সিরাত জাহান স্বপ্না

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিরাত জাহান স্বপ্না
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মোসাম্মাত সিরাত জাহান স্বপ্না
জন্ম (2001-04-10) ১০ এপ্রিল ২০০১ (বয়স ২২)
জন্ম স্থান রংপুর, বাংলাদেশ
উচ্চতা ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)
মাঠে অবস্থান ফরোয়ার্ড
ক্লাবের তথ্য
বর্তমান দল
বসুন্ধরা কিংস মহিলা
জার্সি নম্বর ২৭
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০২০– বসুন্ধরা কিংস ১১ (১৩)
জাতীয় দল
২০১৮– বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ (৯)
২০১৬– বাংলাদেশ ১৮ (৫)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৯ ডিসেম্বর ২০২০ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২০ মার্চ ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক।

মোসাম্মাত সিরাত জাহান স্বপ্না (জন্ম: ১০ এপ্রিল ২০০১) একজন বাংলাদেশের মহিলা ফুটবল খেলোয়াড়, যিনি বসুন্ধরা কিংস মহিলা দলে এবং বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের হয়ে ফরোয়ার্ড হিসাবে খেলেন। পূর্বে, তিনি রংপুরের পলচারা সরকারি উচ্চ বিদ্যালয় দলেও খেলেছেন।

২০১৬ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি বাংলাদেশ দলের পক্ষে তিনি ৪০ মিনিটের সময় একটি গোল করেন।[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

সিরাত জাহান স্বপ্নার জন্ম ২০০১ সালের ১০ এপ্রিল তারিখে রংপুরে[২]

সম্মাননা[সম্পাদনা]

ক্লাব[সম্পাদনা]

বসুন্ধরা কিংস মহিলা

আন্তর্জাতিক[সম্পাদনা]

রানার-আপ : ২০১৬
ব্রোঞ্জ : ২০১৬
বিজয়ী (১): ২০১৮
বিজয়ী ট্রফি ভাগাভাগি (১): ২০১৯

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Women's SAFF Championship: India beat Bangladesh 3-1 in final - Firstpost"Firstpost (ইংরেজি ভাষায়)। ২০১৭-০১-০৪। সংগ্রহের তারিখ ২০১৭-০১-০৫ 
  2. Hoque, Shishir (২০১৬-০৯-০২)। "Meet our supergirls"Dhaka Tribune। Dhaka। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]