নাসির আহমেদ (কবি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাসির আহমেদ
জন্ম (1952-12-05) ৫ ডিসেম্বর ১৯৫২ (বয়স ৭১)
ভোলা জেলা, আলিনগর গ্রাম
জাতীয়তাবাংলাদেশী
পেশাকবি, সাংবাদিক, গীতিকার
পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১০)

নাসির আহমেদ (জন্ম:৫ ডিসেম্বর ১৯৫২) বাংলাদেশী কবি, সাংবাদিক ও গীতিকার।[১] ২০১০ সালে কবিতার জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।[২]

শৈশব ও পড়ালেখা[সম্পাদনা]

নাসির আহমেদ বর্তমানে বরিশাল বিভাগের ভোলা জেলার ভোলা সদর উপজেলার আলিনগর গ্রামে ১৯৫২ সালে ৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।[৩]

ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

নাসির আহমেদ প্রথম শ্রেণির গীতিকার হিসেবে তালিকাভুক্ত ছিলেন রেডিও বাংলাদেশবাংলাদেশ টেলিভিশনে। ১৯৭৭ সাল থেকে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত। সাপ্তাহিক গণমুক্তি দিয়ে সাংবাদিকতার শুরু করেন এরপর দৈনিক বাংলা, দৈনিক জনকণ্ঠ,দৈনিক সমকাল ও দৈনিক বর্তমানে কাজ করেছেন। ২০১৪ সালের ২৯ ডিসেম্বর তিনি বাংলাদেশ টেলিভিশনের (বার্তা) পরিচালক পদে যোগ দেন।[৪] অবসরে গেছেন ২০১৮ সালে।[৫]

সাহিত্যকর্ম[সম্পাদনা]

  1. রঙ্গিন যত ছড়া
  2. কবিতাসমগ্র-১
  3. প্রতীক্ষা তোমার জন্য
  4. নির্বাচিত কবিতা
  5. কবিতাশতক
  6. নির্বাচিত প্রেমের কবিতা
  7. ছেড়া ছেড়া মেঘ ও অন্যান্য গল্প
  8. মাটি ও বৃষ্টির মতো
  9. এই বসন্তে তোমাকে
  10. ভালো থাকার নির্দেশ আছে
  11. মিশে যাবো তোমার সবুজে[৬]
  12. তোমার জন্য অনিন্দা
  13. নিজের সংঙ্গে নিজের কথা
  14. ভালবাসার এই পথে
  15. ঝড়া পাতার নৃত্যকলা
  16. শ্রাবনের দুঃখপদাবলী
  17. গলে যাচ্ছে আকাঙ্কার মম
  18. বঙ্গবন্ধু ও বাংলাদেশ
  19. আকুলতা শুভ্রতার জন্য
  20. তোমাকেই আশালতা
  21. বৃক্ষমঙ্গল
  22. একাত্তরের পদাবলী
  23. বিধ্বস্ত শহর ছেড়ে যেতে যেতে

পুরস্কার[সম্পাদনা]

  • ত্রয়ী পদক (১৯৮৭)
  • কবি মোজাম্মেল হক পদক (১৯৯১)
  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১০) [২]
  • বিষ্ণু দে পুরস্কার[৭]
  • বাচসাস পুরস্কার দুইবার (নাটক) [৭]
  • লালন পুরস্কার (সংগীত)[৭]
  • মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার
  • বাংলাদেশ লেখিকা সংঘ পদক
  • স্ট্যান্ডার্ড এডুকেয়ার স্বর্ণপদক
  • কাব্যকলা পুরস্কার

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কবি নাসির আহমেদের জন্মদিন আজ"। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০ 
  2. "পুরস্কারপ্রাপ্তদের তালিকা"। বাংলা একাডেমি। ৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০ 
  3. "কবি নাসির আহমেদ 'গুরুতর অসুস্থ'"। ২৮ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০ 
  4. "কবি নাসির আহমেদের শারীরিক অবস্থার অবনতি"। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০ 
  5. যে দেশে বৃক্ষ নাই, সেখানে ভেরেণ্ডা গাছই বটবৃক্ষ: নাসির আহমেদ, বাংলা ট্রিবিউন, ২৪ নভেম্বর ২০২৩
  6. "নাসির আহমেদ : বইয়ের দিকে তরুণদের ফিরিয়ে আনতে হবে"। ২২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০ 
  7. "কবি নাসির আহমেদের ৬৬তম জন্মদিন"। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০