প্রবেশদ্বার:বই/নির্বাচিত লেখক/৪

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আনিসুজ্জামান (জন্ম ১৮ ফেব্রুয়ারি ১৯৩৭) একজন বাংলাদেশি গবেষক, প্রাবন্ধিক ও লেখক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক। বাংলা সাহিত্যের ইতিহাস নিযে তার গবেষণা সবিশেষ উল্লেখযোগ্য। গবেষণা গ্রন্থ মুসলিম মানস ও বাংলা সাহিত্য , পুরোনো বাংলা গদ্য,আঠারো শতকের বাংলা চিঠি , Cultural Pluralism, প্রবন্ধগ্রন্থ আমার চোখে, কাল নিরবধি এবং রবীন্দ্র-নজরুল-মুনীর চৌধুরির রচনাবলী সম্পাদনা প্রভৃতি তার সুপরিচিত কর্ম।

আনিসুজ্জামান প্রত্যক্ষভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। একজন শিক্ষাবিদ হিসেবে তিনি দীর্ঘকাল জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে অংশ নেন। লন্ডন বিশ্ববিদ্যালয়, প্যারিস বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি ভ্রাম্যমাণ ফেলো হয়েছিলেন। বাংলা সাহিত্যের গবেষণায় কৃতিত্বের জন্যে তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৭০), একুশে পদক (১৯৮৫), আনন্দ পুরস্কার (১৯৯৩) এবং পদ্মভূষণ পদক (২০১৪) পেয়েছেন।