পেরুম্বলম

স্থানাঙ্ক: ৯°৫১′ উত্তর ৭৬°২২′ পূর্ব / ৯.৮৫০° উত্তর ৭৬.৩৬৭° পূর্ব / 9.850; 76.367
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পেরুম্বলম
প্রিম্বলাঁও
দ্বীপগ্রাম
পেরুম্বলম কেরল-এ অবস্থিত
পেরুম্বলম
পেরুম্বলম
পেরুম্বলম ভারত-এ অবস্থিত
পেরুম্বলম
পেরুম্বলম
কেরালায় পেরুম্বলমের অবস্থান
স্থানাঙ্ক: ৯°৫১′ উত্তর ৭৬°২২′ পূর্ব / ৯.৮৫০° উত্তর ৭৬.৩৬৭° পূর্ব / 9.850; 76.367
রাষ্ট্র ভারত
রাজ্যকেরল
জেলাআলেপ্পি
জনসংখ্যা (২০০১)
 • মোট৯,৬৭৮
ভাষা
 • দাপ্তরিকমালয়ালম, ইংরেজি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
লোকসভা নির্বাচন কেন্দ্রআলেপ্পি
বিধানসভা নির্বাচন কেন্দ্রঅরূর

পেরুম্বলম (মালয়ালম: പെരുമ്പളം, প্রতিবর্ণী. পেরুম্বল়ম্) দক্ষিণ ভারতে অবস্থিত কেরালা রাজ্যের আলেপ্পি জেলার একটি দ্বীপ তথা গ্রাম। দ্বীপটি ভেম্বনাড় হ্রদে অবস্থিত। [১]

পেরুম্বলম দ্বীপ থেকে নির্মীয়মান ক্যাপাকো কেরালা রিসর্টের চিত্র

প্রশাসনিকভাবে দ্বীপটি চের্তলা তালুকের অংশ৷ ভেম্বনাড় হ্রদে অবস্থিত মূল তিনটি দ্বীপের একটি এটি, যা প্রকৃতি দর্শনের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয়৷

জনতত্ত্ব[সম্পাদনা]

২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে এই দ্বীপটির জনসংখ্যা ছিল [২] ৯৬৭৮ জন, যার মধ্যে ৪৭১১ জন পুরুষ ও ৪৯৬৭ জন মহিলা৷[৩]

২০১১ খ্রিস্টাব্দের ভারতের জনগণনা অনুসারে এই দ্বীপটির জনসংখ্যা ছিল ৯৭৩৩ জন, যার মধ্যে ৪৮৮০ জন পুরুষ ও ৪৮৫৩ জন মহিলা৷[৪] ছয় বৎসর অনূর্ধ্ব শিশু ৮২৩ জন৷ মোট সাক্ষরতার হার ৯৪.৫২ শতাংশ যেখানে পুরুষ সাক্ষরতার হার ৯৭.৮৩ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৯১.২১ শতাংশ৷

ভূগোল[সম্পাদনা]

পাতিরামানল দ্বীপটির আয়তন মাত্র ১৪৬১ হেক্টর। জেলাসদর আলেপ্পি থেকে ৫৫ কিলোমিটার দূরে এই দ্বীপটি অবস্থিত। [৫]

তথ্যসূত্র[সম্পাদনা]