শ্বেতা সালভে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্বেতা সালভে
২০১১ সালে শ্বেতা সালভে
জন্ম
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন১৯৯৮-বর্তমান
দাম্পত্য সঙ্গীহর্মিত শেঠী

শ্বেতা সালভে হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী এবং মডেল। তিনি কালার্স টিভিতে প্রচারিত জনপ্রিয় নৃত্য বিষয়ক রিয়ালিটি অনুষ্ঠান ঝলক দিখলা যার ১ম আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন, যেখানে তিনি ১ম রানার-আপ হয়েছিলেন।[১]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

শ্বেতা সালভে ভারতের মহারাষ্ট্রের মুম্বইয়ের চেম্বুরে দীপক সালভে এবং হেমা সালভের (শার্ভিলের বোন) ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি চেম্বুরের লরেটো কনভেন্ট স্কুল হতে তাঁর স্কুল জীবনের পড়াশোনা সম্পন্ন করেছেন এবং মুম্বইয়ের সোফিয়া কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেছেন।[২] তিনি স্কুল জীবন হতেই নাটক এবং নৃত্য পরিবেশনায় তার প্রতিভা প্রদর্শন করে আসছেন। তার কলেজের এক বিশেষ অনুষ্ঠানে শ্বেতা "মিস ক্যালিডোস্কোপ"-এর খেতাব অর্জন করেছিলেন।

ক্যারিয়ার[সম্পাদনা]

২০০৭ সালে শ্বেতা সালভে

শ্বেতা ১৯৯৮ হতে ২০০১ সাল পর্যন্ত জি টিভিতে প্রচারি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক হিপ হিপ হুরের-এ অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন। শ্বেতা লিপস্টিক এবং সরকারের মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন, তবে তিনি সনি সাবে প্রচারিত লেফট রাইট লেফটে ড. রিতু মিশ্রের চরিত্রে অভিনয়ের মাধ্যমে অধিক জনপ্রিয়তা অর্জন করেছেন। ১৯৯৯ সালে, রাজ কুশল দ্বারা পরিচালিত পেয়ার মে কভি কভি তে রাধা চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক করেন। উক্ত চলচ্চিত্রে তিনি রিঙ্কি খান্না, সঞ্জয় দত্ত, দিনো মোরিয়া এবং আকাশদীপ সাইগলের মতো অভিনয়শিল্পীদের সাথে অভিনয় করেছেন; এঁরা সকলেই এই চলচ্চিত্র দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক করেছিলেন। যদিও চলচ্চিত্রটি ব্যবসায়িক দিক থেকে বক্স অফিসে তেমন ভাল আয় করতে পারেনি। পরবর্তীতে তিনি কিটি পার্টি, সরকার, কাহিনী কিসি রোজ এবং জসসী জ্যায়সি কোয়ি নাহির মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন।

২০০৬ সালে, তিনি জনপ্রিয় নৃত্য অনুষ্ঠান ঝলক দিখলা যা ১ম আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন,[৩] যেখানে তিনি ১ম রানার-আপ হয়েছিলেন। উক্ত অনুষ্ঠানে তিনি নৃত্য পরিচালক লংগিনাস ফার্নান্দেসের সাথে জুটি বেঁধেছিলেন। ২০০৭ সালে, তিনি টেলিভিশন ক্রীড়া বাস্তবতা অনুষ্ঠান ক্রিকেট স্টারের উপস্থাপনা করেছেন।[৪] তিনি ২০০৮ সালের এপ্রিল মাসের ম্যাক্সিম ইন্ডিয়া ম্যাগাজিনের প্রচ্ছদে উপস্থিত হয়েছেন।

তিনি কালার্স টিভিতে প্রচারিত জনপ্রিয় রিয়ালিটি অনুষ্ঠান ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ির ২য় আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন; যেখানে তিনি ৯ম স্থান অধিকার করেছেন।[৫][৬]

তিনি ২০১১ সালে দিল তো বাচ্চা হ্যায় জি এবং লঙ্কা নামক চলচ্চিত্রের আইটেম গানে নৃত্য পরিবেশন করেছেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তিনি তাঁর দীর্ঘকালীন প্রেমিক হর্মিত শেঠীর সাথে ২০১২ সালের ২৪শে এপ্রিল তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mona 'Jassi' Singh wins Jhalak Dikhhla Jaa"DNA newspaper। ২৭ অক্টোবর ২০০৬। 
  2. Shweta Salve Times of india news
  3. "Shweta's Bollywood dreams"DNA। ২৪ সেপ্টেম্বর ২০০৮। 
  4. Hughes, Simon (২৪ জানু ২০০৭)। "Star of India that offers way out"The Telegraph। London। 
  5. "Shveta faces the pressure"The Times of India। ৯ সেপ্টেম্বর ২০০৯। ১১ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২০ 
  6. "I have a strong mind: Shveta"The Times of India। ১১ আগস্ট ২০০৯। ১১ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২০ 
  7. "Shweta Salve with designer Hermit Singh?"। WorldSnap। 

বহিঃসংযোগ[সম্পাদনা]