বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশ বেতার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(রেডিও বাংলাদেশ থেকে পুনর্নির্দেশিত)
বাংলাদেশ বেতার
ধরনজাতীয় পাবলিক সম্প্রচারক
দেশবাংলাদেশ
প্রতিষ্ঠিত২৬ আগস্ট ১৯২৭
প্রধান কার্যালয়৩১, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭
প্রচারের স্থান
বাংলাদেশ
মালিকানাবাংলাদেশ সরকার
আরম্ভের তারিখ
১৬ ডিসেম্বর ১৯৩৯
অন্তর্ভুক্তিওয়ার্ল্ড রেডিও নেটওয়ার্ক
অফিসিয়াল ওয়েবসাইট
www.betar.gov.bd

বাংলাদেশ বেতার বাংলাদেশের রাষ্ট্রীয় বেতার সংস্থা। ১৯৩৯ সালে ব্রিটিশ আমলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে ‘ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র’ নামে নেয়া উদ্যোগ থেকে বর্তমানের বাংলাদেশ বেতার। ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এটি রেডিও বাংলাদেশ নামে পরিচিত ছিল।[]

ইতিহাস

[সম্পাদনা]

এই অঞ্চলে বাংলাদেশ ঢাকাতে রেডিও সম্প্রচার শুরু হয় ১৬ই ডিসেম্বর, ১৯৩৯ সালে। প্রথম দিকে কেন্দ্রটি পুরনো ঢাকায় নাজিমুদ্দিন রোডে একটি ভাড়া করা বাড়িতে (বর্তমানে যেটি শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ) যাত্রা শুরু করে। প্রথম নামকরণ করা হয় “ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র”। পরবর্তীতে কেন্দ্রটি শাহবাগে স্থানান্তর করা হয়।[] রেডিওটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৭১ সালের ২৬শে মার্চ তারিখে সম্প্রচার কেন্দ্র রেডিও পাকিস্তানে স্বাধীনতার ঘোষণা সম্প্রচার করা হয়। যা চট্টগ্রাম বন্দরে নোঙ্গররত একটি জাপানী জাহাজ থেকে শোনা গিয়েছিল এবং তা পুনসম্প্রচার করা হয়েছিল। যুদ্ধের সময় এটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে পরিচিত ছিল। ভারী গোলা বর্ষণের কারণে বেতারকেন্দ্রটি কয়েকবার স্থানান্তর করা হয়েছিল।শেষে ২৫শে মে তারিখে কলকাতাতে সরিয়ে নেওয়া হয়েছিল, যেখান থেকে যুদ্ধের বাকি সময় পর্যন্ত অনুষ্ঠান সম্প্রচার করা হতো। ডিসেম্বর ৬ তারিখে বেতারকেন্দ্রটিকে বাংলাদেশ বেতার নাম দেওয়া হয়।

সম্প্রচার

[সম্পাদনা]

ঢাকার শেরে বাংলা নগরে জাতীয় বেতার ভবনে বাংলাদেশ বেতার ঢাকার ক, খ ও গ চ্যানেল এবং এফ.এম-এর অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি ১২টি আঞ্চলিক কেন্দ্র নিয়ে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শাখার কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া বহির্বিশ্বে কার্যক্রম বাংলার পাশাপাশি সার্কভূক্ত দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্যইউরোপের জন্য ৫(পাঁচ)টি বিদেশি ভাষায় অনুষ্ঠান নির্মাণ করে। এছাড়া ঢাকা ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে এ.এমের পাশাপাশি এফ.এমের নিজস্ব অনুষ্ঠান প্রচার করে। এফ.এম অনুষ্ঠানের পাশাপাশি বর্তমানে বিবিসি বাংলা, ডয়চে ভেলে, রেডিও চায়নাএনএইচকে-এর অনুষ্ঠানও সম্প্রচার করে।[]

কেন্দ্র

[সম্পাদনা]
বাংলাদেশ বেতার, বগুড়া

বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র।

এএম

বাংলাদেশ বেতার, রাজশাহী
কেন্দ্রফ্রিকোয়েন্সি (kHz)মিটারশক্তি (kW)সম্প্রচারের সময়
ঢাকা-ক৬৯৩৪৩২.৯০১০০০০৬:০০–১২:১০ (এপ্রিল থেকে সেপ্টেম্বর) ০৬:৩০-১২:১০ (অক্টোবর থেকে মার্চ) ও ১৪:১৫-২৩:১৫
ঢাকা-খ৮১৯৪৭৬.১৯১০০০০:০০-০৩:০০, ০৬:৩০-১২:১০ ও ১৪:১৫-২৩:১০
ঢাকা-গ১১৭০২৫৬.৪১২০১৫:০০-১৭:০০
চট্টগ্রাম৮৭৩৩৪৩.৬৪১০০০৬:৩০-১০:০০ ও ১২:০০-২৩:১০
রাজশাহী১০৮০২৭৭.৭৭১০০৬:৩০-১০:০০ ও ১২:০০-২৩:১০
বগুড়া৮৪৬৩৫৪.৬০১০০০৬:৩০-১০:০০ ও ১২:০০-২৩:১০
খুলনা৫৫৮৫৩৭.৬৩১০০০৬:৩০-১০:০০ ও ১২:০০-২৩:১০
রংপুর১০৫৩২৮৪.৯০১০০৬:৩০-১০:০০ ও ১৪:০০-২৩:১০
সিলেট৯৬৩৩১১.৫২২০০৬:৩০-১০:০০ ও ১৪:০০-২৩:১০
বরিশাল১২৮৭২৩৩.১০১০০৬:৩০-১১:১৫ ও ১৪:৫৫-২৩:১৫
ঠাকুরগাঁও৯৯৯৩০০.৩০১০০৬:৩০-১১:১০ ও ১৫:০০-২৩:১০
রাঙ্গামাটি১১৬১২৫৮.৩৯১০১১:০০-২১:০০
কক্সবাজার১৩১৪২২৮.৩১১০০৮:৩০-১৪:১০
বান্দরবান১৪৩১২০৯.৬৪১০১১:০০-২১:০০
কুমিল্লা১৪১৩২১২.৩১১০১১:০০-২৩:৩০
রেডিও পাকিস্তান, রাজশাহী কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ (ষাটের দশকের শেষের দিক)

এফএম

কেন্দ্রফ্রিকোয়েন্সি (MHz)মিটারশক্তি (kW)সম্প্রচারের সময়
এফএম১০০, ঢাকা১০০.০৩.০০৩, ১০০৬:০০-১২:০০ (বিবিসি); ১৩:০০-১৫:০০ (ট্রান্সক্রিপশন); ১৭:০০-২৩:০০ (বিবিসি); ২৩:০০-২৩:১৫ (ঢাকা-ক); ২৩:১৫-০০:০০ (ওয়ার্ল্ড মিউজিক); ০০:০০-০৩:০০ (নিশুতি)
এফএম ৮৮.৮, ট্রাফিক কার্যক্রম৮৮.৮৩.৩৮১০০৭:০০-২৩:০০
এফএম ৯০.০৯০.০৩.৩৩১০০৭:০০-০৯:০০ (ঢাকা-ক); ০৯:০০-১৯:০০ (বাণিজ্যিক)
এফএম ৯২.০৯২.০৩.২৬১০১৪:০০-১৫:০০ (চট্টগ্রাম থেকে রীলে); ১৯:০০-২৩:০০ (এন্টারটেইনমেন্ট/জাতীয় সংসদ অধিবেশন)
এফএম ১০৪.০১০৪.০২.৮৮১০০৬:৩০-০৮:৩০ (ঢাকা-ক); ০৯:০০-১৯:০০ (বাণিজ্যিক); ২১:০০-২১:৩০ (এনএইচকে)
এফএম ১০৬.০১০৬.০২.৮৩১০০৬:৩০-১২:১০; ১৪:১৫-২৩:৩০ (ঢাকা-ক)
এফএম, চট্টগ্রাম (পাহাড়তলী)৮৮.৮৩.৩৮১০০৬:৩০-১০:০০; ১২:০০-২৩:১০
এফএম, খুলনা৮৮.৮৩.৩৮১০০৬:৩০-১৩:০০; ১৪:০০-১৫:০০ (চট্টগ্রাম থেকে রীলে); ১৯:০০-২৩:১৫
এফএম, রাজশাহী৮৮.৮৩.৩৮১০০৬:৩০-১০:০০; ১৪:০০-২৩:১০ (রবি-বৃহস্পতি), ১৪:০০-১৫:০০; ১৬:০০-২৩:১০ (শুক্র-শনি)
এফএম, রাজশাহী১০৪.০২.৮৮০৬:৩০-১০:০০; ১৯:০০-২৩:১০
এফএম, রাজশাহী১০৫.০২.৮৬০৬:৩০-১০:০০; ১৯:০০-২৩:১০
এফএম, রংপুর১০৫.০২.৮৬০৬:৩০-১০:০০; ১৯:০০-২৩:১০
এফএম, রংপুর১০৫.৬২.৮৪১৪:০০-১৫:০০; ১৮:২০-২৩:০০
এফএম, রংপুর৯০.০৩.৩৩১০:০০-১১:০০ (শুধুমাত্র শুক্রবার); ১৯:৩০-২৩:০০
এফএম, কুমিল্লা১০১.২২.৯৬২১:০০-২১:৩০ (এনএইচকে)
এফএম, কুমিল্লা১০৩.৬২.৯০১০০৬:৩০-০৭:০০ (বিবিসি), ০৭:০০-০৭:৩০ (ঢাকা থেকে রীলে), ০৭:৩০-০৮:০০ (বিবিসি), ১১:০০-২৩:৩০
এফএম, বরিশাল১০৫.২২.৮৫১০০৬:৩০-১১:১৫; ১৩:৫৫-২৩:১৫
এফএম, ঠাকুরগাঁও৯২.০৩.২৬০৬:৩০-১১:১৫; ১৪:০০-১৫:০০; ১৬:৩০-২৩:১৫
এফএম, নওপাড়া (যশোর)১০০.৮২.৯৮১০১৪:৩০-২৩:১৫
এফএম, গোপালগঞ্জ৯২.০৩.২৬১০০৮:০০-১১:০০; ১৪:০৫-১৬:০০; ১৭:০০-২১:০০
এফএম, ময়মনসিংহ৯২.০৩.২৬১০০৮:০০-১১:০০; ১৪:০৫-১৬:০০; ১৭:০০-২১:০০

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 ইমাম, সাদিয়া মাহ্‌জাবীন (২৪ অক্টোবর ২০২৪)। "বছরে বরাদ্দ ২০০ কোটি টাকার বেশি, তবু শ্রোতা নেই বাংলাদেশ বেতারের"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৪{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. বাংলাদেশ বেতার প্রাতিষ্ঠানিক ওয়েব সাইট

বহিঃসংযোগ

[সম্পাদনা]