বিষয়বস্তুতে চলুন

দৈনিক ইত্তেহাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দৈনিক ইত্তেহাদ
সম্পাদকআবুল মনসুর আহমদ
রাজনৈতিক মতাদর্শমুসলিম লীগ (হাশেম-সোহরাওয়ার্দী গ্রুপ)
ভাষাবাংলা
শহরকলকাতা
ঢাকা
দেশব্রিটিশ ভারত
পাকিস্তান

দৈনিক ইত্তেহাদ হাশেম-সোহরাওয়ার্দী গ্রুপের উদ্যোগে কলকাতা থেকে বের হওয়া একটি দৈনিক পত্রিকা। ১৯৪৬-৪৮ সাল পর্যন্ত পত্রিকাটির সম্পাদক ছিলেন আবুল মনসুর আহমদ। একসময় পত্রিকাটিকে ঢাকায় স্থানান্তরিত করা হয়। বাংলা ভাষা আন্দোলনে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিল।[]

ইতিহাস

[সম্পাদনা]

মুসলিম লীগের হাশেম-সোহরাওয়ার্দী গ্রুপের উদ্যোগে দৈনিক ইত্তেহাদ কলকাতা থেকে বের হয়। ১৯৪৬-৪৮ সাল পর্যন্ত দৈনিক ইত্তেহাদ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন আবুল মনসুর আহমদ[][] ১৯৪৭ সালের পরবর্তী সময়ে কলকাতায় মুসলিম লীগের একটি দুর্বল অংশ দ্বারা ইত্তেহাদ পত্রিকা প্রকাশিত হয়েছে।[] ভারত বিভাগের পর পূর্ব বাংলায় সংবাদপত্রের প্রকাশনায় শূণ্যতার সৃষ্টি হয়। এ সময় ঢাকায় প্রকাশিত কোন দৈনিক পত্রিকার সন্ধান পাওয়া যায়না। তারপর পূর্ববাংলায় কয়েকটি পত্রিকা স্থানান্তর করা হয়। ঢাকার প্রধান পত্রিকাগুলোর মধ্যে তখন ইত্তেহাদ পত্রিকা ছিল।[][]

ব্যক্তিত্ব

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. সাইফুল সামিন (২৩ ফেব্রুয়ারি ২০১৭)। "সংবাদপত্রে-ভাষা-আন্দোলন"প্রথম আলো। ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২০ 
  2. চৌধুরী, আবদুল গাফ্ফার (১৬ মার্চ ২০২০)। "সাংবাদিক শেখ মুজিব"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৮ 
  3. রাণা রাজ্জাক (২০১২)। "আহমদ, আবুল মনসুর"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২১ 
  4. এম তৌহিদুল আনোয়ার (২০১২)। "সংবাদপত্র ও রাজনীতি"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২১ 
  5. শেখ আবদুস সালাম (২০১২)। "সাংবাদিকতা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৮ 
  6. মাহবুবুল হক (২০১২)। "রহমান, গোলাম"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  7. ওয়াকিল আহমদ (২০১২)। "আলী, মোহাম্মদ নাসির"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২১