আলাপ:অটল বিহারী বাজপেয়ী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

যান্ত্রিক অনুবাদ[সম্পাদনা]

@Hasan muntaseer: সুধী, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। নিবন্ধটিতে কিছু যান্ত্রিক অনুবাদ রয়ে গেছে যেমন স্বাধীনতা আন্দোলন অংশে "আর্য সমাজ আন্দোলনের যুব শাখা আর্য কুমার সভা দিয়ে গোয়ালিয়রে তার সক্রিয়তা শুরু হয়, যেখানে তিনি ১৯৪৪ সালে সাধারণ সম্পাদক হন।" এর পরিবর্তে "আর্য সমাজ আন্দোলনের যুব শাখা আর্য কুমার সভায় যোগদানের মধ্য দিয়ে গোয়ালিয়রে তার সক্রিয়তা শুরু হয়, যেখানে তিনি ১৯৪৪ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।" এভাবে লেখা যায়। এছাড়াও নিবন্ধের শুরুতে সহ অনেকাংশেই কিছু যান্ত্রিকতা রয়ে গেছে পুরো নিবন্ধটি সম্পূর্ণ একবার পড়ে আরেকটু বোধগম্য করে আমাকে জানান —শাকিল হোসেন আলাপ ১৪:১৯, ১৬ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil: আমি যতটুকু পেরেছি ততটুকু করলাম। এবার দেখুন তো ঠিক আছে কিনা?- Hasan muntaseer (আলাপ) ১০:৫১, ১৭ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Hasan muntaseer: সংশোধন করার জন্য ধন্যবাদ। আরেকবার একটু দেখুন, উপরে নিচে কিছু পরিচ্ছেদ আমি ঠিক করে দিয়েছি মাঝখানের অংশটুকু পড়ুন এবং নিজের ভাষায় একটু সাজিয়ে লিখুন(অল্প কিছু সমস্যা রয়েছে) —শাকিল হোসেন আলাপ ১৫:৫৩, ১৭ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil: আপনাকেও সংশোধন করার জন্য ধন্যবাদ। সমস্যা কি এখনো রয়েছে?- Hasan muntaseer (আলাপ) ১১:৩৬, ১৮ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Hasan muntaseer: আপনি জেনে খুশি হবেন নিবন্ধ টি পর্যালোচনার পর গৃহীত হয়েছে, প্রতিযোগিতায় মানোন্নয়ন চালিয়ে যান। শুভকামনা —শাকিল হোসেন আলাপ ১২:২৩, ১৮ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]