বাংলাদেশের গ্রাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশী গ্রামে কৃষিকাজ। এই ছবিটি সাতক্ষীরা জেলা থেকে তোলা।
বাংলাদেশের পল্লী দৃশ্য। এই ছবিটি জামালপুর জেলা থেকে তোলা।

গ্রাম হল বাংলাদেশের জনবসতির ক্ষুদ্রতম একটি একক এবং রাষ্টীয় প্রশাসনিক ও সামাজিক ক্ষেত্রে নিম্নতম একক। গ্রামগুলি সাধারণত পল্লী থেকে বড় তবে নগরের চেয়ে ছোট। একটি গ্রামের জনসংখ্যা কয়েকশ থেকে কয়েক হাজার পর্যন্ত হতে পারে।[১] গ্রাম ইউনিয়ন পরিষদের একটি নির্বাচনী একক, যেখান থেকে একজন ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচিত হন। সাধারণত একটি গ্রামকে একটি ওয়ার্ড হিসাবে মনোনীত করা হয় এবং প্রতিটি ইউনিয়ন নয়টি গ্রাম নিয়ে গঠিত।

১৯৯১ সালের আদমশুমারি অনুসারে, বাংলাদেশে ৬৮,০৩৮টি গ্রাম আছে ও গ্রামগুলিতে গড়ে ২৩২টি পরিবার রয়েছে।[১] বাংলাদেশের গ্রামীণ অঞ্চলগুলিতে (গ্রামগুলিতে) শহরাঞ্চলের তুলনায় জনসংখ্যার উচ্চহার এবং স্বাক্ষরতার নিম্নহার পরিলক্ষিত হয় - তবে এই ব্যবধানগুলি হ্রাস পাচ্ছে।[২] স্বাধীনতার পরে বাংলাদেশের গ্রামগুলি, অবকাঠামো এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের দিক দিয়ে অনুন্নত ছিল। প্রথাগত হস্তচালিত কৃষি ছিল অর্থনৈতিক ক্রিয়াকলাপের মূল। তবে, মানুষের উদ্ভাবনী দক্ষতা এবং প্রাণশক্তি ধীরে ধীরে গ্রামগুলিকে অর্থনৈতিক অগ্রগতির দিকে ধাবিত করছে।[৩]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সিরাজুল ইসলাম (২০১২)। "গ্রাম"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. "Bangladesh Statistics 2017" [বাংলাদেশ পরিসংখ্যান ২০১৭] (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯ 
  3. Briscoe, J. (অক্টো ২০০১)। "Two Decades of Change in a Bangladeshi Village" [একটি বাংলাদেশী গ্রামে দুটি দশকের পরিবর্তন] (ইংরেজি ভাষায়): ৩৮২৩–৩২২৮। 

বহিঃসংযোগ[সম্পাদনা]