বিষয়বস্তুতে চলুন

শুভা খোটে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শুভা খোটে বালসাবর
২০১০ সালে শুভা খোটে
জন্ম
শুভা খোটে

জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
সন্তানভাবনা বালসাবর (মেয়ে)
অশ্বিন বালসাবর (মেয়ে)
পরিবারনন্দু খোটে (বাবা)
দুর্গা খোটে (চাচী)
বিজু খোটে (ভাই)

শুভা খোটে হলেন একজন ভারতীয় চলচ্চিত্রটেলিভিশন অভিনেত্রী। তিনি সাঁতার এবং সাইক্লিংয়ে প্রাক্তন মহিলা জাতীয় চ্যাম্পিয়নও ছিলেন।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

শুভা খোটে ভারতের মহারাষ্ট্রের মুম্বইয়ের মারাঠি-কোঙ্কনি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মারাঠি নাট্য ব্যক্তিত্ব নন্দু খোটের কন্যা। তাঁর মা ছিলেন কর্ণাটকের ম্যাঙ্গালোরের এক কোঙ্কনি মহিলা। অভিনেতা বিজু খোটে তাঁর ছোট ভাই ছিলেন।[] প্রবীণ অভিনেত্রী দুর্গা খোটে শুভার বাবার ভাইয়ের স্ত্রী ছিলেন। শুভার মামা নয়মপল্লীও একজন অভিনেতা ছিলেন।[]

শুভা খোটে চার্নি রোডের সেন্ট তেরেসা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। মেয়ে হিসাবে তিনি সাঁতার কাটা এবং সাইকেল চালানোয় পারদর্শী ছিলেন; সেই যুগে খুব কম নারী এই জাতীয় খেলায় অংশগ্রহণ করতেন। তিনি ১৯৫২-৫৫ খ্রিস্টাব্দ পর্যন্ত সাঁতার কাটা এবং সাইক্লিংয়ে মহিলাদের জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন। স্কুল শেষ করার পরে তিনি উইলসন কলেজ থেকে ইংরেজি সাহিত্য বিভাগ হতে স্নাতক সম্পন্ন করেছেন।

শুভা ডি. এম. বালসাবরের (যিনি শুভার মায়ের মতো ম্যাঙ্গালোরের একজন বাসিন্দা) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। শ্রী বালসাবর ভারতীয় কর্পোরেট সংস্থা নোকিলের বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি মারাঠি চলচ্চিত্র চিমুকলা পাহুনা (১৯৬৮)-তে একটি বিশেষ চরিত্রে উপস্থিত হয়েছিলেন, যা তিনি একাধারে প্রযোজনা ও পরিচালনা করেছিলেন। তাঁদের মেয়ে ভাবনা বালসাবরও একজন টেলিভিশন অভিনেত্রী।[]

কর্মজীবন

[সম্পাদনা]

তিনি মাত্র চার বছর বয়সে শিশু অভিনেত্রী হিসাবে মঞ্চ নাটকে আত্মপ্রকাশ করেছিলেন।[] শুভা খোটে সীমা (১৯৫৫) নামক চলচ্চিত্রে পুটলি চরিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন। একজন ভাল সাইকেল চালক হওয়ার কারণে এই চরিত্রটি তাঁর কাছে এসেছিল এবং সাইক্লিং সীমার দলকে তাকে নির্বাচন করতে আকর্ষণ করেছিল। সেই থেকে তিনি প্রচুর হিন্দি ও মারাঠি চলচ্চিত্র, মঞ্চ অনুষ্ঠান এবং টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। তিনি বেশিরভাগই মেহমূদের বিপরীতে অভিনয় করেছিলেন এবং এই জুটি জনসাধারণের কাছে বেশ জনপ্রিয় ছিল। তাঁরা একত্রে শ্বশুরাল, ভরসা, জিদ্দি, ছোটি বহেন, সাঁঝ অর সবেরা, লাভ ইন টোকিও, গৃহস্থি, হামরাহী এবং বেটি বেটে নামক চলচ্চিত্রে কাজ করেছেন।

তিনি হেরা ফেরি, হান দোনো, ব্যাচেলর'স ওয়াইফ এবং লেট'স ডু ইট (২০০০)-এর মতো কৌতুক নাটক পরিচালনা করেছেন।[][] তাঁর নিজস্ব প্রযোজনা ব্যাচেলর'স ওয়াইফ (মারাঠি নাটক ঘোলাট ঘোল থেকে অভিযোজিত) মুম্বই এবং আওরঙ্গবাদে ৪০টিরও বেশি অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে। তাঁর টিভি অনুষ্ঠান জবান সামহালকে (মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ অনুষ্ঠানের উপর ভিত্তি করে নির্মিত) বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Rakhi Special: Bollywood's best brother-sister duo"। ১৩ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২০ 
  2. "Shubha Khote – Memories"cineplot.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-১২ 
  3. Shobha Khote with daughter Bhavna Balsaver during 'SAB Ke Anokhe Awards' Indiatimes.com, 26 June 2012.
  4. "Inside Out"। Indian Express। ৩০ মার্চ ২০০০। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১২ 
  5. "For theatre buffs"। The Hindu। ১৫ এপ্রিল ২০০২। ৩০ মে ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৩ 
  6. Pretty Funny! by V Gangadhar. Rediff.com, 5 October 1997.

বহিঃসংযোগ

[সম্পাদনা]