বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ/মুহাম্মাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুহাম্মাদ (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন)

উইকিপিডিয়ার নির্বাচিত প্রবন্ধের জন্য এই নিবন্ধটির পর্যালোচনা শুরু করা যেতে পারে। -- রিজওয়ান আহমেদ (আলাপ) ১৬:৩৮, ২৮ অক্টোবর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

প্রারম্ভিক পর্যালোচনা

[সম্পাদনা]

সমর্থন

[সম্পাদনা]

বিরোধিতা

[সম্পাদনা]

মতামত

[সম্পাদনা]
এই তথ্যসূত্র দুইটির নির্ভরযোগ্যতার বিষয়ে আমার একটু পর্যবেক্ষণ আছে। নয়াদিগন্ত (প্রথম সূত্র) নামে জাতীয় দৈনিক হলেও গ্রহণযোগ্য তথ্যসূত্র হিসেবে নির্ভরশীলতা নিয়ে প্রশ্ন থেকে যায়, আর দ্বিতীয় সূত্রের নিচে লেখা কোনো তথ্যসূত্র নেই আর কিছু বাংলা উইকিপিডিয়ার ক্রস রেফারেন্স। তানভীর যা বলছেন তা বেশিরভাগ মুসলিমের বিশ্বাস হলেও, বেশিরভাগ মানুষ কিন্তু প্রবর্তক হিসেবেই জানেন (কারণ এটা প্রমাণযোগ্য, উনার আগে কেউ ইসলাম নিয়ে বলেননি)। অর্থাৎ একটি বিশ্বাসের, অন্যটি প্রমাণের প্রশ্ন। আরেকটু খুঁজে আরও নির্ভরযোগ্য সূত্র দেওয়া উচিৎ, বিশেষ করে শীর্ষ অনুচ্ছেদের ক্ষেত্রে তা আরও জরুরি। আর সংশোধনীর প্রস্তাবে ফ্যাক্টের চেয়ে বিশ্বাস প্রাধান্য পেয়েছে। দুইটি রাখতে হলে ফ্যাক্ট এগিয়ে রাখা উচিৎ। — তানভির০৯:৩২, ৯ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Wikitanvir এই বিশ্বাসটি প্রমাণ কিনা, সেটি একটি দীর্ঘ বিতর্কের বিষয় এবং আশা করি উইকিপিডিয়ায় এ সম্পর্কিত বিতর্কের প্রয়োজনও নেই। আমি শুধুমাত্র এটুকু বলতে চাচ্ছি যে যেহেতু এটি একটি বিতর্কিত বিষয়, সে কারণে এখানে খোলাখুলিভাবে "তিনি ইসলাম ধর্মের প্রবর্তক" না বলে এ বিষয়টি অন্যভাবে কোট (Quote) এর মতো মন্তব্য আকারে উল্লেখ করা উচিত। সে অনুযায়ী উপরের প্রস্তাবনাটি করা হয়েছে। তানভীর (আলাপঅবদান) ০৮:৩৬, ১০ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

প্রয়োজনীয় কাজ

[সম্পাদনা]

 নিবন্ধে থাকা সকল তথ্যসূত্র অনুবাদ করা হয়েছে, সকল টেমপ্লেট সম্পূর্ণভাবে অনুবাদ করা হয়েছে, সকল লাল নিবন্ধ তৈরি করা হয়েছে। দয়া করে নিচের সমস্যাগুলো চিহ্নিত করুন এবং এখানে উল্লেখ করুন।

মুহাম্মাদ নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধ হিসেবে উন্নীত করার জন্য নিম্নোক্ত সমস্যাগুলো চিহ্নিত, সংশোধন এবং ত্রুটিমুক্ত করতে হবে।

লিখনে ব্যাকরণগত সমস্যা যাচাই

[সম্পাদনা]

সমস্যা

[সম্পাদনা]

নিবন্ধে কি কি ব্যাকরণগত জটিলতা (যেমনঃ বানান ভুল, অস্পষ্টতা, ভাষারীতিতে সমস্যা, যান্ত্রিকতা ইত্যাদি) রয়েছে সেগুলো এখানে পয়েন্ট আকারে উল্লেখ করুন।

নিরপেক্ষতার নীতিমালা অনুযায়ী সম্মানার্থে ‘তাঁর’ ব্যবহারের সুযোগ নেই। — তানভির১৭:১৫, ৮ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
 নিবন্ধে থাকা সকল "তাঁর" বানান "তার" দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। রিজওয়ান আহমেদ (আলাপ) ১৭:৩৬, ৮ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যগত নির্ভুলতা যাচাই

[সম্পাদনা]

সমস্যা

[সম্পাদনা]

নিবন্ধে কি কি তথ্যগত ত্রুটি রয়েছে তা চিহ্নিত করুন এবং এখানে পয়েন্ট আকারে উল্লেখ করুন। কোনো ত্রুটি না পেলে এখানে উল্লেখ করুন।

নিরপেক্ষতা যাচাই

[সম্পাদনা]

সমস্যা

[সম্পাদনা]

সমস্যা পেলে এখানে পয়েন্ট আকারে উল্লেখ করুন।

অন্যান্য সমস্যা যাচাই

[সম্পাদনা]

উপরোক্ত সমস্যা ও জটিলতার বাইরে অন্য কোনো সমস্যা নজরে পড়লে এখানে সেগুলো পয়েন্ট আকারে উল্লেখ করুন।

পূর্ববর্তী আলোচনা

[সম্পাদনা]

মুহাম্মাদ (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) আমার মনে হলো বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত প্রবন্ধের জন্য এই নিবন্ধটির পর্যালোচনা শুরু করা যেতে পারে যেহেতু এখনো পর্যন্ত শুধুমাত্র ৯টি নির্বাচিত নিবন্ধ উইকিপিডিয়ায় রয়েছে। -- রিজওয়ান আহমেদ (আলাপ) ০৭:৪৬, ২ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@সশস্ত্র এবং রিজওয়ান আহমেদ: এই নিবন্ধে প্রচুর কাজ করতে হবে। আর একাজগুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি উইকিপিডিয়ায় নিবন্ধ রচনা নিয়ে অভিজ্ঞ হবেন। তার আগে কেউ ধরে ধরে আপনাকে বুঝাতে পারবে না। এর জন্য অভিজ্ঞতা প্রয়োজন। সুতরাং এমুহূর্তে উইকিপিডিয়ার অন্যান্য কাজ করে যান, অভিজ্ঞ হোন। তখন নিজেই বুঝতে পারবেন, কি করা প্রয়োজন, আর কেনই বা নির্বাচিত নিবন্ধের সংখ্যা শুধুমাত্র ৯টি।–ধর্মমন্ত্রী (আলাপ) ১২:৫৬, ৫ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]