বিপিন চন্দ্র জোশী
জেনারেল বিপিন চন্দ্র জোশী পিভিএসএম, এভিএসএম, এডিসি | |
---|---|
![]() | |
জন্ম | ৫ ডিসেম্বর ১৯৩৫[১] উত্তরখণ্ড, ভারত |
মৃত্যু | ১৯ নভেম্বর ১৯৯৪ দিল্লী সামরিক হাসপাতাল | (বয়স ৫৮)
আনুগত্য | ![]() |
সার্ভিস/ | ভারতীয় সেনাবাহিনী |
কার্যকাল | ১৯৫৪-১৯৯৪ |
পদমর্যাদা | ![]() |
নেতৃত্বসমূহ | ![]() |
পুরস্কার | ![]() ![]() |
বিপিন চন্দ্র জোশী ভারতীয় সেনাবাহিনীর একজন জেনারেল ছিলেন, তিনি ১৭তম ভারতীয় সেনাবাহিনী প্রধান হিসেবে ১৯৯৩ থেকে তার মৃত্যু পর্যন্ত (১৯৯৪) ছিলেন। তার জন্ম উত্তরখণ্ডের পিতোরাগড়ে।
কর্মজীবন[সম্পাদনা]
- ১৯৫৪ সালের ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনীর সাঁজোয়া শাখায় কমিশন লাভ।
- ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে একটি সাঁজোয়া রেজিমেন্টের অধিনায়কত্ব।[২]
- অস্ট্রেলিয়াতে সামরিম উপদেষ্টা হিসেবে ১৯৭৩ সালের মে থেকে অক্টোবর ১৯৭৬।
- একটি কোর সদরে ব্রিগেডিয়ার জেনারেল স্টাফ।
- একটি স্বতন্ত্র সাঁজোয়া ব্রিগেড এবং একটি পদাতিক ডিভিশনের অধিনায়কত্ব।
- পূর্বাঞ্চলে একটি কোরের অধিনায়কত্ব।
- সাউদার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চীফ (সর্বাধিনায়ক)।
- সেনাবাহিনী সদর দপ্তরে সমর পরিকল্পনা পরিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক এবং সামরিক অভিযান পরিদপ্তরের মহাপরিচালক।
- আর্মার্ড কোর কেন্দ্র এবং বিদ্যালয়ে তিনবার তিনপ্রকারের প্রশিক্ষক হিসেবে বদলী।
- কলেজ অব কমব্যাটে স্টাফ অফিসার।
- সেনাপ্রধান হবার পর ৬৪ ক্যাভালরির কর্নেল অব দ্যা রেজিমেন্ট
মৃত্যু[সম্পাদনা]
হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে জেনারেল বিপিন চন্দ্র ১৯৯৪ সালের ১৯ নভেম্বর দিল্লীর সামরিক হাসপাতালে মারা যান।[৩] ১৯৯৫ সালে তার অবসরে যাওয়ার কথা ছিলো। আজ পর্যন্ত ভারতের তিনিই একমাত্র সেনাপ্রধান যিনি চাকুরীরত অবস্থায় মারা যান।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Abidi, S. Sartaj Alam; Sharma, Satinder (২০০৭)। Services Chiefs of India (ইংরেজি ভাষায়)। Northern Book Centre। পৃষ্ঠা 81। আইএসবিএন 9788172111625। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৭।
- ↑ "CHIEFS OF THE INDIAN ARMY"। bharat-rakshak.com। ২০ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Gen. Bipin Chandra Joshi, Indian Army Chief, 59"। NY times। ১৯ নভেম্বর ১৯৯৪। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১০।