২০১৯ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | ![]() |
তারিখ | ১২-২২ মার্চ ২০১৯ |
দল | ৬ |
মাঠ | ১ (১টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | ![]() |
রানার-আপ | ![]() |
পরিসংখ্যান | |
ম্যাচ | ৯ |
গোল সংখ্যা | ৩৪ (ম্যাচ প্রতি ৩.৭৮টি) |
দর্শক সংখ্যা | ৩০,২০০ (ম্যাচ প্রতি ৩,৩৫৬ জন) |
শীর্ষ গোলদাতা | ![]() ![]() (উভয় ৪ গোল করে) |
সেরা খেলোয়াড় | ![]() |
ফেয়ার প্লে পুরস্কার | ![]() |
২০১৯ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ হল দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন কর্তৃক দক্ষিণ এশিয়ার জাতীয় মহিলা ফুটবল দলসমূহের জন্য আয়োজিত দ্বিবার্ষিক ফুটবল প্রতিযোগিতা সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ৫ম আসর। প্রতিযোগিতাটি ১৭-২৬ ডিসেম্বর ২০১৮ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু শ্রীলঙ্কা তাদের আয়োজকের দাবি প্রত্যাহার করলে, সময় পুনঃনির্ধারিত করা হয়। পরবর্তীতে ২০১৯ সালের ১২-২২ জানুয়ারি সময় নির্ধারণ করা হয় এবং নেপাল আয়োজক হতে আগ্রহ প্রকাশ করে। এবং শেষমেষ নির্ধারিত সময়ে নেপালে চ্যাম্পিয়নশিপে সমাপ্তি হয়। সমাপনী খেলায় ভারত ৩-১ গোলে নেপালকে পরাজিত করে শিরোপা অর্জন করে।
অংশগ্রহণকারী দল
[সম্পাদনা]পূর্ববর্তী চ্যাম্পিয়ন ভারত ও বাংলাদেশকে যথাক্রমে গ্রুপ বি ও গ্রুপে লড়ানো হয়েছে। গ্রুপ এ এর নেপাল প্রতিযোগিতার প্রথম তিনটি সংস্করণে দ্বিতীয় হয়, বাংলাদেশ চতুর্থ সংস্করণে দ্বিতীয় হয়েছিল পাকিস্তান ও ভুটান গ্রুপ পর্বে বিদায় নিয়েছিলো। গ্রুপ বি এর ভারত টানা প্রতিটি সংস্করণেই বিজয়ী হয়েছে। আফগানিস্তান ২০১৬ সালের সংস্করণে খেললেও ২০১৪ সালে সাফ থেকে কাফ এ যোগ দেওয়ায় তারা আর খেলতে পারবে না।
দেশ | উপস্থিতি | পূর্বের সেরা উপস্থাপন | ফিফা ক্রম ডিসে: ২০১৮ |
---|---|---|---|
![]() |
৫ম | ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৯) | চ্যাম্পিয়ন (62 |
![]() |
৫ম | ২০১০, ২০১২, ২০১৪, ২০১৯) | রানার্স আপ (108 |
![]() |
৫ম | ২০১৬) | রানার্স আপ (125 |
![]() |
৫ম | সেমি ফাইনাল (২০১৬) | 132 |
![]() |
৫ম | সেমি ফাইনাল (২০১২, ২০১৪) | n/a |
![]() |
৫ম | গ্রুপ পর্ব (২০১০,২০১২,২০১৪,২০১৬) | n/a |
পাকিস্তান ২০১৯ সালের সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ৫ম আসর থেকে তাদের নাম প্রত্যাহার করে নেয়।[১]
মাঠ
[সম্পাদনা]নেপালের ১ং প্রদেশের বিরাটনগরে অবস্থিত সহিদ রঙ্গশালায় ২০১৯ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের সকল খেলা আয়োজন করে।[২]
বিরাটনগর | |
---|---|
সহিদ রঙ্গশালা | |
ধারণক্ষমতা: ১০,০০০ | |
![]() |
গ্রুপ পর্ব
[সম্পাদনা]গ্রুপ পর্বের জন্য ড্র ২০১৮ সালের ১৩ নভেম্বর দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের প্রধান কার্যালয় ঢাকায় অনুষ্ঠিত হয়।[৩]
- সকল খেলা সহিদ রঙ্গশালা, বিরাটনগর, নেপালে অনুষ্ঠিত হয়।
- সকল সময় ইউটিসি+০৫:৪৫ অনুসারে।
গ্রুপ টেবিলের রঙের চাবি | |
---|---|
গ্রুপ বিজয়ী ও রানার্স-আপ দল সেমি-ফাইনালে যাবে |
গ্রুপ এ
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | অবস্থা |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
২ | ২ | ০ | ০ | ৬ | ০ | +৬ | ৬ | নকআউট পর্বে অগ্রসর |
২ | ![]() |
২ | ১ | ০ | ১ | ২ | ৩ | −১ | ৩ | |
৩ | ![]() |
২ | ০ | ০ | ২ | ০ | ৫ | −৫ | ০ |
গ্রুপ বি
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | অবস্থা |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
২ | ২ | ০ | ০ | ১১ | ০ | +১১ | ৬ | নকআউট পর্বে অগ্রসর |
২ | ![]() |
২ | ১ | ০ | ১ | ২ | ৫ | −৩ | ৩ | |
৩ | ![]() |
২ | ০ | ০ | ২ | ০ | ৮ | −৮ | ০ |
নকআউট পর্ব
[সম্পাদনা]- সকল সময় ইউটিসি+০৫:৪৫ অনুসারে।
সেমি-ফাইনাল | ফাইনাল | |||||
২০ মার্চ – বিরাটনগর | ||||||
![]() | ৪ | |||||
২২ মার্চ – বিরাটনগর | ||||||
![]() | ০ | |||||
![]() | ১ | |||||
২০ মার্চ – বিরাটনগর | ||||||
![]() | ৩ | |||||
![]() | ৪ | |||||
![]() | ০ | |||||
সেমি ফাইনাল
[সম্পাদনা]ফাইনাল
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Pakistan Withdraws Participation In 2019 SAFF Women's Championship ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে (nepal24hours)
- ↑ "Biratnagar to host SAFF Women's C'ship"। দ্য ডেইলি স্টার। ১৮ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯।
- ↑ "Nepal to take Bhutan in SAFF Championship Opener"। footcricnepal.com। footcricnepal। ১৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৮।