বিষয়বস্তুতে চলুন

বিক্রম সিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেনারেল

বিক্রম সিং

পিভিএসএম, ইউওয়াইএসএম, এভিএসএম, এসএম, ভিএসএম, এডিসি
লেফটেন্যান্ট-জেনারেল থাকাকালীন বিক্রম
আনুগত্য ভারত
সেবা/শাখা ভারতীয় সেনাবাহিনী
কার্যকাল১৯৭২-২০১৪[]
পদমর্যাদা জেনারেল
ইউনিটশিখ লাইট ইনফ্যান্ট্রি
নেতৃত্বসমূহ ইস্টার্ন কমান্ড
১৫ কোর (ভারত)
কঙ্গোতে ইস্টার্ন ডিভিশন
১০ম পদাতিক ডিভিশন
রাষ্ট্রীয় রাইফেলস সেক্টর
পুরস্কারপরম বিশিষ্ট সেবা পদক
অতি বিশিষ্ট সেবা পদক
বিশিষ্ট সেবা পদক
উত্তম যুদ্ধ সেবা পদক
সেনা পদক
লেজিয়ন অব মেরিট
দাম্পত্য সঙ্গীসুরজিৎ কর

বিক্রম সিং ভারতীয় সেনাবাহিনীর একজন জেনারেল ছিলেন যিনি ৩১ মে ২০১২ থেকে ৩১ জুলাই ২০১৪ মেয়াদে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনী প্রধান হওয়ার আগে বিক্রম ইস্টার্ন কমান্ডের অধিনায়ক ছিলেন। শিখ হিসেবে বিক্রম দ্বিতীয় জেনারেল (যোগীন্দার যশবন্ত সিং এর পর) যিনি সেনাপ্রধানের পদ পর্যন্ত আসতে পেরেছিলেন। বিক্রম সেনাবাহিনী প্রধান থাকাকালীন তিন সেনাস্টাফ প্রধানদের সভার সভাপতিত্বও করেন।[]

সামরিক জীবন

[সম্পাদনা]

১৯৭২ সালের ৩১ মার্চ বিক্রম শিখ লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টে কমিশনপ্রাপ্ত হন, তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমী'তে ৪০তম ব্যাচে প্রশিক্ষণরত ছিলেন।[] বিক্রম পদাতিক বিদ্যালয়ে 'সেরা পদাতিক তরুণ কর্মকর্তা' হওয়ার গৌরব অর্জন করেছিলেন; এছাড়া তিনি কমান্ডো কোর্স এবং ট্যাকটিক্স কোর্সেও ভালো ফলাফল করেন। পদাতিক বিদ্যালয়ে পরে তিনি প্রশিক্ষক হয়ে যান।

হায়ার কমান্ড কোর্স করার পর তিনি সেনাসদরে সামরিক অভিযান পরিদপ্তরে পরিচালক হিসেবে যোগ দেন; কার্গিল যুদ্ধ চলাকালীন বিক্রম ঐ নিয়োগে থেকে সেনাবাহিনীর মূল মুখপাত্র হিসেবে কাজ করেন।

ইস্টার্ন কমান্ডের কমান্ডার হওয়ার আগে বিক্রম লেফটেন্যান্ট-জেনারেল পদবীতে সেনাসদরে স্টাফ ডিউটিস এর প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Know your new army chief, General Bikram Singh"ndtv.com। ৩১ মে ২০১২। ১ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১২ 
  2. "Chief of the Army Staff"। indianarmy.nic.in। সংগ্রহের তারিখ ১ জুন ২০১২ 
  3. "Chiefs of Staff"। National Defence Academy। ১৫ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১২ 
  4. "Bikram Singh assumes charge as new Army chief"The Times of India