বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/Abbas Uddin 1981

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Abbas Uddin 1981

Abbas Uddin 1981 (আলাপ+ · ট্যাগ করুন · অবদান · অপসারিত অবদান · লগ · ছাঁকন লগ · বাধা দিন · spi বাধা দিন · বাধাদান লগ · কেন্দ্রীয় প্রমাণী · ব্যবহারকারী পরীক্ষা করুন (লগ· তদন্ত করুন)

১২ জুন ২০২২[সম্পাদনা]

সন্দেহভাজন সকপাপেট[সম্পাদনা]

মূল অ্যাকাউন্ট সহ সবারই সম্পাদনার আগ্ৰহ বাংলাদেশের আইনি ব্যবস্থা বা প্রশাসন‌ নিয়ে। (মূল, সক ১সক ২) উপজেলার সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিজেলার সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি নিবন্ধে অপসারণ প্রস্তাবনা দেওয়ার পর সেখানে দুটি সক‌ অ্যাকাউন্ট থেকে কাছাকাছি সময়ে একইরকম উইকি সিনটেক্সে‌ মন্তব্য করা হয়েছে। (, ) আমার মনে হয় তারা একই ব্যক্তি বা সঙ্ঘবদ্ধ হয়ে সম্পাদনা করছেন। —শাকিল (আলাপ · অবদান) ০৩:৩৩, ১২ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

অবদান অনুসারে আরেকটি অ্যাকাউন্ট যুক্ত করা হলো —শাকিল (আলাপ · অবদান) ১১:৫৩, ১২ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

অন্য ব্যবহারকারী কর্তৃক মন্তব্য[সম্পাদনা]

অভিযুক্ত পক্ষও নিচের অনুচ্ছেদে মন্তব্য/আলোচনা করতে পারেন।

আলাপ পাতায় উত্তর না পেয়ে আমি আব্বাস উদ্দিনকে ইমেইল করেছি। সেখানে তিনি জানিয়েছেন, অ্যাকাউন্টগুলি তার নয়। তবে তারা তার পরিচিত। সবাই আইনের ছাত্র। তারা ২৩ জন বন্ধু মিলে উইকিপিডিয়ায় আইন বিষয়ে অবদান রাখতে কাজ করছেন।

উক্ত অপসারণ আলোচনায় সবাই যে দল বেঁধে ভোট দিয়েছে এটা বুঝতে পারছি। আমার মনে হয় না সবগুলি অ্যাকাউন্ট একজনের। এছাড়া আমি তাদের সম্পাদনায় কোন ধ্বংসাত্মক কিছু দেখিনি। আমার মনে হয় না কাউকে বাধা দেওয়া উচিত হবে। উইকির নিয়মকানুন তাদের বুঝিয়ে বলতে হবে, আমি দেখি। আর উক্ত নিবন্ধগুলি অপসারণ করে দিলে হল। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৩, ১২ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আলোচনা[সম্পাদনা]

  • @Abbas Uddin 1981, Afia Sultana 2001, এবং Rashid Mutarssid: আইন বিষয়ে আপনাদের অবদানকে আমি স্বাগত জানাই। সম্প্রতি বাংলাদেশের পদমর্যাদা ক্রম নিবন্ধটিতে আপনাদের সম্পাদনা পুনরায় নজরে আসে। যদিও Abbas Uddin 1981 কর্তৃক তার আলাপ পাতার বার্তামতে আপনারা একে-অপরের পরিচিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি একই ডিভাইস/মোবাইল একাধিক জনে ব্যবহার করতেছেন? রিয়াজ (আলাপ) ১৯:০৪, ৮ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    ২০১৬ সালের ১০ নভেম্বর বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ কর্তৃক প্রদত্ত পদমর্যাদা ক্রম রিটের রায়ের আলোকে নিবন্ধটি সম্পাদনা করা হয়েছে। রিভিউ পিটিশন দাখিল করা হলেও আপীল বিভাগ উক্ত রায়ের কার্যকারিতা স্থগিত করেনি। কোনও আইন বা অধ্যাদেশ যদি সংবিধান বা সুপ্রীম কোর্ট কর্তৃক প্রদত্ত সংবিধানের ব্যাখ্যার সাথে বিরোধিতা করে, তাহলে সংবিধান বা সুপ্রীম কোর্টের সংবিধান সম্পর্কে ব্যাখ্যা প্রাধান্য পাবে। উল্লেখ্য, উইকিপিডিয়াতে আইন বিষয়ে অবদান রাখতে গিয়ে আমরা আইন বিশেষজ্ঞদের মূল্যবান পরামর্শ গ্রহণ করি এবং উপস্থাপিত তথ্যের সঠিকতা সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে নিই। একসাথে গবেষণা করতে গেলে একই ডিভাইস একাধিক ব্যক্তি ব্যবহার করে থাকতে পারে। এই বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। উইকিপিডিয়ার ভাবমূর্তি যেন সমুন্নত থাকে এবং কোনো নিবন্ধ পড়ে মানুষ যাতে বিভ্রান্ত না হয় এটা নিয়ে আমরা সবসময় সচেতন থাকি। Abbas Uddin 1981 (আলাপ) ০৩:০০, ৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Abbas Uddin 1981, Afia Sultana 2001, এবং Rashid Mutarssid: উক্ত নিবন্ধে আপনাদের সম্পাদনা নিয়ে আপত্তি নেই। তবে, আপনারা বলতেছেন ২০১৬ সালের সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সংশোধন করেছেন যদিও ওয়ারেন্ট প্রিসিডেন্স ২০২০ সালে সর্বশেষ প্রকাশিত হয়েছে। যাইহোক, আমি সেটা এখানে আলোচনা বাড়াতে চাচ্ছি না। আপনারা যেহেতু আইন বিষয়ের শিক্ষার্থী (নিজেদের ভাষ্যমতে) তাই এবিষয়ে আমার চেয়ে ভালো জানবেন সেজন্য আপনাদের সম্পাদনায় আস্থা রাখলাম। প্রয়োজনে, সেটি সংক্রান্ত আলোচনা নিবন্ধের আলাপ পাতায় করা যাবে। আমি এই পাতায় আপনাদের উল্লেখ করেছি কারণ একজন ব্যবহারকারী পরীক্ষক হিসেবে আপনারা সকপাপেটিং বা অপব্যবহার করছেন কিনা তা দেখা আমার দায়িত্ব। আপনাদের একজনের সম্পাদনা বাতিলের পর পরই হুট করেই বাকিরাও সক্রিয় হলেন। এখন আপনারা বলতেছেন গবেষণার কাজে একে-অপরের ডিভাইস ব্যবহার করা লাগতেই পারে, তাই বলে কি বাকিদের ডিভাইস নেই? উইকিপিডিয়া ব্যবহার করতেও কেন একে-অপরের ডিভাইস ব্যবহার করতে হবে? এখন সম্পাদনাগুলো যে একজনই করতেছে কিনা সেটা তো আর আমার পক্ষে স্বশরীরে যাচাই করা সম্ভব না। তাই কে কার ডিভাইস ব্যবহার করতেছেন বিস্তারিত জানান, এবং প্রত্যেকটা একাউন্ট থেকে আমি তাদের মন্তব্য আশা করতেছি। বিষয়টা যদি এখন সমাধান নাহয় হয়তো পরে গিয়ে দেখবেন এত আলোচনা না করেই সবাই ব্লক খেয়ে বসবেন। তাই যেটা সত্যি সেটা জানান। ধন্যবাদ। রিয়াজ (আলাপ) ০৪:৪১, ৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি একজন ব্যবহারকারী পরীক্ষক ও প্রশাসক। অন্যদিকে আমরা নবীন ব্যবহারকারী। আমরা প্রত্যাশা করি আপনি আমাদের প্রতি সহানুভূতিশীল হবেন‌। লাইব্রেরীতে ঘন্টার পর ঘন্টা স্টাডি করতে গিয়ে আমি কখনো সখনো বন্ধু আব্বাস উদ্দিনের ডিভাইস ব্যবহার করেছি। এতে যদি ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাচ্ছি। Afia Sultana 2001 (আলাপ) ০৫:১৭, ৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Afia Sultana 2001: আপনাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল বলেই এতকিছু জিজ্ঞেস করে সত্যিটা নিশ্চিত হওয়ার চেষ্টা করতেছি, অন্য উইকিত হলে হয়তোবা এতক্ষণে ব্লকড হতেন। তবে এই সহানুভূতির সুযোগ নিয়ে কেউ অপব্যবহার করুক তা আমি চাই না। আরেকটা প্রশ্ন, আপনি সর্বশেষ কবে অন্যের ডিভাইস ব্যবহার করেছেন? রিয়াজ (আলাপ) ০৫:৩৭, ৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আপনার এই সহযোগিতার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। সর্বশেষ কবে অন্যের ডিভাইস ব্যবহার করেছি মনে করতে পারছি না। তবে এখন আমি আমার ডিভাইস ব্যবহার করছি এবং ভবিষ্যতেও তাই করব। ধন্যবাদ। Afia Sultana 2001 (আলাপ) ০৬:১৮, ৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Afia Sultana 2001: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। তাহলে @Abbas Uddin 1981: আপনি নিশ্চয় অন্যের একাউন্ট ব্যবহার করতেছেন? এবিষয়ে আপনার মন্তব্য কি? রিয়াজ (আলাপ) ০৬:৪৯, ৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
দেখুন আমার ডিভাইসটি দু'এক জন কমবেশি ব্যবহার করত। ওরা আমার বন্ধু বলে আমি এ ব্যাপারে অতটা সতর্ক ছিলাম না। এটা আমার ভুল হয়েছে। এজন্য আমি ক্ষমা চাচ্ছি। তবে আমরা যেটাই করেছি সরল বিশ্বাসে করেছি। উইকিপিডিয়ার নিয়ম-কানুনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। দিনের শেষে উইকিপিডিয়াকে আইন বিষয়ে সমৃদ্ধ করাই আমাদের উদ্দেশ্য। পাশে থাকার জন্য ধন্যবাদ।
পুনশ্চ: আপনার ইমেইল অ্যাড্রেসটা কি পেতে পারি? Abbas Uddin 1981 (আলাপ) ০৭:১১, ৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Abbas Uddin 1981: দেখুন এখানে সবাই উইকিপিডিয়ার সমৃদ্ধিতে কাজ করছে তাই বলে কেউ জেনে বা না জেনে অপব্যবহার করুক তা আমরা চাই না। গতকাল রাতে @Afia Sultana 2001: একাউন্ট থেকে যা সম্পাদনা হয়েছে সব কি আপনিই করেছেন? উল্লেখ্য, ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে আমি এখানে আমার মেইল দিচ্ছি না৷ প্রয়োজনে এটি ব্যবহার করে মেইল করতে পারেন। রিয়াজ (আলাপ) ০৮:০৮, ৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমার বন্ধুরা একে অন্যের মোবাইল ব্যবহার করতে পারে। কিন্তু তারা পরস্পরের একাউন্ট ব্যবহার করে এমনটা আমি মনে করি না। আমি সহ আমাদের সবার ক্ষেত্রে কথাটা সত্যি। একটা মেয়ে ক্ষমা চেয়েছে। এখানে তাকে আর বিব্রত না করলেই কি নয়। আমার মনে হয় আমরা উইকিপিডিয়ার নীতিমালা মোটামুটি আত্মস্থ করতে পেরেছি। আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে। Abbas Uddin 1981 (আলাপ) ০৮:২৯, ৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
গতকাল রাতে আমার মোবাইলে ডাটা ছিল না। এজন্য আব্বাসের ফোনটা নিয়েছিলাম‌। As simple as that. এমনটা আর হবে না। দয়া করে এই আলোচনা এখানেই শেষ করুন। Afia Sultana 2001 (আলাপ) ০৮:৪৩, ৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Abbas Uddin 1981: আপনি বলতেছেন আপনার বন্ধুরা একে-অপরের ডিভাইস ব্যবহার করে এবং উইকিপিডিয়ার ক্ষেত্রে তারা একে-অপরের ডিভাইস ব্যবহার করে না। দুঃখজনক হলেও সত্যি আমি দেখতে পাচ্ছি আপনাদের চারজন বন্ধুই একে-অপরের ডিভাইস ব্যবহার করেছেন। উপরের আলোচনায় আমি যখন @Afia Sultana 2001: কে জিজ্ঞেস করলাম সর্বশেষ কবে অন্যের ডিভাইস ব্যবহার করে লগিন করেছে, তিনি বললেন তার মনে নেই। অথচ, এর পরের বার্তায় পুনরায় বলতেছেন ওনি গতকাল Abbas Uddin 1981 এর ডিভাইস ব্যবহার করেছে। তা হলে কোনটা বিশ্বাস করবো? উল্লেখ্য, আমি কাউকে বিব্রতকর অবস্থায় ফেলতেছি না, আপনারা যদি শুরুতেই সঠিকটা বলতেন তাহলে এতকিছু জিজ্ঞেস করা লাগতো না। আর Afia Sultana 2001 আপনাকে বলছি বিষয়টাকে আপনি simple মনে করলেও এটি সিম্পল বিষয় না, আপনারা যা করেছেন তা উইকিপিডিয়ার নীতিমালা বিরোধী। পড়ুন WP:সক পাপেট্রি এবং WP:ব্যবহারকারী পরীক্ষক এর কাজ কি। রিয়াজ (আলাপ) ১৩:৩০, ৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। সত্যি বলতে কি, আমি মিথ্যা বলতে চাইনি। এজন্য আপনার প্রশ্নটা প্রথমে এড়িয়ে যেতে চেয়েছিলাম। আসলে পুরো পরিস্থিতি আমার জন্য কিছুটা বিব্রতকর ছিল। কেন বিব্রতকর এটা জিজ্ঞাসা করে আমাকে আর অস্বস্তিতে ফেলবেন না। আপনি আমাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। এজন্য আপনাকে ধন্যবাদ। এখন থেকে আমরা উইকিপিডিয়াতে কাজ করার সময় যার যার নিজের ডিভাইস ব্যবহার করব। Afia Sultana 2001 (আলাপ) ১৪:০৭, ৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Abbas Uddin 1981, @Afia Sultana 2001, এখন বড় কথা হল আপনারা সমস্যাটি বুঝতে পেরেছেন কিনা ও আর করবেন কিনা?
"ক" ব্যক্তি আব্বাস উদ্দিনের সম্পাদনা বাতিল করলে, আফিয়া সুলতানা বা আপনাদের অন্য বন্ধুরা যেন "ক" ব্যক্তির সম্পাদনা বাতিল করে আব্বাস উদ্দিনের সম্পাদনা পুনর্বহাল না করেন। তার বদলে আপনারা উক্ত নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করুন। "ক" ব্যক্তিকে উল্লেখ করে বলুন কেন তার উক্ত সম্পাদনাটি বাতিল করা ঠিক হয়নি। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করুন। আব্বাস উদ্দিনের মনে আছে কিনা জানি না, মাস খানের আগে উনি আমাকে চিফ/চীফ বানান নিয়ে ইমেইল করেছিল। সেটি কিন্তু আলোচনার মাধ্যমেই সমাধান করা হয়েছিল।
আরেকটা প্রশ্ন করি, কোন নিবন্ধের আলোচনার পাতা কোনটি তা আপনারা জানেন কিনা? না জানলে বলুন, আমি স্ক্রিনশট দিয়ে শিখিয়ে দিব। আফতাবুজ্জামান (আলাপ) ২২:৩২, ৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। বিষয়গুলো এখন আমাদের কাছে মোটামুটি পরিষ্কার। আলোচনা পাতা কোনটি সম্ভবত বুঝতে পেরেছি। তারপরও আপনি স্ক্রিনশট পাঠান। উইকিপিডিয়াতে কাজ করার ক্ষেত্রে আমরা কীভাবে দক্ষতা অর্জন করতে পারি সে বিষয়ে আপনার মূল্যবান পরামর্শ আশা করছি। Abbas Uddin 1981 (আলাপ) ০২:৪৯, ১০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী পরীক্ষক ও/বা টহল দানকারী প্রশাসকের মন্তব্য[সম্পাদনা]

উপরের আলোচনা অনুসারে আপনাদেরকে সুযোগ দেওয়া হল। আশা করছি আপনারা উইকিপিডিয়াতে গঠনমূলক অবদান রাখবেন। ধন্যবাদ রিয়াজ (আলাপ) ০৮:৪১, ১২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের গল্প আমার কাছে সত্যি মনে হচ্ছে না। গতকাল আব্বাস উদ্দীন অ্যাকাউন্ট থেকে বৈজয়ন্ত বিশ্বাস নামে একটি পাতা তৈরি হয়। সেটি অপসারণ করায় আজ আবার ঠিক একই বিষয়বস্তু দিয়ে Md Mamun Hossain 1965 অ্যাকাউন্ট থেকে পাতাটি তৈরি হয়। @Riaz ব্যবহারকারী পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করছি। Yahya (আলাপ) ০৭:২২, ১৬ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
কারিগরি উপাত্ত অনুসারে প্রথম তিনটি একাউন্টে বাধা দেওয়া হলো। শেষোক্ত একাউন্টটি থেকে সাম্প্রতিক সম্পাদনা না হওয়ায় বাধা দেওয়া হয়নি। রিয়াজ (আলাপ) ১২:৩৪, ১৬ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]