আলাপ:ফিন অ্যালেন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধ গৃহীত না হওয়া প্রসঙ্গে[সম্পাদনা]

@মোঃ কাওছার আলম ফিরোজ: সুধী, শুভেচ্ছা নেবেন। এমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১ উপলক্ষে আপনার জমাকৃত এই নিবন্ধটি আমি পর্যালোচনা করছি। দুঃখজনকভাবে এই নিবন্ধটি ২১শে ফেব্রুয়ারি ২০২১ এর পর তৈরি করা হয়েছে। প্রতিযোগিতার নিয়মাবলিতে লক্ষ করুন: এই প্রতিযোগিতায় কেবল পুরনো নিবন্ধগুলোর মানোন্নয়ন গৃহীত হবে। প্রতিযোগিতার জন্য নির্ধারিত নিবন্ধের তালিকা পাবেন এখানে। নিবন্ধ তালিকা থেকে যেকোনো নিবন্ধ আপনি সম্প্রসারণ করে জমা দিতে পারেন। আপনার নিবন্ধটি গৃহীত না হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত এবং ভবিষ্যতের জন্য শুভকামনা। — Meghmollar2017আলাপ০৫:৪১, ১৬ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ তালিকার যেসকল বিষয়ের অনুবাদ ইতিমধ্যে অন্য কেউ করেছেন সেগুলো কি আমি অনুবাদ করতে পারবো? — মোঃ কাওছার আলম ফিরোজ (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
@মোঃ কাওছার আলম ফিরোজ: শুভেচ্ছা নেবেন। আমি উইকিতে সক্রিয় না থাকায় আপনার প্রশ্নটি লক্ষ্য করিনি। উত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত। প্রতিযোগিতার নিয়মানুযায়ী, আপনি অন্যের নিবন্ধে কাজ করতে পারবেন না। প্রত্যেকে কয়টি স্বতন্ত্র নিবন্ধে কাজ করেছেন, সে অনুযায়ী তাঁরা স্বতন্ত্রভাবে পুরস্কৃত হবেন। একই নিবন্ধে একাধিক ব্যক্তি কাজ করলে, তা এক ধরনের অনাকাঙ্ক্ষিত দ্বন্দ্ব তৈরি করবে। এরকম পরিস্থিতি এড়ানোর জন্য আপনাকে অবশ্যই আলাদা নিবন্ধে কাজ করতে হবে। ধন্যবাদান্তে — Meghmollar2017আলাপ১২:৫৮, ২১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ঠিকাছে, ধন্যবাদ। যদি পারতেন তাহলে একটা সহজ বিষয় যেটা এখনও কেউ কাজ শুরু করেনি এরকম কিছু বলে দিলে কাজ করার চেষ্টা করতাম। সবকিছু অনেক কঠিন মনে হচ্ছে। (মোঃ কাওছার আলম ফিরোজ (আলাপ) ১৬:১০, ২১ মার্চ ২০২১ (ইউটিসি))[উত্তর দিন]

@মোঃ কাওছার আলম ফিরোজ: আপনি কোন বিষয়ে সম্পাদনা করতে আগ্ৰহী —শাকিল হোসেন আলাপ ১৬:১৩, ২১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
সেটাই তো বুঝতে পারছি না ভাই। যে বিষয়ই দেখি সেগুলোই অনেক কঠিন। আমি কিছু ক্রিকেটারের জীবন বৃত্তান্ত অনুবাদ করেছিলাম কিন্তু সেগুলো প্রতিযোগিতার বাইরের বিষয় হওয়ায় গ্রহণযোগ্য হয়নি। ক্রিকেটারদের জীবনী তুলনামূলক অনেক সহজ।(মোঃ কাওছার আলম ফিরোজ (আলাপ) ১৬:১৭, ২১ মার্চ ২০২১ (ইউটিসি))[উত্তর দিন]
@মোঃ কাওছার আলম ফিরোজ: এখানে দেখুন জীবনি সম্পর্কিত কিছু নিবন্ধের তালিকা রয়েছে এখান থেকে যেকোন একটি অনুবাদ করতে পারেন। কোন অসম্পূর্ণ ক্রিকেটারের জীবনি থাকলে সেটা আপনি যোগ করার প্রস্তাব করতে পারেন —শাকিল হোসেন আলাপ ১৬:২৭, ২১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ ভাই, আমি আমার মেন্টরের সাথে যোগাযোগ করে দেখি। (মোঃ কাওছার আলম ফিরোজ (আলাপ) ১৬:২৯, ২১ মার্চ ২০২১ (ইউটিসি))[উত্তর দিন]