ভালুকপুং
অবয়ব
ভালুকপুং | |
---|---|
শহর | |
ভারতের ম্যাপে অরুণাচল প্রদেশের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৭°০০′৪০″ উত্তর ৯২°৩৮′৪৬″ পূর্ব / ২৭.০১১° উত্তর ৯২.৬৪৬° পূর্ব | |
দেশ | India |
রাজ্য | অরুণাচল প্রদেশ |
জেলা | পশ্চিম কামেং |
ভাষাসমূহ | |
• আধিকারিক | ইংরাজী |
সময় অঞ্চল | ভা মা স (ইউটিসি+৫.৩০) |
পিন | ৭৯০১১৪ |
নিকটবর্তী শহর | তেজপুর |
লোকসভা সমষ্টি | অরুণাচল পশ্চিম |
বিধান সভা সমষ্টি | থ্রিজিনো বুরাগাঁও (Thrizino buragaon) |
ভালুকপুং (ইংরেজি: Bhalukpong) ব্রহ্মপুত্র নদের উত্তর পারে তেজপুরএর থেকে প্রায় ৬০ কি: মি: দূরে অবস্থিত একটি অতি মনোরম ও প্রাকৃতিক দৃশ্যে ভরপুর স্থান। ভালুকপুং অসমএর সীমায় এবং অরুণাচল প্রদেশএর অকা পর্বতমালার পাদদেশে অবস্থিত। এর জীয়াভরলী নদী ও কাছের পর্বতমালার দৃশ্য অতি মনোরম। প্রতি বছরেই বৃহৎ সংখ্যক প্রকৃতিপ্রেমী ও বনভোজনকারীর দল এখানে সমাগত হয়। জীয়াভরলী নদীতে পাহাড়ী মাছ ধরার (নিয়ন্ত্রিত) সুবিধা থাকা ও কাছে নামেরি রাষ্ট্রীয় উদ্যান অবস্থিত হওয়ার জন্য এর আকর্ষণ অারো বাড়ছে। । এখানে একটি গরম জলের প্রস্রবণ (পুং, উঁহ) আছে। এখানে অসম সরকারের পর্যটন বিভাগের দ্বারা পরিচালিত ও থাকা-খাওয়ার ভাল সুবিধা থাকা একটি পর্যটনগৃহও অাছে। ভালুকপুং বাণ রজার নাতি ভালুকের একসময়ের রাজধানী ছিল[তথ্যসূত্র প্রয়োজন]।
তথ্যসূত্র
[সম্পাদনা]- বরুয়া, প্রদীপ (২০০৩)। চিত্র-বিচিত্র অসম। গুয়াহাটী: জ্যোতি প্রকাশন।
ভৌগোলিক অবস্থান— বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |