সি-সি তিতির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সি-সি তিতির
See-see partridge
সি-সি তিতির
See-see partridge
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণীজগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: গ্যালিফর্মিস
পরিবার: Phasianidae
উপপরিবার: Perdicinae
গণ: Ammoperdix
প্রজাতি: A. griseogularis
দ্বিপদী নাম
Ammoperdix griseogularis
Brandt, 1843

সি-সি তিতির (বৈজ্ঞানিক নাম: Ammoperdix griseogularis) (ইংরেজি: See-see partridge) হচ্ছে Phasianidae পরিবারের Ammoperdix গণের একটি পাখি।

বর্ণনা[সম্পাদনা]

এটি শীত প্রধান দেশের পাখি। এর আকার ২০ থেকে ২৫ সে মি পর্যন্ত হয়ে থাকে। ৮ থেকে ১৬ টি ডিম দেয়। বিভিন্ন বীজ, পোকা খাদ্য হিসাবে গ্রহণ করে। সি-সি তিতির দেখতে গোলাকার, এটি প্রধানত বেগুনি- বাদামী সাদা এবং এর পার্শ্বদেশ বাদমি।

বিস্তৃতি[সম্পাদনা]

আফগানিস্তান, আজারবাইজান, ভারত, ইরান, ইরাক, কাজাকিস্থান, পাকিস্তান, সিরিয়া, আরব, তাজিকিস্তান, তুরস্ক, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান পর্যন্ত বিস্তৃত।

বর্তমান অবস্থা এবং সংরক্ষণ[সম্পাদনা]

এই পাখির বৈশ্বিক অবস্থা ন্যূনতম বিপদগ্রস্ত, অনিশ্চিত ও অনুমান নির্ভর, সম্ভবত নেই, অনিশ্চিত ও অনুমান নির্ভর, সম্ভবত নেই, অনিশ্চিত ও অনুমান নির্ভর, সম্ভবত নেই, কেবলমাত্র একটি তালিকায় বাংলাদেশে শীতের পরিযায়ী বলে উল্লিখিত। পাখিটি মরুভূমিবাসী।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ammoperdix griseogularis"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১২। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩