আলাপ:দিয়েগো মারাদোনা
আলোচনা যোগ করুনএই পাতাটি দিয়েগো মারাদোনা নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
দিয়েগো মারাদোনা ভালো নিবন্ধের মানদণ্ডের ভিত্তিতে বিষয়ক ভালো নিবন্ধ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। আপনি নিবন্ধটিতে আরও উন্নয়ন করতে পারেন, সাহসী হোন ও তাই করুন। যদি নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত না হয়, তাহলে এটির পূনঃমূল্যায়ন হতে পারে। পর্যালোচনা: কোনো তারিখ দেওয়া নি। তারিখ দেওয়ার জন্য ব্যবহার করুন: {{GA|এখানে যে কোনও বিন্যাসে তারিখ দিন}}। |
দিয়েগো ম্যারাডোনা
[সম্পাদনা]D একবার "দ", আরেকবার "ড" হয় কী করে? Diego যদি "দিয়েগো" হয়, তাহলে Maradona হওয়া উচিত "মারাদোনা"। নামের অর্ধেক উচ্চারণ স্প্যানিশ, আর অর্ধেক উচ্চারণ ইংরেজি বেখাপ্পা। আসলে তাও নয়, Maradona-র স্প্যানিশ উচ্চারণ মারাদোনা, ইংরেজি উচ্চারণ ম্যারাডনা (ডো নয়, ড), আর বাংলা পত্রিকার জগাখিচুড়ি imitated বানান ম্যারাডোনা। --অর্ণব (আলাপ | অবদান) ২১:৪৮, ২০ আগস্ট ২০০৬ (ইউটিসি)
All magazines of West Bengal use "মারাদোনা"..--Saptarshi 128.12.147.175 ০১:২১, ২১ আগস্ট ২০০৬ (ইউটিসি)
ভালো নিবন্ধের সারাংশ
[সম্পাদনা]দিয়েগো আর্মান্দো মারাদোনা (৩০ অক্টোবর ১৯৬০ – ২৫ নভেম্বর ২০২০; দিয়েগো মারাদোনা নামে সুপরিচিত) একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার ছিলেন। ভক্তদের কাছে এল পিবে দে অরো (সোনালী বালক) ডাকনামে পরিচিত মারাদোনা তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় আর্জেন্তিনোস জুনিয়র্স এবং নাপোলির হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন। তিনি মূলত একজন আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন। বহু ফুটবল খেলোয়াড় এবং বিশেষজ্ঞ তাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে গণ্য করেন। মারাদোনাকে ক্রীড়া জগতের সবচেয়ে বিতর্কিত এবং গণমাধ্যমে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। ১৯৯১ সালে ইতালিতে মাদক পরীক্ষায় কোকেইনের জন্য ধরা পড়ায় তাকে ১৫ মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়। ১৯৯৪ ফিফা বিশ্বকাপে ইফিড্রিন পরীক্ষায় ইতিবাচক ফলাফলের জন্য তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। ২০০৫ সালে তিনি তার কোকেইন নেশা ত্যাগ করেন। তার কড়া রীতির জন্য সাংবাদিক-ক্রীড়া বিশেষজ্ঞ এবং তার মধ্যে বেশ কিছু সময় মতভেদের সৃষ্টি হয়েছে। (বাকি অংশ পড়ুন)—RuHan [ Talk ] ১৭:৪৪, ২৭ জুলাই ২০২১ (ইউটিসি)