রইছউল আলম মন্ডল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রইছউল আলম মন্ডল
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব
কাজের মেয়াদ
৩১ জানুয়ারি ২০১৮ – ৩১ ডিসেম্বর ২০১৯
পূর্বসূরীমাকসুদুল হাসান খান
উত্তরসূরীরওনক মাহমুদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম১ জানুয়ারি ১৯৬১
কালীগঞ্জ, লালমনিরহাট
সন্তানতিন পুত্র
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাসরকারি কর্মকর্তা

রইছউল আলম মন্ডল একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা ও সিনিয়র সচিব যিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[১] ইতিপূর্বে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতাধীন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।[২]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

রইছউল আলম মন্ডল ১ জানুয়ারি ১৯৬১ সালে লালমনিরহাটের কালীগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মনোবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার তিন ছেলে।

কর্মজীবন[সম্পাদনা]

রইছউল আলম মন্ডল বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে চাকুরিজীবন শুরু করে মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করেন।

২০১৪ সাল থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতাধীন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত সচিব হিসেবে ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যোগদান করেন। ২৩ ডিসেম্বর ২০১৯ সালে তিনি সিনিয়র সচিব পদে পদোন্নতি লাভ করে ৩১ ডিসেম্বর ২০১৯ সালে অবসরে যান।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ঃ সাবেক সচিবগণের তালিকা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৬ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২০ 
  2. নিজস্ব প্রতিবেদক (২৪ ডিসেম্বর ২০১৯)। "সিনিয়র সচিব হলেন ৭ কর্মকর্তা"ঢাকাটাইমস২৪.কম। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২০ 
  3. "সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেলেন ৭ কর্মকর্তা"দৈনিক যুগান্তর। ২৪ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]