আতাইকুলা থানা

স্থানাঙ্ক: ২৪°১′৪২″ উত্তর ৮৯°২৪′১৯″ পূর্ব / ২৪.০২৮৩৩° উত্তর ৮৯.৪০৫২৮° পূর্ব / 24.02833; 89.40528
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আতাইকুলা
থানা
আতাইকুলা বাংলাদেশ-এ অবস্থিত
আতাইকুলা
আতাইকুলা
বাংলাদেশে আতাইকুলা থানার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১′৪২″ উত্তর ৮৯°২৪′১৯″ পূর্ব / ২৪.০২৮৩৩° উত্তর ৮৯.৪০৫২৮° পূর্ব / 24.02833; 89.40528 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাপাবনা জেলা
প্রতিষ্ঠা২০০১ ইং
আসনপাবনা ০১,০৪,০৫ আসন
আয়তন
 • মোট১৮৫.০৯ বর্গকিমি (৭১.৪৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
 • মোট২,২০,০০০ প্রায়
সাক্ষরতার হার
 • মোট৬০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৬৮০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

আতাইকুলা থানা পাবনা জেলার একটি প্রশাসনিক এলাকা।

অবস্থান[সম্পাদনা]

আতাকুলা থানাটি পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা বাজারের পশ্চিমে অবস্থিত।আতাইকুলা থানার পুর্বে সাঁথিয়া উপজেলা,উত্তরে আটঘরিয়া উপজেলা,পশ্চিমে পাবনা সদর উপজেলা,দক্ষিণে সুজানগর উপজেলা

ইতিহাস[সম্পাদনা]

ভৌগোলিক অবস্থানগত কারনে উত্তরাঞ্চলের পাবনা জেলা একটি উচু ও সমতল এলাকা। ইছামতি নদী এই এলাকার মধ্য দিয়ে প্রবাহিত ও ঢাকা-পাবনা মহাসড়কের সাথে দীর্ঘ ৮ কিঃ মিঃ জুড়ে অবস্থিত। আতাইকুলা থানা যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ন একটি গুরুত্বপুর্ন এলাকা। এক সময়ে অত্র এলাকায় অসংখ্য খাল বিল বা জান ছিল। ইছামতি নদীর তীরে গড়ে ওঠা এই এলাকা একটি ঐতিহ্যবাহী হিসাবে বিবেচিত । প্রথম থেকে আজ পর্যন্ত অাতাইকুলা থানায় শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।তাছাড়া বর্তমানে এই থানায় প্রচুর সবজির আবাদ হয়।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

আতাইকুলা থানা ৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত। তার মধ্যে পাবনা সদর উপজেলার ২ টি,সাঁথিয়া উপজেলার ২ টি এবং আটঘরিয়া উপজেলা র ১ টি ইউনিয়ন নিয়ে এই থানা গঠিত। ইউনিয়ন গুলো হলঃ

  1. আতাইকুলা ইউনিয়ন
  2. আর-আতাইকুলা ইউনিয়ন
  3. ভুলবাড়িয়া ইউনিয়ন
  4. সাদুল্লাপুর ইউনিয়ন
  5. লক্ষীপুর ইউনিয়ন

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

আতাইকুলা হতে পাবনা জেলা শহরের দুরুত্ব ২০ কিলোমিটার। বিভাগীয় শহর রাজশাহীর দুরুত্ব ১২২ কিলোমিটার। সড়ক পথে রাজধানী ঢাকা'র দূরত্ব ২২০ কিলোমিটার এবং আরিচা - কাজিরহাট হয়ে এই দুরুত্ব ১৩০ কিলোমিটারে। এছাড়াও আতাইকুলা হতে সকল ইউনিয়নের দুরুত্ব ১০ কিলোমিটারের মধ্যে।

রাস্তাঘাট: ৭০% পাকা,২০% আধা পাকা,১০% কাঁচা রাস্তাঘাট রয়েছে।

অর্থনীতি[সম্পাদনা]

আতাইকুলা থানার ৮০% লোক কৃষি কাজ করে,১০% বস্ত্রশিল্পের,এবং বাকি ১০% অন্যান্য পেশায় জীবিকা নির্বাহ করে।

আর্থিক প্রতিষ্ঠান[সম্পাদনা]

আতাইকুলা থানা অন্তর্গত এলাকায় বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। তারমধ্যে উল্যেখযোগ্য হলো, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক , ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং, বেসরকারি ব্যাংক এনজিও যেমন, আশা, গ্রামীণ ব্যাংক ইত্যাদি। এছাড়াও যেকোন ধরনের মোবাইল ব্যাংকিং সুবিধা রয়েছে এখানে।

হাটবাজার[সম্পাদনা]

সরাডাঙ্গী নতুন হাট, আতাইকুলা হাট, মাধপুর হাট, ভুলবাড়িয়া হাট,লক্ষীপুর বাজার ইত্যাদি উল্লেখযোগ্য।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

সরাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরাডাঙ্গী ফাযিল মডেল মাদ্রাসা, আতাইকুলা উচ্চ বিদ্যালয়, আতাইকুলা মাধপুর আমেনা খাতুন ডিগ্রি কলেজ, কুচিয়ামোড়া সুধীররকুমার উচ্চ বিদ্যালয় ও কলেজ উল্লেখযোগ্য।

স্বাস্থ্যসেবা[সম্পাদনা]

আতাইকুলা মিশন হাসপাতাল

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]


তথ্যসূত্র[সম্পাদনা]