আলাপ:দরজি পাখি টুনটুনি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাম পরিবর্তন[সম্পাদনা]

বাংলাপিডিয়ায় এই পাখিকে পাতি টুনটুনি বলা হয়েছে। ইংরেজিতে টুনটুনিকে বলা হয় tailor bird বা দর্জি পাখি। ফলে দরজি পাখি বা টুনটুনি একই পাখি। এই নিবন্ধের নাম তাই \পাতি টুনটুনি করার প্রস্তাব করছি।--মাসুম-আল-হাসান (আলাপ) ১০:৩০, ১০ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আমার আপত্তি নাই। নিবন্ধ প্রণেতার বক্তব্যও প্রয়োজন, @Sumasa: ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:০৫, ১০ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

শিরোনামে বাংলা সাহিত্যকে মান্যতা দিন[সম্পাদনা]

উইকিনমস্কার,
ইংরেজি সাহিত্যে যখন টুনটুনিকে 'টেলর বার্ড' বলা হয়েছে, তখন বাংলাতেও আমরা টুনটুনিকে 'দরজি পাখি' বললে আপত্তি কেন? শুধু তাই-ই নয়, নিবন্ধের পাঠ্যাংশেও বিষয়টা বলা হয়েছে যে, গাছের কয়েকটা পাতাকে দরজির মতো সেলাই করে বাসা তৈরি করে এই পাখি। আক্ষরিক অর্থেই টুনটুনিকে 'দরজি পাখি' ছাড়া ভাবা যায় কী? শিশুদের 'টুনটুনি' রচনা লিখতে দিলে তারাও একে 'দরজি পাখি' লেখে। এই সব কথা ভেবেই শিরোনাম ঠিক করেছিলাম। এতদিন পর 'দরজি'কে 'পাতি' বানানোর চেষ্টা কেন বুঝলাম না!
ধন্যবাদসহ, Sukan sukan (আলাপ) ১৪:২০, ১০ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]