বিষয়বস্তুতে চলুন

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা

স্থানাঙ্ক: ২৩°৪৪′৩০″ উত্তর ৯০°২৪′০০″ পূর্ব / ২৩.৭৪১৭° উত্তর ৯০.৪০০১° পূর্ব / 23.7417; 90.4001
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা
মানচিত্র
সাধারণ তথ্যাবলী
শহরমিন্টো রোড, ঢাকা[]
দেশবাংলাদেশ

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয়।[] এটি ঢাকার রমনা থানার মিন্টো রোডে অবস্থিত।[] পূর্বে এটি বাংলাদেশে সফরে আসা বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্য সরকারি অতিথি ভবন হিসেবে ব্যবহৃত হতো।

ইতিহাস

[সম্পাদনা]

বাংলাদেশের প্রধান উপদেষ্টাদের সরকারি বাসভবন হিসেবে ২০০১ সালে বিচারপতি লতিফুর রহমান এবং ২০০৭ সালে ফখরুদ্দীন আহমদ সরকারিভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করেছেন।[] ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন ও কার্যালয় হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে নির্ধারণ করা হয়।[] ১৯৯৬ সালে বিচারপতি হাবিবুর রহমান প্রধান উপদেষ্টা হলেও এই বাসভবনে অবস্থান করেননি।[]

২০০৫ সালে যমুনা অতিথি ভবনে ঢাকায় অনুষ্ঠিত সার্ক সম্মেলনে আগত রাষ্ট্রপ্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়।[] ২০০৮ সালের নির্বাচনের পর ২০০৯ সালে গণভবন সংস্কারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান হিসেবে নিরাপত্তার জন্য তাঁর নিজস্ব বাসভবন থেকে যমুনা অতিথি ভবনে স্থানান্তরিত হন।[] ২০২৩ সালে রাষ্ট্রীয় সফরে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করেন।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন ড. ইউনূস"আরটিভি। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪ 
  2. "প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন হবে 'যমুনা'"দ্য ডেইলি স্টার। ৮ আগস্ট ২০২৪। 
  3. মো. মোশাররফ হোসেন সরকার (২০১২)। "রমনা থানা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  4. রহমান, আরিফুর (১২ আগস্ট ২০২৪)। "অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থাকবেন যমুনায়, অন্যরা মন্ত্রিপাড়ায়"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪ 
  5. Bangladesh Quarterly। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, বাংলাদেশ সরকার। জুলাই ২০০৫। পৃষ্ঠা ১৮। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬ 
  6. "Hasina moves to Jamuna from Sudha Sadan"বিডিনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]