বিষয়বস্তুতে চলুন

জনি ওয়াকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জনি ওয়াকার
জন্ম
বদরুদ্দিন জামালউদ্দিন কাজী

(১৯২৬-১১-১১)১১ নভেম্বর ১৯২৬
মৃত্যু২৯ জুলাই ২০০৩(2003-07-29) (বয়স ৭৬)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৫১–১৯৯৭
দাম্পত্য সঙ্গীনুরজাহান (বি. ১৯৫৫)
সন্তাননাসির খান
আত্মীয়টনি ওয়াকার (জন্ম, কামালুদ্দিন কাজী) (ভাই)

বদরুদ্দীন জামালউদ্দিন কাজী (১১ নভেম্বর ১৯২৬ - ২৯ জুলাই ২০০৩) তিনি তাঁর মঞ্চ নাম জনি ওয়াকার হিসেবে সুপরিচিত, ছিলেন একজন ভারতীয় অভিনেতা, যিনি প্রায় ৩০০ টি ছবিতে অভিনয় করেছিলেন। তিনি ব্রিটিশ ভারতের ইন্দোরে এক মিল শ্রমিকের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতা অচল হলে, তারা পরিবারসহ বোম্বেতে (এখন মুম্বাই ) চলে আসেন। কাজী পরিবারের ভরপোষণের জন্য রুটিওয়ালা হিসাবে চাকরি নিয়েছিলেন এবং পরে বোম্বে ইলেকট্রিক সাপ্লাই এবং ট্রান্সপোর্ট (বিইএসটি) এর বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করেছিলেন। তার বিইএসটি চেক নং ছিল ১২৬৬।

প্রাম্ভিক জীবন

[সম্পাদনা]

জনি ওয়াকার, এক মিল-কর্মী পরিবারে ১৯২৬ সালে সেন্দুওয়া, বারওয়ানি জেলার, ইন্দোর, ব্রিটিশ ভারতের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মের সময় তাঁর নাম রাখা হয় বদরুদ্দিন জামালউদ্দিন কাজী। তাঁর বাবা যে মিলটিতে কাজ করতেন তা বন্ধ হয়ে গেলে, তার পরিবার, মহারাষ্ট্রের বোম্বেতে চলে আসেন। দশ সন্তানের মধ্যে যার মধ্যে কাজী ছিলেন দ্বিতীয়, কাজী বোম্বেতে আসার পর বেশ কয়েক বার চাকরি পাবার চেষ্টা করেছিলেন এবং শেষ পর্যন্ত বি.ই.এস.টি (বোম্বে ইলেকট্রিক সাপ্লাই এবং ট্রান্সপোর্ট) বাস সার্ভিসে একজন বাস কন্ডাক্টর হিসাবে একটি চাকরি পান। বরফের মিছরি, ফলমূল, শাকসবজী, স্টেশনারি এবং অন্যান্য পণ্য ক্রয় এবং বিক্রয় করার জন্য বিভিন্ন সময়ে তিনি একাধিক মাইল অতিক্রম করতেন এবং একসময়ে তিনি রুটিওয়ালার কাজও করেছেন। তারুণকালে, তিনি চলচ্চিত্রে জড়িত হবার স্বপ্ন দেখেছিলেন। নূর মোহাম্মদ চার্লিকে অনুসরণ কতেনন এবং অন স্ক্রিনে যে স্টান্ট দেখেছিলেন তা অনুশীলন করতেন।[][]

কর্মজীবন

[সম্পাদনা]

জনি ওয়াকার সবসময় চলচ্চিত্রে কাজ করার স্বপ্ন দেখতেন, তাই তিনি বাসে কাজ করার সময় মাজাদার অংঙ্গ-ভংঙ্গি করে যাত্রীদের বিনোদন দিতেন। মনে মনে আশা করতেন যে, কোনো এক সময় চলচ্চিত্রের জগতের কোন ব্যক্তির নজরে আসতে পারবেন। তাঁর স্বপ্ন সত্য হয়েছিল, যদিও কীভাবে তার বিবরণ অস্পষ্ট। সম্ভবত একটি বাসে অথবা যখন হুলচুল চলচ্চিত্রের লোকদের তিনি তার অভিনয় দক্ষতা দেখাচ্ছিলেন, তখন অভিনেতা বলরাজ সাহনী তাকে দেখতে পান। হুলচুল চলচ্চেত্রে তিনি মাতালের ভূমিকায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। সূত্র অনুযায়ী বলরাজ সাহনী, সেই সময়ে বাজি (১৯৫১) চলচ্চিত্রের চিত্রনাট্য লিখছিলেন কিংবা হুলচুল চলচ্চিত্রে অভিনয় করছিলেন, বলরাজ সাহনী কাজীকে গুরু দত্তের কাছে তার মাতাল অভিনয় প্রদর্শন করতে বলেছিলেন। মাতালিকার চরিত্রে কাজির অভিনয় দেখে গুরু দত্ত সন্তুষ্ট হয়ে তাকে সেই সময়ই বাজি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চরিত্রটি তাকে দিয়েছিলেন। এবং তার (গুরু দত্তের) প্রিয় স্কট হুইস্কির ব্র্যান্ডের নাম অনুসারে তার নাম জনি ওয়াকার রেখেছিলেন।[][][]

এরপরে, ওয়াকার দত্তের একটি মাত্র সিনেমা বাদে সমস্ত চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেন এবং পরিচালক পর্দায় তাঁর জীবনের বাস্তব অভিজ্ঞতা ফুটিয়ে তুলতে উৎসাহিত করেছিলেন।[] তিনি মূলত কৌতুক চরিত্রের অভিনেতা ছিলেন তবে জীবনের শেষদিকে তিনি হতাশ হয়ে পড়েন, বলেছিলেন, "এর আগে কৌতুক অভিনেতাদের একটি সম্মানজনক অবস্থান ছিল এবং নায়কের সাথে প্রায় সমান্তরাল ভূমিকা ছিল, এখন এটি কেবল একটি হাস্যরস মাত্র"। জনি ওয়াকার এবং মিঃ কোয়ার্টুন চলচ্চিত্রে বীরত্বপূর্ণ ব্যক্তিত্ব চিত্রিত করার ক্ষেত্রে তাঁর প্রচেষ্টা সফল না হলেও সিআইডি, পিয়াসা এবং চোরি চোরি' চলচ্চিত্রগুলি তাঁকে খ্যাতি এনে দেয়। '১৯৫০ এবং ১৯৬০ এর দশকের তিনি একজন তারকা অভিনেতা ছিলেন। তবে ১৯৬৪ সালে দত্তের মৃত্যু তার চলচ্চিত্র জীবনে প্রভাব ফেলে। তিনি বিমল রায় এবং বিজয় আনন্দ এর মতো পরিচালকদের সাথে কাজ করেছিলেন তবে ১৯৮০ এর দশকে তাঁর চলচ্চিত্র জীবন জৌলুস হারায়।[][] তিনি কৌতুকের চাতুর্যহীন রূপটি গ্রহণ এবং অগ্রাধিকার পরিবর্তন করতে নারাজ ছিলেন, তিনি বলেছিলেন যে:

"সেই দিনগুলিতে আমরা ক্লিন কমেডি করতাম। আমরা সচেতন ছিলাম এবং এটা মনে রাখতাম যে চলচ্চিত্র দেখতে যে এসেছিল সে তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে এসেছে ... গল্পটি ছিল সবচেয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। কোন গল্প বাছাই করার পরেই আবরার আলভী এবং গুরু দত্ত উপযুক্ত অভিনেতা খুঁজে নিতেন! এখন সব উল্টো ... এখন একজন বড় নায়ক লাইনে দাঁড় করায় এবং ফিট করার জন্য একটি গল্প খুঁজে নেয়। কৌতুক অভিনেতাদের একটি চরিত্র হয়ে ওঠার পথ বন্ধ করে দিয়েছে ... এখন কমেডি অশ্লীলতার কাছে জিম্মি হয়ে গিয়েছে। আমি ৩০০ টি ছবিতে অভিনয় করেছি এবং সেন্সর বোর্ড কখনও একটি লাইনও বা দৃশ্যও কাটেনি।"[]

জনি ওয়াকার বিশেষত বিআর চোপড়ার নয়া দৌড় (১৯৫৭), চেতন আনন্দের ট্যাক্সি ড্রাইভার (১৯৫৪) এবং বিমল রায়ের মধুমতি (১৯৫৮) এ তাঁর কাজ নিয়ে বিশেষভাবে সন্তুষ্ট ছিলেন।[] তার ১৪ বছর বিরতির দিয়ে তিনি তার শেষ ছবিটি মিসেস ডাবটফায়ার এর পুনঃনির্মাণ চাচী ৪২০ (১৯৯৭) এর মাধ্যমে পুনরায় কামব্যাক করেন।[][] মধ্যবর্তী সময়কালে, তিনি মূল্যবান এবং আধা-মূল্যবান পাথরের সফল ব্যবসা করেছিলেন।

কিছু গান বিশেষত তাঁর জন্য রচিত হয়েছিল। বক্স অফিসে তার পর্দার শক্তি এমন ছিল যে বিতরণকারীরা সিনেমায় তার জন্য একটি গান রাখার জন্য জোর দিতেন এবং এটি নিশ্চিত করার জন্য অতিরিক্ত অর্থ দিতেন। তিনি একমাত্র অভিনেতা যিনি তাঁর নামে একটি ছবি করেছেন, জনি ওয়াকার। তিনি সেক্রেটারি/ম্যানেজার রাখা প্রথম বলিউড অভিনেতা ছিলেন। তিনিই প্রথম অভিনেতা যিনি রবিবারে কাজ করতেন না। তিনিই প্রথম অভিনেতা যিনি ট্যাক্সি ড্রাইভার চলচ্চিত্রের মাধ্যমে সাধারণ ভাষা ব্যবহারের রীতি নিয়ে এসেছিলেন। গায়ক মোহাম্মদ রফি অন্য কোনও অভিনেতার চেয়ে জনি ওয়াকারের জন্য সবচেয়ে বেশি গান করেছেন। তিনি ১৯৮৫ সালের পহুঞ্চে হুয়েয়ে লগ ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেছিলেন।[][]

পারিবারিক জীবন

[সম্পাদনা]

জনি ওয়াকার তার পরিবারের বিরোধিতা সত্ত্বেও শাকিলার বোন নূরকে (নূরজাহানের সংক্ষিপ্ত) বিয়ে করেছিলেন।[] তাদের তিন কন্যা ও তিন পুত্র ছিল, যার মধ্যে একজন অভিনেতা নাসির খান। তিনি ৬ষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় স্কুল ছাড়তে বাধ্য হয়েছিলেন বলে দুঃখ প্রকাশ করেন, তিনি তার ছেলেদের স্কুলে পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেরণ করেছিলেন।[] মাতাল হয়ে প্রায়শই ভূমিকা পালন করা সত্ত্বেও জনি ওয়াকার একজন মদ্যবিমুখ ছিলেন এবং জীবনে কখনও মদ পান করেননি।

পুরস্কার

[সম্পাদনা]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]

জনি ওয়াকার প্রায় ৩০০ টি ছবিতে অভিনয় করেন।[]

বছর শিরোনাম ভূমিকা টীকা
১৯৫০-এর দশক
১৯৫১ বাজি[][] অভিষেক
১৯৫২ জাল[]
আঁধিয়ান মাস্ট্রাম
১৯৫৩ বাজ কোর্ট জ্যোতিষী
আগ কা দাঁড়িয়ে
হামসফর
থোকার
১৯৫৪ লাল পরী
বড়তী কপি
শহীদ-ই-আজম ভগত সিং
মুন্না
আর পার
ট্যাক্সি ড্রাইভার
১৯৫৫ বাহু
ছোড়া ছোড়ী
মেরিন ড্রাইভ
চার পাইসে
আলবেলি
দেবদাস
জশান
জবাব
জোরু কা ভাই
মিঃ ও মিসেস '৫৫ [] জনী
মিলাপ কালু
মাস্ত কলান্দার
মিস কোকা কোলা
মুসাফিরখানা
শাহী মেহমান
রেলওয়ে প্ল্যাটফর্ম নাসিব চাঁদ
শাহজাদা
সোসাইটি
১৯৫৬ আওড়া শেহজাদি
ভারতী
অঞ্জন
সিআইডি মাস্টার
চু মন্তর বৈজুনাথ'বাজু '
চোরি চোরি শায়ার
চনরকান্ত রফিক
গোলাম বেগম বাদশা
ইনসাফ জাস্টিস
নয়া আন্দাজ
শ্রীমতী ৪২০
সামহইয়ার ইন দিল্লি
২৬ জানুয়ারী
সমুন্দরী ডকু
রাজধানী
১৯৫৭ চেঙ্গিস খান রফিক
দো রোটি আনোখেলাল
জনি ওয়াকার
পয়সা আবদুল সাত্তার
মিঃ এক্স রফিক
নয়া দৌড় সাংবাদিক
দুনিয়া রঙ রঙ্গিলি
মা বাপ পার্কার
গেটওয়ে অফ ইন্ডিয়া
এক সকাল জেবি পিন্টো
কায়দী
১৯৫৮ সিতারন সে আগে
নয়া পইসা
মুজরিম
মিঃ কার্টুন এমএ
মধুমতি চরনদাস
লাইট হাউস
কালা পানী
জিন্দেগি ইয়া তুফান
খোটা পইসা
ঘর সংসার
দো মাস্তানে
চন্দন
ডিটেকটিভ
আজি বাস শুকরিয়া
আখরি দাও
আমার দীপ ওস্তাদ
১২ ও'ক্লক মতিলাল শর্মা 'মতি'
১৯৫৯ ভাই বাহেন []
পহেলি রাত
সত্ত বাজার
জাওয়ানি কি হাওয়া
কাগজ কে ফুল রকি
পয়গাম নন্দু
মিঃ জন
জারা বাচ্চে
ব্ল্যাক ক্যাট

১৯৬০-১৯৬৯

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা টীকা
১৯৬০-এর দশক
১৯৬০ চৌধভিন কা চাঁদ[][] মির্জা মাসারাদ্দিক শাইজা
ঘর কি লাজ
কালা আদমি
এক ফুল চর কান্তে
মোগল-ই-আজম
রিক্সাওয়ালা
বসন্ত
১৯৬১ ছোটে নবাব
মডার্ন গার্ল
অপেরা হাউস
সুহাগ সিন্দুর
ওয়ান্টেড
১৯৬২ গার্লস হোস্টেল
আশিক
নীলি আঁখেন
সাচ্চে মতি
বাত এক রাত কি সি আই ধোলাকিয়া / 'সিআইডি'
১৯৬৩ ঘর বাসাকে দেখো জয়কিশেন রাম অগ্নিহোত্রি, ওরফে "জ্যাকসন"
কাহিনী প্যার না হো জায়ে
কৌন আপনা কৌন পরায়া
মেরে মেহবুব আনোয়ারের বন্ধু বিন্দাদিন রাস্তোগি
মুলজিম
ফুল বনে আংগারে
প্যায়র কা বন্ধন
ওস্তাদো কে ওস্তাদ
১৯৬৪ ডোর কি আওয়াজ মতিলাল 'মতি' ডি রাই
শেহনাই
১৯৬৫ বোম্বাই রেস কোর্স রেকর্ড
জিন্দেগী অর মৌত
১৯৬৬ বাহারেণ ফির ভী আয়ংগী
দিল দিয়া দরদ লিয়া মুরলিধর
প্রিত না জানে ঋত
দিল্লাগী
ইনসাফ
পাতি পাটনি
সাগাই
সুরজ
১৯৬৭ জাল
বাহু বেগম আছন
মিলন কি রাত
দুলহান এক রাত কি
নবাব সিরাজউদ্দৌলা
নাইট ইন লন্ডন
নূরজাহান
পালকি []
তাকদীর
রাজু
ওয়াহান কে লগ
শ্রীমন্ত মেহুনা পহিজে মারাঠি
১৯৬৮ বাযী
দিল অর মহব্বত
কাহিনী দিন কহিন রাত
দুনিয়া
হাসিনা মান জায়েগি ঘাসিতারাম আশিক
মেরে হুজুর
শিকড়
১৯৬৯ আদমির অর ইনসান
দো রাস্তে
প্যার কা স্বপ্না
নন্নহা ফারিষ্টা
সাচাই
উইলাইট পাস অজিত পাঞ্জাবি

১৯৭০-১৯৭৯

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা টীকা
১৯৭০-এর দশক
১৯৭০ গোপি রামু
১৯৭১ আনন্দ ইসা ভাই সুরতওয়ালা
হাঙ্গামা
মেমসাহেব রামখিলাভান
সানজোগ মনসুখ
দুশমন হস্তরের্খাবিচারক (বিশেষ উপস্থিতি)
১৯৭২ এক বেচারা
এক হাসিনা দো দিওয়ানে
রাস্তে কা পাথর
রাজা জনি
ইয়ে গুলিস্তান হামারা
১৯৭৩ প্যায়ার কা রিশতা লাছো
১৯৭৪ আরোপ
বদলা
দাওয়াত
ইমান
জুরম অর সাজা
মাধোশ
১৯৭৫ ধুতি লোটা চৌপাট্টি
কাগজ কি নাউ
সেওয়াক
বন্দনা
প্রতিজ্ঞা বিরজু থেদেকার
জাখমি
১৯৭৬ বুন্দল বাজ
সন্তান
উদ্যানচু
১৯৭৭ ফারিষ্টা ইয়া কাতিল
খেলা খিলারি কা
মেরা বাচন গীতা কি কসাম
১৯৭৮ নবাব সাহেব
মিয়া ফুসকি ০০৭ মারাঠি

১৯৮১-২০০০

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা টীকা
১৯৮০-এর দশক
১৯৮০ যায়ে তো যায়েন কাহন
শান রেণুর চাচা
১৯৮১ মদিনে কি গালিয়ান[]
১৯৮৩ মজদুর মাধো
রিশতা কাগজ কা
১৯৮৪ বিন্দিয়া চামকেগি
মেরা দোস্ত মেরা দুশমন মুলায়ম সিং
১৯৮৫ হাম দনো[]
১৯৮৭ মেরা করম মেরা ধরম তারাকান্থ
১৯৮৮ দ্য পারফেক্ট মার্ডার জৈন ইংরেজি
১৯৯০-এর দশক
১৯৯৭ চাচী ৪২০[] জোসেফ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ghose, Sagarika (১১ জুন ১৯৯৭)। "Return Of The Wit"Outlook (magazine)। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২০ 
  2. Johnny Walker - Memories on Cineplot.com website Published 6 June 2011, Retrieved 10 January 2020
  3. "Gentleman comedian passes away"The Tribune (newspaper)। ২৯ জুলাই ২০০৩। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২০ 
  4. "Johnny Walker... signing off on a high"The Hindu (newspaper)। ১ আগস্ট ২০০৩। ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২০ 
  5. Johnny Walker's filmography on Complete Index To World Film (CITWF) website ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ অক্টোবর ২০২০ তারিখে Retrieved 9 January 2020
  6. Profile of Johnny Walker on Cineplot.com website[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] Published 6 June 2011, Retrieved 10 January 2020
  7. Filmography of Johnny Walker on Cineplot.com website[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] Published 6 June 2011, Retrieved 10 January 2020

বহিঃসংযোগ

[সম্পাদনা]