আলাপ:শাহ আব্দুল লতীফ ভিট্টাই

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তথ্যছক[সম্পাদনা]

@Safi Mahfouz: ফেসবুকে তথ্যছকের সমস্যার কথা জানিয়েছিলেন, তথ্যছক ঠিক করা হয়েছে। আর ব্যবহারকারী:Safi Mahfouz/শাহ আব্দুল লতীফ ভিট্টাই-এ যে খসড়া লিখছেন, তার লেখাগুলি এই নিবন্ধে নিয়ে আসতে পারেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:০৫, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: ধন্যবাদ।• — সাফি মাহফুজ 《ডাকঘর》 ০৪:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

এই পর্যালোচনাটি আলাপ:শাহ আব্দুল লতীফ ভিট্টাই/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: WAKIM (আলাপ · অবদান) ১২:২০, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]


  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য): খ) (রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি):
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র): খ) ( নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে): গ) (মৌলিক গবেষণা):
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) (প্রধান বিষয়): খ) (মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা):
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) ( সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা ): খ) (ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা):
  7. মন্তব্য:
নিবন্ধটি ভালো নিবন্ধের অন্যতম গুণাবলী নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি শর্তটি পূরণ করে না। এই নিবন্ধের একাধিক পরিচ্ছেদের সম্প্রসারণের সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট পরিচ্ছেদে নির্ভরযোগ্য উৎস থেকে যাচাইযোগ্য ও নিরপেক্ষ তথ্য যোগ করে নিবন্ধটির সম্প্রসারণ প্রয়োজন। অন্যথায় এটি এটি অনুত্তীর্ণ ঘোষিত হবে।--ওয়াকিম (আলাপ) ১২:২০, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Safi Mahfouz: আপনার প্রচেষ্টার জন্য ধন্যবাদ। তবে নিবন্ধটি ভালো নিবন্ধের মানদণ্ড পূরণে ব্যর্থ। এর বেশিরভাগ অনুচ্ছেদেই অপর্যাপ্ত তথ্য রয়েছে, যেগুলো আরও সম্প্রসারণের প্রয়োজন। তাছাড়া জীবনী বিষয়ক এই নিবন্ধে আরও তথ্যসূত্র প্রয়োজন। প্রয়োজনীয় সাহায্যের জন্য সাহিত্যিক সম্পর্কিত অন্যান্য ভালো নিবন্ধগুলোর (রবীন্দ্রনাথ ঠাকুর, আন্তন চেখভ, হুমায়ূন আহমেদ, হুমায়ুন আজাদ) রচনাশৈলী ও তথ্যের বিস্তৃতি দেখতে পারেন। ধন্যবাদ।--ওয়াকিম (আলাপ) ০৯:৫৫, ১০ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

পর্যালোচনার অগ্রগতি[সম্পাদনা]

প্রিয় Safi Mahfouz, WAKIM
অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ভালো নিবন্ধসমূহ ব্যবস্থাপনা করার সময়ে লক্ষ্য করেছি যে, এই আলাপ পাতায় গত এক সপ্তাহ ধরে কোনোরূপ আলোচনা কিংবা বার্তালাপ হয়নি। এর অর্থ অনেক প্রকারেরই হতে পারে। কিন্তু যদি নিবন্ধটি সংস্কারের জন্য সময় দেওয়া হয়ে থাকে, তবে অনুগ্রহপূর্বক মূল আলাপ পাতায় {{ভালো নিবন্ধের জন্য মনোনীত}} টেমপ্লেটে |status= পরামিতির মান স্থগিত লিখুন। ধন্যবাদ। নকীব বট (আলাপ) ০০:৪৭, ১৭ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]