ঘরে মলিন মুখ দেখে গলিস নে− ওরে ভাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ঘরে মলিন মুখ দেখে গলিস নে− ওরে ভাই হল একটি রবীন্দ্রসংগীত। গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতি-সংকলন গীতবিতান গ্রন্থের "স্বদেশ" পর্যায়ভুক্ত ৩১ সংখ্যক গান। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের পটভূমিতে ১৩১২ বঙ্গাব্দের ১১ আশ্বিনের পূর্বে রচিত ৮ ছত্রের এই গানটি প্রথম প্রকাশিত হয়েছিল বাউল নামক গীতিগ্রন্থে (১৪ আশ্বিন ১৩১২/ ৩০ সেপ্টেম্বর ১৯০৫)।[১] এছাড়া গানটি পুনঃপ্রকাশিত হয় গান (১৩১৬ সংস্করণের "জাতীয়সঙ্গীত" পর্যায়ে) ও গান (১৩২১) গীতিগ্রন্থে, কাব্যগ্রন্থ-এর দশম খণ্ডের (১৩২১) "জাতীয়সঙ্গীত" পর্যায়ে, গীতবিতান গীতি-সংকলনের প্রথম সংস্করণের (আশ্বিন ১৩৩৮) প্রথম খণ্ডে এবং গীতবিতান-এর দ্বিতীয় সংস্করণের (ভাদ্র ১৩৪৫) প্রথম খণ্ডে।[২] গানটির পাঠ খেয়া কাব্যগ্রন্থে মুদ্রিত পাঠের অনুরূপ।[৩] গানটির রচনাস্থল গিরিডি,[২] মতান্তরে সম্ভবত কলকাতা[১] গানটি বাউল সুরের গান হিসেবে উল্লিখিত হলেও এটির স্বরলিপি পাওয়া যায় না। তবে ১৯০৫ থেকে ১৯০৮ সালের মধ্যবর্তী কোনও এক সময়ে[৩] রবীন্দ্রনাথ স্বকণ্ঠে এই গানটি রেকর্ড করেছিলেন (এইচ. বোস রেকর্ডস ৩৬৪)। গানটির পাণ্ডুলিপি "এমএস ১১০(১)" নামে পরিচিত।[২] পরবর্তীকালে চেষ্টা সত্ত্বেও এইচ. বোস রেকর্ডস থেকে রবীন্দ্রনাথের স্বকণ্ঠে রেকর্ড করা কোনও গানই উদ্ধার করা যায়নি।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রবীন্দ্ররচনাভিধান, ১৭শ খণ্ড, পৃ. ২৭৮-২৭৯
  2. গীতবিতান তথ্যভাণ্ডার, পৃ. ৩০২-৩০৩
  3. রবীন্দ্র-সঙ্গীত-কোষ, পৃ. ১৪৪
  4. রবীন্দ্রসংগীত মহাকোষ, দ্বিতীয় ভাগ – প্রথম পর্ব, পৃ. ৪৪০

উল্লেখপঞ্জি[সম্পাদনা]

  • অনুত্তম ভট্টাচার্য, রবীন্দ্ররচনাভিধান, ১৭শ খণ্ড: গীতবিতান-এক [পূজা-স্বদেশ-প্রেম], দীপ প্রকাশন, কলকাতা, ২০১৮
  • পূর্ণেন্দুবিকাশ সরকার (সংকলন ও সম্পাদনা), গীতবিতান তথ্যভাণ্ডার, সিগনেট প্রেস, কলকাতা, ২০১৯
  • প্রবীর গুহ ঠাকুরতা, রবীন্দ্রসংগীত মহাকোষ, দ্বিতীয় ভাগ – প্রথম পর্ব, দে’জ পাবলিশিং, কলকাতা, ২০১৩
  • সুরেন মুখোপাধ্যায়, রবীন্দ্র-সঙ্গীত-কোষ, সাহিত্য প্রকাশ, কলকাতা, ২০১০