্ক, ভিডিও। "স্ত্রী মৃত্যু হত্যায় বাদী বাবুল কেন আসামি"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৮ 
  2. কল্লোল, কাদির (২০১৬-০৬-২৮)। "বাবুল আক্তার কি নজরদারিতে?"BBC News বাংলা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৬ 
  3. "এসপি বাবুলের অব্যাহতি কেন? – DW – 07.09.2016"dw.com। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৮ 
  4. "Top Bangladesh policeman's wife killed"BBC News। ৫ জুন ২০১৬। 
  5. "Bangladeshi Christian hacked to death"The Hindu। ২০১৬-০৬-০৫। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-০৭ 
  6. "Cop courageous"The Daily Star। ২০১৬-০৬-০৫। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-০৭ 
  7. প্রতিবেদক, নিজস্ব। "বাবুলের চিকিৎসার বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. প্রতিবেদক, নিজস্ব। "মিতু হত্যায় বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ"Prothomalo। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২১ 
  9. "এসআই আকরাম হত্যার নেপথ্যেও বাবুল আক্তার!"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৯ 
  10. "নাটকীয় চরিত্র বাবুল"SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৯ 
  11. আসাদুজ্জামান। "পুলিশে চাকরি হওয়া থেকে বাবুলের পরিবর্তন শুরু: মিতুর মা"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৯ 
  12. "যে কারণে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন এসপি বাবুল আক্তার"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৮ 
  13. "একজন জনসেবক | কালের কণ্ঠ"Kalerkantho। ২০১৬-০৬-০৭। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৮ 
  14. "নিজের মামলায় নিজেই গ্রেফতার বাবুল আক্তার"banglanews24.com। ২০২২-০১-০৯। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৮ 
  15. "স্ত্রী হত্যা: সাবেক এসপি বাবুল আক্তার গ্রেফতার"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৮ 
  16. ব্যুরো, চট্টগ্রাম। "নিজের মামলায় গ্রেফতার বাবুল আক্তার"DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৮ 
  17. "মিতুর খুনে বাবুল জড়িত, প্রমাণ আছে : পিবিআই"dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৮ 
  18. "ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে হত্যা করান এসপি বাবুল আক্তার"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৯ 
  19. "'আকরাম ও মিতু হত্যা একইসূত্রে গাঁথা'"RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৯ 
  20. প্রতিবেদক, নিজস্ব। "এসআই আকরাম 'হত্যার' বিচার চাইল পরিবার"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৯ 
  21. ডেস্ক, অনলাইন। "পুলিশ সুপার বাবুল আক্তারের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন"DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৯ 
  22. মজুমদার, আলী ইমাম। "মিতু হত্যা ও বাবুল আক্তার: তদন্তে গোড়া থেকে গলদে ভরপুর"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]