বিজয় কুমার সিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেনারেল বিজয় কুমার সিং
জন্ম১০ মে ১৯৫১
খাড়কি সামরিক হাসপাতাল, পুনে, ভারত
আনুগত্য ভারত
সেবা/শাখাভারতীয় সেনাবাহিনী
কার্যকাল১৯৭০- ২০১২
পদমর্যাদাজেনারেল
ইউনিট২য় রাজপুত রেজিমেন্ট
নেতৃত্বসমূহভারতের রাষ্ট্রপতির এডিসি
কর্নেল অব দ্যা রাজপুত রেজিমেন্ট
অনারারী কর্নেল অব ব্রিগেড অব গার্ডস
পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের কমান্ডার
২ কোর-এর কমান্ডার
রাষ্ট্রীয় রাইফেলস এর জেনারেল অফিসার কমান্ডিং
একটি পদাতিক ব্রিগেডের কমান্ডার
২য় রাজপুত রেজিমেন্টের অধিনায়ক
যুদ্ধ/সংগ্রামভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৭১,
অপারেশন পবন
পুরস্কারপরম বিশিষ্ট সেবা পদক
অতি বিশিষ্ট সেবা পদক
যুদ্ধ সেবা পদক

বিজয় কুমার সিং ভারতীয় সেনাবাহিনীর একজন জেনারেল ছিলেন। তিনি ভারতের ২৪তম সেনাপ্রধান ছিলেন।[১] তিনি ছিলেন প্রথম সেনা কমান্ডো যিনি সেনাপ্রধানের পদ ছুঁতে পেরেছিলেন, ভারতের সরকারকে প্রশ্নবিদ্ধ করা এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করানো বিজয়ই ছিলেন প্রথম কর্মরত সেনা সদস্য।

পূর্ব জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

বিজয় পুনের একটি সামরিক হাসপাতালে ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন, তার গ্রামের বাড়ি হরিয়ানা প্রদেশের ভিওয়ানি জেলাতে। তার বাবা সেনাবাহিনীরই কর্নেল ছিলেন এবং দাদা ছিলেন ঊর্ধ্বতন জেসিও।[২] বিজয় রাজস্থান প্রদেশের পিলানি এর 'বিরলা পাবলিক স্কুল'এ পড়েন।[৩]

সামরিক জীবন[সম্পাদনা]

১৯৭০ সালের ১৪ই জুন বিজয় রাজপুত রেজিমেন্টের ২য় ব্যাটেলিয়নে কমিশন পান। পরবর্তী জীবনে বিজয় এই ইউনিটের অধিনায়ক হতে পেরেছিলেন।[৪]

তামিলনাড়ুর ওয়েলিংটন সেনানিবাস থেকে স্টাফ কোর্স, যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর পদাতিক বিদ্যালয় থেকে পদাতিক কর্মকর্তা বিষয়ক কোর্স, রেঞ্জার্স কোর্স এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনী ওয়ার কলেজ থেকে ডিগ্রী নিয়েছিলেন বিজয়।[৫]

বিজয় কাউন্টার ইনসার্জেন্সী অপারেশন্স এবং পাহাড় সামরিক অভিযানে অনেক দক্ষ ছিলেন। ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৭১ চলাকালীন তিনি লেফটেন্যান্ট ছিলেন। তার জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব ছিলো, যেমনঃ

  • সেনাবাহিনী সদর দপ্তরে মিলিটারি অপারেশন্স পরিদপ্তরে নিয়োগপ্রাপ্তি।
  • একটি কোরের ব্রিগেডিয়ার জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন, এই দায়িত্ব পালনকালে 'অপারেশন পরাক্রম' চলছিলো, ২০০১ সালে ভারতের পার্লামেন্টে পাকিস্তানের মুসলিমদের হামলার জবাবে ভারতীয় সেনাদেরকে পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হয়েছিলো।
  • দুটি কোরের কমান্ডার ছিলেন জেনারেল বিজয়, ২ কোর এবং ১১ কোর
  • ভুটানে সামরিক প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন তিনি।

কাউন্টার ইনসার্জেন্সী অপারেশনে দক্ষতার জন্য তাকে 'অতি বিশিষ্ট সেবা পদক' দেয়া হয়েছিলো।[৬]

২০১০ সালের ৩১শে মার্চ বিজয় ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ নিয়োগ সেনাপ্রধান এ আসীন হন, প্রথম সেনা কমান্ডো হিসেবে ভারতীয় সেনাবাহিনীর প্রথম প্রধান হিসেবে বিজয় স্মরণীয় থাকবেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Gen. V.K. Singh to retire today"। New Delhi: The Hindu। ৩১ মে ২০১২। সংগ্রহের তারিখ ২০১২-০৬-০৬ 
  2. "Lt Gen V K Singh named next Army Chief"। deccanherald.com। ২২ জানুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২৬ 
  3. Mohan, Raman (২৪ জানুয়ারি ২০১০)। "Bapoda village basks in Gen VK Singh's glory"। Chandigarh: The Tribune। সংগ্রহের তারিখ ২০১০-০৪-০৩ 
  4. Dutta, Sujan (৩০ জুলাই ২০১১)। "Generation shift in air force"The Telegraph। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২৬ 
  5. "Gen VK Singh battles odds, becomes 26th army chief"। DNA। ৩১ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২৬ 
  6. "Gen. V.K. Singh is new Chief of the Army Staff"The Hindu। ১ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২৬