আলাপ:নালি (শারীরস্থান)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ল্যাকটিফেরাস = স্তন্যবাহী; Cystic = পিত্তস্থলিয় বা ়পিত্তস্থলির (Cyst = থলি, এক্ষেত্রে পিত্তস্থলি); hepatic duct = যকৃতীয় নালি ; Common bile Duct = "সাধারণ পিত্ত নালি " ব্যবহার হলেও নামের সাধারণ অংশটা misleading. সাধারণ মানে পিত্তস্থলির ও যকৃতীয় নালির মিলিত নালি। unfortunately উইকিপিডিয়াতে পরিভাষা তৈরি করার সুযোগ নেই। মিলিত বা সম্মিলিত পিত্ত নালি করতে পারা গেলে better হত। কেউ কি এরকম পরিভাষা শুনেছেন? Ejaculatory duct = ক্ষেপণ নালি = শুনতে ভালই। আগে শুনিনি। কিন্তু মানে চমতকার বোঝা যাচ্ছে। কোথায় এই পরিভাষা ব্যবহার হয়েছে? স্যালিভা= লালা; অগ্নি + আশয়= অগ্ন্যাশয়, অগ্নাশয় নয়। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ২২:২০, ৩১ আগস্ট ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

ক্ষেপণ নালি - বাংলা জীববিজ্ঞান বইয়ে পাওয়া গেছে। আর এই অর্থ বা পরিভাষাগুলো নিয়ে উইকিপিডিয়া আলোচনা:চিকিৎসাবিজ্ঞান পরিভাষা পাতায় আলোচনা করলে ভালো হয়। ওখানে ইতিমধ্যেই প্রচুর্ আলোচনা হয়েছে। ওখানে আপনার মত আশা করছি।--তানভির (আলাপ | অবদান) ২২:২৬, ৩১ আগস্ট ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
Enzyme = উৎসেচক (চিকিৎসাবিজ্ঞান পরিভাষাতেও যোগ করা হল । উৎসেচকের আলাদা পাতাও আছে)। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৫:০৬, ১ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]