উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/নুরুল হক নুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিচের আলোচনাটি নিন্মলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।

ফলাফল ছিল: রেখে দেয়া হলAshiq Shawon (আলাপ) ২০:০৮, ১৯ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নুরুল হক নুর[সম্পাদনা]

নুরুল হক নুর (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (লগ দেখুন)
(উৎস খুঁজুন: "নুরুল হক নুর" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

যদি কোটা সংস্কার আন্দোলন হিসেবে উল্লেখযোগ্য ধরা হয় সেক্ষেত্রে WP:SINGLEEVENT অনুসারে নিবন্ধটি কোটা সংস্কার আন্দোলনে পুনর্নির্দেশ করা উচিত। আর রাজনীতিবিদ হিসেবে নিবন্ধটি WP:POLITICIAN অনুসারে ডাকসুর সহসভাপতি হলেই উল্লেখযোগ্যতায় উত্তীর্ণ হয় না কারণ এটি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন যেখানে নিবন্ধের বিষয় সহ-সভাপতি হয়েছেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৩৩, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

সংগঠনের পদবী’র নাম সহ-সভাপতি হলেই গুরুত্ব বিবেচনায় এটাই সর্বোচ্চ পদ, আর ডাকসু তো বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলেই আলোচিত। এছাড়াও উনি ব্যাপকভাবে আলোচিত হয়েছেন এবং হচ্ছেন। শুধু সংগঠন এর বাইরেও ব্যক্তি হিসেবে উনার ব্যাপারে বেশ গুরুত্ব সহকারে আন্তর্জাতিক মিডিয়া সমূহ ও কাভার করছে। বিষয় টা পূনর্বিবেচনার জন্য আবেদন জানাচ্ছি এবং সক্রিয় উইকিপিডিয়ানদের এ ব্যাপারে মতামত প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। --NahidHossain (আলাপ) ০৭:৪৮, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
ডাকসুতে নির্বাচিত এবং সাম্প্রতিক সময়ে আলোচিত ব্যাক্তি হিসাবে উইকিপিডিয়ায় এই নিবন্ধটি রাখার পক্ষে মতামর জানাচ্ছি। Jubair Sayeed Linas (আলাপ) ১০:৩৭, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Jubair Sayeed Linas: কোন নীতিমালার আলোকে? ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:১৭, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
WP:SINGLEEVENT এই নীতিমালার আলোকে দুইটি ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা সাপেক্ষে। Jubair Sayeed Linas (আলাপ) ১৬:১০, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
অপসারণের কারণ হিসেবে উল্লেখিত দুইটি নীতিমালার আলোকেই এই নিবন্ধ অপসারণের জন্য যথেষ্ট।--রাফায়েল রাসেল (আলাপ) ১১:৩১, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
গুরুত্বতা দাবী করে না অর্থাৎ, উইকিপিডিয়ায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব নন! - Suvray (আলাপ) ১২:০৭, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
রাখুন, যদিও আলোচিত হওয়া উল্লেখযোগ্যতা নয়, তথাপি একই সময়ে এককভাবে বিশ্ব মিডিয়ায় এতো আলোচিত যে, অপসারণ না করাই উচিত।- কায়সার আহমাদ (আলাপ) ১৩:৫৬, ১৫ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
খুব আলোচিত হলেই উইকিপিডিয়ায় সে বিষয়ে নিবন্ধ রাখতে হবে এমন নয়। বাংলাদেশে প্রায় যে কোনো বিষয়ই "গুরুত্ব সহকারে আলোচিত" হতে দেখা যায়। কোনো বিষয়ে অনেক সংবাদ ছাপা হলেই তার উল্লেখযোগ্যতা প্রতিষ্ঠিত হচ্ছে বিষয়টি এভাবে মাপা উচিৎ নয়। উইকিপিডিয়া সংবাদ মাধ্যম নয়। প্রতিটি স্বতন্ত্র বিষয়কে সে বিষয়ের মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে। সে সব বিবেচনায় এই নিবন্ধ উইকিতে থাকার যোগ্যতা অর্জন করে না। ~মহীন (আলাপ) ১৬:০৫, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন হয়েছে। দেশিয় শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাসে ডাকসু একটি উল্লেখযোগ্য সংগঠন। এ সংগঠনের সহ-সভাপতি সর্বোচ্চ পদ। পদ হিসেবেই শুধু নয় একজন সফল আন্দোলনের আহবায়ক হিসেবে তার নিবন্ধটি রাখা উচিত। জীবিত ব্যাক্তি হিসেবে তার নিবন্ধটি তার স্বার্থ সংরক্ষণ বা বিজ্ঞাপন ক্যাটাগরিতে ভাবা ঠিক হবে না বলে মনে করছি। সর্বোপরি নুরুল হক নুর এর নিবন্ধটি রাখার পক্ষে আমি। --Delwar ২০:২০, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)

উল্লিখিত নীতিমালা অনুযায়ী ব্যক্তি হিসেবে অনুল্লেখযোগ্য। ঘটনা হিসেবে নির্বাচনের গুরুত্ব আর ব্যক্তিগুরুত্ব এক না। অপসারণযোগ্য। — অংকন (আলাপ) ১৭:০৪, ১৩ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
  • রাখুন। নুরুল হক বাংলাদেশের ইতিহাসে শেষ তিন দশকের সবচেয়ে আলোচিত ছাত্রনেতা। ইতোমধ্যে সে বাংলা উইকিপিডিয়ায় ট্রেন্ডিং-এ আছে। বাংলাদেশের প্রতিটি দৈনিক, প্রতিটি টিভি ও রেডিও চ্যানেল প্রতিটি দিনের প্রতিটি ঘণ্টা তার কাজকর্ম প্রচার করছে। ইংরেজি উইকিপিডিয়ায় এর চেয়ে অনেক অনেক কম গুরুত্বপূর্ণ ছাত্র ব্যক্তিত্বদের ওপর নিবন্ধ আছে; যেমন, Sarah Chadwick, Jaclyn Corin], Ryan Deitsch, Alfonso Calderon (activist), Emma González, en:David Hogg, en:Cameron Kasky, en:Alex Wind ইত্যাদি। আমাদের এই এক সাংস্কৃতিক হীনম্মন্যতা, যে নিজেরাই নিজেদের পায়ে কুড়ল মারবে। একটু বুঝুন, নুরুল হক ডাকসুর ভিপি হওয়ার আগেই সে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। বাংলাদেশের বর্তমান দশকের ইতিহাস আলোচনায় শাহবাগ আন্দোলনের মতো কোটা সংস্কার আন্দোলন অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে হাজির থাকবে। সে আন্দোলনের নেতা হিসেবে ইতিহাস তাকে স্মরণ করবে। নুরুল হকের উপর আজ হোক কাল হোক নিবন্ধ যুক্ত হবেই। ধন্যবাদ। - St.teresa (আলাপ) ০২:৪০, ১৪ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
উইকিপিডিয়ার নীতিমালা অনুসারেই নুরুল হকের ওপর নিবন্ধ অত্যন্ত যুক্তিযুক্ত। WP:SINGLEEVENT অনুসারেই "ঘটনা এবং ব্যক্তি উভয় সংশ্লিষ্ট সংবাদ যদি গণমাধ্যমে বাড়তে থাকে তবে আলাদা আলাদা নিবন্ধ তৈরি করাই যুক্তিযুক্ত।" অধিকন্তু WP:POLITICIAN অনুসারে, "অধিক গুরুত্বপূর্ণ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি তাৎপর্যপূর্ণ প্রচার পেয়েছেন।" বাংলাদেশের প্রতিটি দৈনিক, প্রতিটি টিভি ও রেডিও চ্যানেল প্রতিটি দিনের প্রতিটি ঘণ্টা তার কাজকর্ম প্রচার করছে। এমনকি শুধুমাত্র বহুল প্রচারের কারণেও বাংলাদেশের নৃতাত্ত্বিক ও সামাজিক গবেষণায় নুরুল হক উল্লেখযোগ্য হয়ে থাকবে। অধিকন্তু নুরুল হক শুধু একটা ঘটনা না বেশ কয়েকটি ঘটনার সাথে সম্পৃক্ত। তাই কোন নীতিমালা অনুসারেই অপসারণ যোগ্য নয়। আমাদের এই এক সাংস্কৃতিক হীনম্মন্যতা, আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাদ দিয়ে পশ্চিমা অগুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে নিবন্ধ লিখি, যাদের বাংলা উইকিপিডিয়ায় কেউ খোঁজে না। আর যে সব বাঙালিদের খোঁজে, তাদের আমরা হীনম্মন্যতায় হোক কিংবা ঈর্ষাকাতরতায় হোক বাংলা উইকিপিডিয়ায় জায়গা দেই না। বাংলা উইকিপিডিয়ায় যেহেতু ট্রেন্ডিং-এ আছে তাই নুরুল হকের ওপর নিবন্ধটিকে অপসারণ না করে আমাদের উন্নয়ন করা উচিত। ধন্যবাদ। - St.teresa (আলাপ) ০৪:০৭, ১৪ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
  • WP:SINGLEEVENT এর নীতিমালায় দেখলাম কোন ইভেন্ট এর জন্য কেউ পরিচিত হলে মূলত ইভেন্ট টাকে প্রমোট করার জন্য একটা নিবন্ধই থাকতে হবে। তবে ব্যক্তি আলাদা করে মিডিয়া কাভারেজ বা প্রচারিত হলে আলাদা পাতা করাই যক্তিযুক্ত। ইনি তো শুধু একটা ইভেন্ট এ মাত্র কয়েক মাস প্রচারিত হয়েছেন তা তো না, প্রায় গত তিন বছর ধরে তিনি আলোচিত হয়েছেন। তাও আবার দেশের কেন্দ্রীয় ঘটনায় আলোচিত। আমি এভাবে নীতিমালা পড়ে তারপর পাতা শুরু করিনি। আমার কাছে পরিস্কারভাবেই উল্লেখযোগ্য মনে হয়েছিলো। তবে এখন আলোচনা ওঠায় নীতিমালা সমূহ আবার পড়ে মনে হলো উনি অবশ্যই উল্লেখযোগ্যতা অর্জন করেছেন। --NahidHossain (আলাপ) ১৬:৫২, ১৪ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
  • রেখে দিন। ব্যক্তি কোটা সংস্কার আন্দোলন, ডাকসু নির্বাচন মিলিয়ে উল্লেখযোগ্য। প্রস্তাবনায় বলা হয়েছে “এটি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন যেখানে নিবন্ধের বিষয় সহ-সভাপতি”, এখানে বলতে চাই ডাকসুর সভাপতি (পদাধিকার বলে উপাচার্য) নির্বাচন ছাড়াই নির্বাচিত হন, ফলে ছাত্র সংসদের নির্বাচনের মূল ব্যক্তিই হলেন সহ-সভাপতি। ব্যক্তি WP:POLITICIAN-এর ২ নং পূরণ করে, কারণ ব্যক্তি উল্লেখযোগ্য ছাত্রনেতা হিসেবে তাৎপর্যপূর্ণ প্রচার পেয়েছেন। এইসব বাদ দেই, যদি শুধু WP:উল্লেখযোগ্যতার সাধারণ সূচক ধরি, যা হল যদি কোন বিষয় বিষয়বস্তুর স্বাধীনতা আছে এমন নির্ভরযোগ্য উৎসে তাৎপর্যপূর্ণ প্রচার পায় তবে ধরে নেওয়া হয় বিষয়টি উইকিপিডিয়াতে একটি স্বয়ংসম্পূর্ণ নিবন্ধ হবার যোগ্যতা রাখে, তবেও ব্যক্তির নিবন্ধ থাকতে পারেন। ব্যক্তিকে নিয়ে তাৎপর্যপূর্ণ প্রচার আছে? হ্যাঁ, শত শত নিয়মমাফিক সংবাদ বাদ দিয়ে বিবিসির এই, ইনকিলাবের এই, নয়া দিগন্তএর এই, যুগান্তরের এই প্রতিবেদনগুলি ধরি। এগুলি নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ প্রচার (হল বিষয়টি সরাসরি এবং বিস্তৃতভাবে আলোচিত হয়েছে, ফলে কোন মৌলিক গবেষণা ছাড়াই বিষয়টি উপস্থাপন করা যেতে পারে), এগুলি নির্ভরযোগ্য, গৌণ বা মাধ্যমিক স্তরের সূত্র ও এগুলির বিষয়বস্তুর স্বাধীনতা আছে। সুতরাং ইত্যাদি মিলিয়ে আমি নিবন্ধটি রাখার জন্য মত দিচ্ছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩১, ১৪ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

রেখে দেওয়াই যৌক্তিক। কারণ নুরুল হক কোটা সংস্কার ও ডাকসুর কারণে আলোচিতে হলেও বর্তমানে তিনি নিজেই আলোচনার বিষয়বস্তু, যেহেতু ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ পদে তিনিই একমাত্র অরাজনৈতিক সংগঠন থেকে নির্বাচিত নেতা। আর ডাকসু 'কেবল একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ' নয়, বাংরাদেশের প্রেক্ষাপটে এটি তার চেয়ে বেশি গুরুত্ব রাখে। তালহা (আলাপ) ০৩:২১, ১৫ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ডাকসুর ভিপি বা খুব আলোচিত, এই সব যুক্তি উল্লেখযোগ্যতা প্রমাণে যথেষ্ট নয়। ডাকসুর ভিপি হিসেবে যদি তিনি উল্লেখযোগ্য হন, তাহলে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় বা কলেজের ভিপি উল্লেখযোগ্য বলে বিবেচিত হবেন। এটি কি আদৌ সমর্থনযোগ্য? মোটেও না। অন্যদিকে বাংলাদেশে বিভিন্ন সময়, বিভিন্ন মানুষ নান কারনে আলোচিত বা ভাইরাল হয়। তাই বলে কি সবার নামে নিবন্ধ থাকতে হবে? সেটিও নিশ্চয় সমর্থনযোগ্য নয়। এখন আসি কোটা সংস্কার আন্দোলনের কথায়, এই আন্দোলন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘ সময় ধরে চলা এই আন্দোলনে নুরের নেতৃত্ব অন্যরকম একটি মাত্রা যোগ করেছিল এবং তিনি আন্দোলনের সময় বা পরবর্তিতে যথেষ্ট আলোচিত ছিলেন এবং আছেন। তাই একটি ঘটনার জন্য কেবল উল্লেখযোগ্য ব্যক্তি বা তাৎপর্যপূর্ণ প্রচার এই দুই শর্তই এই নিবন্ধ পূরণ করতে পেরেছে বলে মনে করি। তাই নিবন্ধ আপসারণে  বিরোধিতা।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৬:৪০, ১৬ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
* রাখুন ডাকসুর ভিপি হিসেবে উইকিপিডিয়াতে থাকার মতো উল্লেখযোগ্য না হলেও, কোটা সংষ্কার আন্দোলনে তিনি ব্যাপক ভাবে আলোচিত হয়েছেন। সেই হিসেবে তিনি দেশের ইতিহাসের অন্যতম একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। কেবল কোটা আন্দোলনের খবরেই তিনি উপস্থিত হননি, তিনি নিজেই এর বাইরে যথেস্ট আলোচিত হয়েছেন। তাঁকে কেন্দ্র করে অনেক ঘটনার সৃষ্টি হয়েছে। মোটকথা তিনি অনেক সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তাই নিবন্ধটি রাখার জন্য মতামত দিচ্ছি। Shahidul Hasan Roman (আলাপ) ১৮:৪৩, ১৬ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন মন্তব্য উপযুক্ত আলোচনার পাতায় করা উচিত (যেমন নিবন্ধের আলাপ পাতায় বা অপসারণ পর্যালোচনার পাতায়), কিন্তু কোনোভাবেই এই আলোচনাটি সম্পাদনা করা উচিত নয়।