মিনি ধারাবাহিক বা টিভি চলচ্চিত্র অভিনেতার সেরা অভিনয় বিভাগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিনি ধারাবাহিক বা টিভি চলচ্চিত্র অভিনেতার সেরা অভিনয় বিভাগে স্যাগ পুরস্কার
২০২৩-এর বিজয়ী: স্টিভেন ইয়ান
বিবরণমিনি ধারাবাহিক বা টিভি চলচ্চিত্রে অভিনেতার অসাধারণ অভিনয়
অবস্থানলস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাস্যাগ-অ্যাফট্রা
প্রথম পুরস্কৃত১৯৯৫
সর্বশেষ পুরস্কৃত২০২৪
বর্তমানে আধৃতস্টিভেন ইয়ান
বিফ (২০২৩)
ওয়েবসাইটsagawards.org

মিনি ধারাবাহিক বা টিভি চলচ্চিত্র অভিনেতার সেরা অভিনয় বিভাগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার হল স্ক্রিন অ্যাক্টরস গিল্ড প্রদত্ত মিনি ধারাবাহিক বা টিভি চলচ্চিত্রে প্রধান অভিনেতা হিসেবে সেরা পারদর্শিতা প্রদর্শনের জন্য প্রদেয় বার্ষিক পুরস্কার। ১৯৯৪ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

রাউল হুলিয়া এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী, তিনি দ্য বার্নিং সিজন (১৯৯৪) টিভি ধারাবাহিকে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন। আল পাচিনো, গ্যারি সিনিস, পল জিয়ামাটিমার্ক রাফালো সর্বাধিক দুইবার এই পুরস্কার অর্জন করেন। সাম্প্রতিক বিজয়ী স্টিভেন ইয়ান বিফ (২০২৩) টিভি ধারাবাহিকে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।

একাধিকবার বিজয়ী[সম্পাদনা]

২ বার

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]