মাকসুদুল হাসান খান
অবয়ব
মাকসুদুল হাসান খান | |
---|---|
জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান | |
কাজের মেয়াদ ৯ ফেব্রুয়ারি ২০২০ – ৬ মার্চ ২০২২ | |
উত্তরসূরী | আসাদুল ইসলাম |
দুর্নীতি দমন কমিশনের সচিব | |
কাজের মেয়াদ ৬ আগস্ট ২০১৪ – ১২ মে ২০১৫ | |
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব | |
কাজের মেয়াদ ১২ অক্টোবর ২০১৫ – ৩১ জানুয়ারি ২০১৮ | |
পূর্বসূরী | শেলীনা আফরোজা |
উত্তরসূরী | রইছউল আলম মন্ডল |
ব্যক্তিগত বিবরণ | |
পেশা | সরকারি কর্মকর্তা |
মাকসুদুল হাসান খান একজন বাংলাদেশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যিনি জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন।[১] ইতিপূর্বে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পর্য্টন করপোরেশনের চেয়ারম্যান ও দুর্নীতি দমন কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]মাকসুদুল হাসান খান বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে চাকুরিজীবন শুরু করেন। সর্বশেষ তিনি ১২ অক্টোবর ২০১৫ সাল থেকে ৩১ জানুয়ারি ২০১৮ সাল পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[২] তিনি বাংলাদেশ পর্য্টন করপোরেশনের চেয়ারম্যান ও দুর্নীতি দমন কমিশনের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।[৩] ৯ ফেব্রুয়ারি ২০২০ সালে তিনি জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।[১][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "জীবন বীমা কর্পোরেশন-পরিচালনা পর্ষদ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৫ ফেব্রুয়ারি ২০২০। ২৭ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২০।
- ↑ ক খ "মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ঃ সাবেক সচিবগণের তালিকা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৬ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২০।
- ↑ "মাকসুদুল হাসান খান দুদকের নয়া সচিব"। দৈনিক সমকাল। ৭ আগস্ট ২০১৪। ১ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২০।
- ↑ "জীবন বীমায় নতুন চেয়ারম্যান"। ঢাকাটাইমস২৪.কম। ৯ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২০।