অসি ঘাট
অসি ঘাট | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দু |
অবস্থান | |
রাজ্য | উত্তর প্রদেশ |
দেশ | ভারত |
স্থানাঙ্ক | ২৫°১৭′১৯.১৩২″ উত্তর ৮৩°০′২৪.৩৪২″ পূর্ব / ২৫.২৮৮৬৪৭৭৮° উত্তর ৮৩.০০৬৭৬১৬৭° পূর্ব |
আসি ঘাট ভারতের উত্তরপ্রদেশের বারাণসী শহরে গঙ্গা নদীর তীরে অবস্থিত সর্ব দক্ষিণের ঘাট।[১] ঘাটটি দীর্ঘমেয়াদী বিদেশী শিক্ষার্থী, গবেষক এবং পর্যটক থাকার জায়গা হিসেবে প্রসিদ্ধ।[২]
পর্যটন
[সম্পাদনা]আসি ঘাট বারাণসীর সর্বদক্ষিণে অবস্থিত ঘাট। বারাণসীর বেশিরভাগ দর্শনার্থীর কাছে ঘাটটি দীর্ঘমেয়াদী বিদেশী শিক্ষার্থী, গবেষক এবং পর্যটকদের বাস করার জায়গা হিসেবে পরিচিত। অসিঘাটে পর্যটকদের জন্য আকর্ষণীয় ও পর্যটন সংশ্লিষ্ট অনেক কর্মকাণ্ড রয়েছে। পর্যটকরা এই ঘাট থেকে গঙ্গা নদীতে ভ্রমণের জন্য নৌকায় চড়তে পারেন, বেলুনে চড়ে বারাণসীর আকাশদৃশ্য উপভোগ করতে পারেন। এছাড়াও এই ঘাটে প্রতিদিন সন্ধ্যায় বিনোদনমূলক অনুষ্ঠান হয়। ঘাটে অবস্থিত রেস্তোরাগুলি বারাণসীর অন্যতম খাবার জায়গা হিসেবে পরিচিত।
এইঘাটে সাধারণ দিনগুলিতে প্রতি ঘণ্টায় ৩০০ জন দর্শণার্থী আগমন করে সাধারণ দিন ঘাটে ঘুরতে আসা বেশিরভাগ দর্শণার্থীরা কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। উত্সবের দিনগুলিতে ঘণ্টা প্রতি ২৫০০ লোকের আগমন ঘটে। শিবরাত্রির মতো উৎসবের সময় এই ঘাটে একসাথে প্রায় ২২,৫০০ জন লোকের থাকার ব্যবস্থা করা হয়।[৩]
হিন্দু বিশ্বাস অনুযায়ী মহাকবি তুলসীদাস অসি ঘাট হতেই স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেন। ২০১০ সালে বারাণসীতে বোমা হামলার পরে পর্যটকদের যেকোন সমস্যা দ্রুত সমাধানের জন্য অসিঘাটের আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ থাকে।[৪]
জনসংস্কৃতিতে
[সম্পাদনা]অসিঘাট ভারতের জনসংস্কৃতিতে বিশেষ স্থান দখল করে আছে। এই ঘাটের আশেরপাশের এলাকা বিভিন্ন উপন্যাস, গল্পের বিষয় হিসেবে ও চলচ্চিত্রে দেখানো হয়েছে।
লেখক কাশিনাথ সিং'য়ের হিন্দি উপন্যাস কাশী কা অসি-এর পটভূমি অসিঘাটের আশেপাশের মহল্লাকে কেন্দ্র করে রচিত। উপন্যাস হতে চন্দ্র প্রকাশ দ্বিবেদী ২০১৮ সালে সানি দেওল অভিনীত চলচ্চিত্র মহল্লা অসি নির্মাণ করেন।[২][৫] ইতোপূর্বে বারাণসীর কাহিনীভিত্তিক ২০১৩ সালের চলচ্চিত্র রানঝানাতে অসিঘাটে চিত্রায়িত দৃশ্য রয়েছে।
চিত্রশালা
[সম্পাদনা]-
অসিঘাটের একটি কলাম।
-
প্রবীণরা অসি ঘাটে আড্ডা দিচ্ছেন।
-
আসি ঘাট
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Piers Moore Ede (২৬ ফেব্রুয়ারি ২০১৫)। Kaleidoscope City: A Year in Varanasi। Bloomsbury Publishing। পৃষ্ঠা 6–। আইএসবিএন 978-1-4088-3542-5। ৯ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২০।
- ↑ ক খ "In the new world"। Indian Express। ১১ ফেব্রুয়ারি ২০১১। ২৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২০।
- ↑ John McKim Malville and Rana P. B. Singh। "Time and the Ganga River at Asi Ghat, Pilgrimage and Ritual Landscape" (পিডিএফ)। ২৪ জানুয়ারি ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১০।
- ↑ "New measures to perk up vigil in city"। The Times of India। The Times Group। ১১ ডিসে ২০১০। ৪ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১০।
- ↑ "Sunny Deol to play a pandit in Mohalla Assi"। NDTV Movies। ১২ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০২-১১।