আলাপ:সুজুকি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কিছু একটা তো বলতে পারেন[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: আপনি ব্যবহারকারী মোঃ আরিফ সাহেবকে কিছু একটা তো বলতে পারেন যে, আপনি শুধু শুধু অন্যের আলাপ পাতা তৈরী করে দিচ্ছেন কেন? এটা না করে আপনি অন্য উপায়েও তো বাংলা উইকিতে অবদান রাখতে পারেন। আপনার কথা উনি অবশ্যই রাখবেন। আমি আর আরিফ সাহেব উইকিতে সমান অধিকার (মানে দু'জনেই স্বয়ং নিশ্চিত ব্যবহারকারী) রাখি। তাই আমি বলতে চাচ্ছি না। আপনি বললে ভালো হয়।

উল্লেখ্য যে, আরিফ সাহেব গত কয়েকদিনে (সম্পূর্ণ দেখা হয় নি) মনে হয় হাজার খানেক অন্যের তৈরী পাতার আলাপ পাতা তৈরী করেছেন। দেখুন আমার এই উইকি পাতার আলাপ পাতাও উনি তৈরী করেছেন যে পাতাটা আমি গতকাল তৈরী করেছি। এটার আলাপ পাতা তৈরীর অধিকার (আমি মনে করি) একান্তই আমার। সেই অধিকার টুকু কেউ কেড়ে নিলে ভালো লাগে বলূন? --- ‍‍‍‍‍‍কুউপুলক (আলাপ) ১৮:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Kupulak: ধন্যবাদ ভাই, আসলে নিবন্ধের আলাপ পাতা যে কেউই তৈরি করতে পারে। উনি যেমন এই আলাপ পাতা তৈরি করেছে, আপনিও তেমন পারেন। আসলে এমন বাধ্যবাধকতা নেই যে কেবল আপনার তৈরি নিবন্ধের আলাপ পাতা কেবল আপনাকেই তৈরি করতে হবে কিংবা অন্য কেউ করতে পারবে না। ফলে এটা নিয়ে মনক্ষুন্ন হবেন না।
@Md Arif bd: ভাই, আপনি চাইলে আলাপ পাতা তৈরি না করে নিবন্ধ তৈরির কাজ করতে পারেন। আলাপ পাতা তৈরির কাজটা আমরা WP:বট দ্বারা করতে পারি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:০২, ৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ বলে দেওয়ার জন্য। আমারর তৈরিকৃত অনেক পাতায় অনেক পুরাতন সম্পাদকগন আলাপ পাতা যোগ করেছিলেন। তাই আমি মনে করেছিলাম আমিও যোগ করি। এখন থেকে আর করবো না। মোঃ আরিফ (আলাপ) ০৪:৫৮, ৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]