মাইকেল চ্যাপলিন (অভিনেতা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাইকেল চ্যাপলিন
Michael Chaplin
১৯৬১ সালে পরিবারের সাথে মাইকেল চ্যাপলিন
জন্ম
মাইকেল জন চ্যাপলিন

(1946-03-07) ৭ মার্চ ১৯৪৬ (বয়স ৭৮)
মাতৃশিক্ষায়তনরয়েল একাডেমি অব ড্রামাটিক আর্ট
পেশাঅভিনেতা, লেখক ও প্রযোজক
কর্মজীবন১৯৫২–বর্তমান
দাম্পত্য সঙ্গীপাত্রিস চ্যাপলিন ()
পাত্রিশিয়া বিতোদিয়ে ()
সন্তান৬, কারমেন চ্যাপলিন
পিতা-মাতাচার্লি চ্যাপলিন
ওনা ওনিল
আত্মীয়দেখুন চ্যাপলিন পরিবার
ওয়েবসাইটব্যক্তিগত ওয়েবসাইট

মাইকেল জন চ্যাপলিন (ইংরেজি: Michael John Chaplin; জন্ম: ৭ মার্চ, ১৯৪৬) হলেন একজন মার্কিন অভিনেতা, লেখক ও প্রযোজক। তিনি অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা চার্লি চ্যাপলিনউনা ওনিলের পুত্র।

কর্মজীবন[সম্পাদনা]

১৯৬০ এর দশকের মাঝামাঝিতে ব্রিটিশ প্রকাশন লেসলি ফ্রেউইনের সাথে চ্যাপলিনের চুক্তি হয় যে ফ্রেউইন চ্যাপলিনের আত্মজীবনী আই কুডন্ট স্মোক দ্য গ্রাস অন মাই ফাদার্স লন প্রকাশ করবেন। বইটি তিনি টম মেরিন ও চার্লস হাম্বলেট সহযোগে লিখবেন।[১][২] বইটি প্রকাশের পূর্বে চ্যাপলিন বইটি প্রকাশের বিরুদ্ধে মামলা করেন, যাতে বইটি প্রকাশিত না হয়, এবং কারণ হিসেবে তিনি যুক্তি দেখান যে এই বইটি প্রকাশিত হলে তার এবং তার পরিবারের উপর বিরূপ প্রভাব দেখা দিবে।[১][৩] ইংল্যান্ড ও ওয়েলসের আপিল আদালত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং যুক্তি প্রদর্শন করে যে চ্যাপলিন এই চুক্তির বিরুদ্ধে অবস্থান করছে কারণ তিনি এই প্রকাশনা থেকে কিছু পাওয়ার চেষ্টা করছেন, যেহেতু এই বইয়ের মাধ্যমে তার সাহিত্য জীবন শুরু হতে যাচ্ছে।[৪]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

চ্যাপলিন প্রথমে পাত্রিস চ্যাপলিনকে বিয়ে করেন। তাদের দুই সন্তান রয়েছে। পাত্রিসের সাথে বিবাহ বিচ্ছেদের পর তিনি পাত্রিশিয়া বেতোদিয়েকে বিয়ে করেন। পাত্রিশিয়া একজন চিত্রশিল্পী এবং ত্রিনিদাদীয় চিত্রশিল্পী পাত্রিক বেতোদিয়ের কন্যা। পাত্রিশিয়ার সাথে তার চার সন্তান রয়েছে। সন্তানদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অভিনেত্রী কারমেন চ্যাপলিন ও ডলারেস চ্যাপলিন।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Lewis, Anthony (১ অক্টো ১৯৬৫)। "Reluctant Autobiographer"ProQuest (ইংরেজি ভাষায়)। New York Times (subscription required)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৭ 
  2. "I COULDN'T SMOKE THE GRASS ON MY FATHER'S LAWN by Michael Chaplin (review)"Kirkus Reviews (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৭ 
  3. Persadie, Natalie; Ramlogan, Rajendra (২০১৫)। Commonwealth Caribbean Business Law (ইংরেজি ভাষায়) (৩য় সংস্করণ)। Routledge। পৃষ্ঠা 154–155। আইএসবিএন 1138024260। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৭ 
  4. Beatson, Jack; Burrows, Andrew (২০১০)। Anson's Law of Contract (ইংরেজি ভাষায়)। Oxford University Press। পৃষ্ঠা 237। আইএসবিএন 9780199593330। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]