কিয়েরা চ্যাপলিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিয়েরা চ্যাপলিন
জন্ম
কিয়েরা ভিক্টোরিয়া চ্যাপলিন

(1982-07-01) ১ জুলাই ১৯৮২ (বয়স ৪১)
মডেলিং তথ্য
উচ্চতা৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার)[১]
চুলের রঙস্বর্ণকেশী[১]
চোখের রঙনীল[১]

কিয়েরা চ্যাপলিন (জন্ম ১লা জুলাই ১৯৮২) একজন আইরিশ বংশোদ্ভূত ব্রিটিশ আমেরিকান অভিনেত্রী এবং মডেল। তিনি ইংরেজি চলচ্চিত্র নির্মাতা চার্লি চ্যাপলিনের এর নাতনী এবং আমেরিকান নাট্যকার ইউজিন ওনিল এর প্র-দৌহিত্রী।

জীবনী[সম্পাদনা]

কিয়েরা ভিক্টোরিয়া চ্যাপলিন উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে জন্মগ্রহণ করেন। তিনি ইউজিন চ্যাপলিন ও তাঁর স্ত্রী বার্নাডেটের জ্যেষ্ঠ কন্যা।[২] নব্বইয়ের দশকের মাঝামাঝি তাঁর মা-বাবার বিবাহ বিচ্ছেদ হওয়া পর্যন্ত, তিনি তাঁর বাবার মতোই সুইজারল্যান্ডের কর্সিয়ার-সুর-ভেভে শহরে বড় হয়েছেন।[৩] তিনি মহিলা ও শিশুদের অধিকার বারবার প্রচার করতে নিজের জনপ্রিয়তাকে ব্যবহার করেছিলেন। ২০১৯ সালের মার্চ থেকে তিনি প্যারিসের ফন্ডেশন ফ্লেউর ডু ডেসার্ট[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] এর সভাপতি ছিলেন। এটির প্রতিষ্ঠাতা ছিলেন মানবাধিকারকর্মী, মডেল এবং প্রচুর বিক্রীত বইয়ের লেখক ওয়ারিস ডিরি। কিয়েরা চ্যাপলিনের জন্য, ডেজার্ট ফ্লাওয়ার ফাউন্ডেশনের প্রতি তাঁর প্রতিশ্রুতিবদ্ধতা ছিল একটি নতুন কাজ। বিখ্যাত চার্লি চ্যাপলিনের নাতনী কিয়েরা, তাঁর অসংখ্য কাজ থাকা সত্ত্বেও এমন একটি জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছিলেন যা বিশেষত তাঁর হৃদয়ের খুব কাছের।[৪] ২০২০ সালের ১০ই জানুয়ারী চ্যাপলিন, প্রথম কিয়েরা চ্যাপলিন ডেজার্ট ফ্লাওয়ার স্কুল চালু করেন সিয়েরা লিওনের (পশ্চিম আফ্রিকা) ৪০০ শিশুর জন্য। [৫][৬][৭]

কর্ম জীবন[সম্পাদনা]

ষোল বছর বয়সে, চ্যাপলিন প্যারিসে চলে আসেন, যেখানে তিনি মডেলিং সংস্থা নেক্সট মডেল ম্যানেজমেন্টের হয়ে কাজ করার জন্য চুক্তি স্বাক্ষর করেন।[৮]

মডেলিং জীবনে ভোগ এবং এলি -র মতো ফ্যাশন পত্রিকায় চ্যাপলিনের ছবি দেখা গেছে। এর পাশাপাশি তিনি ২০০২ সালের পিরেলি ক্যালেন্ডারেও স্থান পেয়েছিলেন।[৮] ২০১০ সালে ফ্যাশন এবং লাইফস্টাইলের জন্য ভিয়েনা অ্যাওয়ার্ডস কর্তৃক তিনি একটি "লাইফস্টাইল আইকন" পুরস্কার পেয়েছিলেন।[৯] মডেলিংয়ের পাশাপাশি চ্যাপলিন একজন চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক। হলিউড ভিত্তিক চলচ্চিত্র সংস্থা লাইমলাইট প্রোডাকশনে তার ৩০% অংশীদারীত্ব রয়েছে। এটি তাঁর দাদুর শেষ আমেরিকান চলচ্চিত্রের নামানুসারে তৈরি। তিনি দ্য ইম্পর্টান্স অফ বিইং আর্নেস্ট (২০০২), বলিউড প্রযোজনা যাতনা (২০০৫) এবং চৌরাহেঁ (২০১২), জীবিনীমূলক চলচ্চিত্র সিস্টার অ্যামি: দ্য আইমি সেম্পল ম্যাকফারসন স্টোরি (২০০৬), পিটার ফন্ডা চলচ্চিত্র জাপান (২০০৮) এর মতো চলচ্চিত্রগুলিতে সহ অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন। টমাসো রোসেলিনীর ইতালীয় কৌতুক নাটক ইন্টারনো জিওর্নো (২০১১) তে তাঁর একটি বিশিষ্ট ভূমিকা ছিল। [৮]

কিয়েরা ২০১৮ সালে 'চ্যাপলিন অ্যাওয়ার্ডস এশিয়া' তৈরি করেছিলেন যেটি বিশাল সাফল্য পেয়েছিল এবং এএমএফএআর (এইডস গবেষণা জন্য ফাউন্ডেশন) এর সাথে এর তুলনা করা হয়েছে। তিনি এখন বলিউড এবং রাশিয়ায় এটি প্রসারিত করার পরিকল্পনা করছেন।[১০]

পূর্বপুরুষগণ[সম্পাদনা]

পুরস্কার[সম্পাদনা]

  • ২০১০ ভিয়েনা ফ্যাশন পুরস্কার, স্টাইল আইকন বিভাগে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Kiera Chaplin - ফ্যাশন মডেল ডিরেক্টরি
  2. David Thomas, "When Chaplin played father", The Daily Telegraph, 17 May 2012
  3. Jessica Werner, SFGate: "Yes, Kiera Chaplin is a descendant of you-know-who. But she is her own woman (who has posed topless).", SFGate, 21 April 2006
  4. "KIERA CHAPLIN BECOMES GODMOTHER OF ONE OF OUR "DESERT FLOWER SCHOOLS""। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২০ 
  5. https://www.blick.ch/people-tv/enkelin-kiera-37-eroeffnet-in-sierra-leone-eine-schule-chaplin-bei-den-aermsten-id15703465.html
  6. https://www.politicosl.com/articles/british-celebrity-opens-school-sierra-leone
  7. https://www.elle.fr/Societe/News/Kiera-Chaplin-L-excision-est-une-injustice-3843765
  8. Byrne, Ciar (২১ এপ্রিল ২০০৬)। "Kiera Chaplin Hollywood success is all in the genes"The Independent। ৬ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১২ 
  9. "Chaplin's granddaughter to attend Vienna fashion event", The Austrian Times, 17 May 2012 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ নভেম্বর ২০১৫ তারিখে
  10. "Kiera Chaplin"। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]