বৃহত্তম ব্যাংকসমূহের তালিকা
এটি বিশ্বের বৃহত্তম ব্যাংকসমূহের একটি তালিকা।[১] তালিকাটি মোট সম্পদের পরিমাণ এবং মোট বাজার মূলধনের ভিত্তিতে করা হয়েছে।
সম্পদের পরিমাণ অনুযায়ী
[সম্পাদনা]এই তালিকাটি ২০২০ সালের এপ্রিল মাসে এস অ্যান্ড পি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স প্রকাশিত 'বিশ্বের ১০০ বৃহত্তম ব্যাংক' প্রতিবেদনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।[২] প্রতিবেদনটি প্রতিটি ব্যাংকের মোট সম্পদের পরিমাণের উপর ভিত্তি করে করা হয়েছিল।[২] হিসাবরক্ষণ বা হিসাববিজ্ঞানের অন্য কোন পদ্ধতি এখানে অনুসরণ করা হয়নি।[২]
দেশ বা অঞ্চল অনুযায়ী
[সম্পাদনা]ক্রম | দেশ | সংখ্যা |
---|---|---|
১ | চীন | ১৯ |
২ | যুক্তরাষ্ট্র | ১১ |
৩ | জাপান | ৮ |
৪ | ফ্রান্স | ৬ |
দক্ষিণ কোরিয়া | ৬ | |
যুক্তরাজ্য | ৬ | |
৫ | কানাডা | ৫ |
জার্মানি | ৫ | |
৬ | অস্ট্রেলিয়া | ৪ |
ব্রাজিল | ৪ | |
স্পেন | ৪ | |
৭ | নেদারল্যান্ডস | ৩ |
সিঙ্গাপুর | ৩ | |
সুইডেন | ৩ | |
সুইজারল্যান্ড | ৩ | |
৮ | ইতালি | ২ |
৯ | অস্ট্রিয়া | ১ |
বেলজিয়াম | ১ | |
ডেনমার্ক | ১ | |
ফিনল্যান্ড | ১ | |
ভারত | ১ | |
নরওয়ে | ১ | |
রাশিয়া | ১ | |
কাতার | ১ |
বাজার মূলধন অনুযায়ী
[সম্পাদনা]এই তালিকাটি ২০১৮ সালের ১২ই জানুয়ারি রিলব্যাংকস.ডটকম-এর র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এখানে ব্যাংকসমূহের বার্ষিক প্রতিবেদন এবং আর্থিক প্রতিবেদন থেকে তথ্য নেওয়া হয়েছে।[৪] প্রতিটি ব্যাংকের মোট বাজার মূলধনের উপর ভিত্তি করে তালিকাটি করা হয়েছিল।[২] হিসাবরক্ষণ বা হিসাববিজ্ঞানের অন্য কোন পদ্ধতি এখানে অনুসরণ করা হয়নি।[২]
দেশ বা অঞ্চল দ্বারা ব্যাংক
[সম্পাদনা]ক্রম | দেশ | সংখ্যা | মোট বাজার মূলধন
(মার্কিন ডলার) |
বাজার মূলধন অনুসারে ব্যাংকগুলি ক্রম
(মার্কিন ডলার) |
---|---|---|---|---|
১ | যুক্তরাষ্ট্র | ১৩ | ১৮৬১.৪৮ | ১, ৩, ৪, ৮, ১৭, ১৯, ২০, ২৭, ২৮, ৩৮, ৪৬, ৫৯ এবং ৬২তম |
২ | চীন | ১২ | ১৪৭৪.৫৩ | ২, ৫, ৭, ৯, ১০, ৩১, ৩৯, ৪০, ৫০, ৫১, ৫৩ এবং ৬৬তম |
৩ | যুক্তরাজ্য | ৫ | ৪৭০.০৩ | ৬, ২৯, ৪৭, ৫৬, ৬৭তম |
কানাডা | ৫ | ৪০৬.৬৮ | ১১, ১৫, ২৪, ৪২ এবং ৫৭তম | |
৪ | অস্ট্রেলিয়া | ৪ | ৩২৭.০২ | ১৩, ২৩, ৩২, ৩৪তম |
জাপান | ৪ | ২৮৯.২৮ | ১৪, ৩০, ৩৭, ৪৮তম | |
৬ | ফ্রান্স | ৩ | ২০১.৪৫ | ১৬, ৪৩, ৫৫তম |
সিঙ্গাপুর | ৩ | ১২৭.৯৬ | ৪৪, ৬০, ৬৮তম | |
৬ | স্পেন | ২ | ১৭৬.৬৮ | ১২, ৩৬তম |
ব্রাজিল | ২ | ১৫১.০১ | ২২, ৩৩তম | |
ভারত | ২ | ১২৮.৯৯ | ২১, ৬১তম | |
সুইজারল্যান্ড | ২ | ১২৩.৯৪ | ২৬, ৪৯তম | |
ইতালি | ২ | ১০৯.৮১ | ৩৫, ৫২তম | |
হংকং | ২ | ১০১.৬২ | ৪১, ৫৪তম | |
৭ | রাশিয়া | ১ | ৯৯.৮৪ | ১৮তম |
নেদারল্যান্ডস | ১ | ৭৮.৯২ | ২৫তম | |
সুইডেন | ৩ | ৭৫.৩২ | ৭৫, ৮৬, ৮৯তম | |
ফিনল্যান্ড | ১ | ৫১.১৯ | ৪৫তম |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The world's 100 largest banks, 2020"। www.spglobal.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৭।
- ↑ ক খ গ ঘ ঙ চ Ali, Zarmina (এপ্রিল ৭, ২০২০)। "The world's 100 largest banks"। Standard & Poor। সংগ্রহের তারিখ জুন ২৩, ২০২০।
- ↑ "JPMorgan Chase 2020 Annual Report" (পিডিএফ)। JPMorgan Chase। এপ্রিল ৭, ২০২০। সংগ্রহের তারিখ জুন ৬, ২০২১।
- ↑ "World's Largest Banks 2018"। Relbanks.com। জানুয়ারি ১২, ২০১৮।