রক্ত (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রক্ত
রক্ত চলচ্চিত্রের পোস্টার
পরিচালকওয়াজেদ আলী সুমন
প্রযোজকআব্দুল আজিজ অশোক ধানুকা,হিমাংশু ধানুকা
চিত্রনাট্যকারসাইফুল ইসলাম শাহিন
শ্রেষ্ঠাংশেজিয়াউল রোশান
পরীমনি
অমিত হাসান
সুরকারস্যাভি গুপ্ত
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকজাজ মাল্টিমিডিয়া
এসকে মুভিজ
মুক্তি১৩ সেপ্টেম্বর, ২০১৬ বাংলাদেশ,২৩ ডিসেম্বর ২০১৬ ভারত
দেশ বাংলাদেশ
 ভারত
ভাষাবাংলা

রক্তজাজ মাল্টিমিডিয়া" ও এসকে মুভিজ প্রযোজিত ওয়াজেদ আলী সুমন পরিচালিত পরীমনি অভিনীত চলচ্চিত্র যা ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর মুক্তি পায়।[১] এই চলচ্চিত্রে অভিনয় করেন নবাগত জিয়াউল রোশান, পরীমনি, অমিত হাসান সহ আরোও অনেকে। রক্ত চলচ্চিত্রটি জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ২৪ তম চলচ্চিত্র।[২]

কাহিনী[সম্পাদনা]

রক্ত চলচ্চিত্রটি একটি তেলুগু চলচ্চিত্র চান্দীর পুনর্করণ।[৩]

অভিনয়ে[সম্পাদনা]

মুক্তি[সম্পাদনা]

সিনেমাটি ২০১৬ সালের সেপ্টেম্বর মাসের ১২ তারিখে বাংলাদেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অপরদিকে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৬ সালের ডিসেম্বর মাসের ১২ তারিখে।

সংগীত[সম্পাদনা]

নং.শিরোনামশিল্পীদৈর্ঘ্য
১."পরি"কনিকা কাপুর,আকাশ৩:১৩
২."ধিম তানা"আকৃতি কক্কর৩ঃ৩৯
৩."হার্ট বিট"নাকাশ আজিজ,নন্দিনী২ঃ৫৯
৪."জানতে যদি চাও"মোঃ ইফরান৩ঃ৫৪

নির্মাণ[সম্পাদনা]

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজক আব্দুল আজিজ প্রথমে জানান, মালেক আফসারী লেডি অ্যাকশন সিনেমা করলে পরীকে নিয়েই করতে চলচ্চিত্র নির্মাণ করবেন।[৫] অন্যদিকে পরিচালক মালেক আফসারী জানান, তার অনেকদিনের আশা ছিল তার পরিচালিত ছবি দুই বাংলার দর্শক দেখবে, জাজ মাল্টিমিডিয়া তার সেই আশা পূরণ করেছেন। রক্ত ছবির কাজ শুরুর আগে থেকেই মালেক আফসারী ছবির পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ ছিলেন এবং সে অনুযায়ী তিনি টিম নিয়ে ভারতে ছবির শ্যুটিংও শুরু করেন। কিন্তু শ্যুটিং শুরুর অল্প কিছুদিন আগে শ্যুটিং শিডিউল নিয়ে প্রযোজকের সাথে মতের অমিল এর কারণে পরিচালনা থেকে সরে দাড়ান মালেক আফসারী। তার পরিবর্তে ওয়াজেদ আলী সুমন ছবিটির নির্মাণ কাজের দায়িত্ব গ্রহণ করেন।[৬][৭]

ট্রিভিয়া[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'রক্ত' গরম পরীমনির!"। ১১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৬ 
  2. "জাজের নতুন চলচ্চিত্র 'রক্ত'"। ১ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৬ 
  3. "Three Eid films to hit cinemas on Tuesday"New Age। Dhaka। ১১ সেপ্টেম্বর ২০১৬। ১৫ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮ 
  4. "ঈদের তিন ছবিতেই আছেন চিকন আলী"NTV Online। ২০১৬-০৯-১৩। ২০২০-০৮-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৩ 
  5. "ঈদেই মুক্তি পাচ্ছে জাজের চলচ্চিত্র 'রক্ত'" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "চলচ্চিত্র রক্ত" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "নায়িকা পরীমণির ঝলক" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:জিয়াউল হক রোশান অভিনীত চলচ্চিত্র