বিষয়বস্তুতে চলুন

চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ি

স্থানাঙ্ক: ২৮°৩২′১২″ উত্তর ৭৭°১৪′৫১″ পূর্ব / ২৮.৫৩৬৬৭° উত্তর ৭৭.২৪৭৫০° পূর্ব / 28.53667; 77.24750
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সূর্যোদয়ের সময় চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ি। কেন্দ্রস্থলে মন্দিরের ফটকটি দেখা যাচ্ছে। পিছনে দিল্লির বাঙালি-অধ্যুষিত অঞ্চল চিত্তরঞ্জন পার্ক

চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ি হল ভারতের রাজধানী নতুন দিল্লির বাঙালি-অধ্যুষিত এলাকা চিত্তরঞ্জন পার্কে অবস্থিত একটি মন্দির চত্বর ও বাঙালি সাংস্কৃতিক কেন্দ্র। ১৯৭৩ সালে এখানে একটি ছোটো পাহাড়ে প্রথমে একটি শিব মন্দির স্থাপিত হয়। এই মন্দিরটি এখনও মন্দির চত্বরে আছে। ১৯৮৪ সালে কালী, শিবরাধাকৃষ্ণের জন্য তিনটি বড়ো মন্দির তৈরি হয়। শারদীয়া দুর্গাপূজা এই কালীবাড়িতে খুব জাঁকজমক করে অনুষ্ঠিত হয়।[] ১৯৭৩ সাল থেকে এই মন্দিরে দুর্গাপূজা হয়ে আসছে।[]

ইতিহাস

[সম্পাদনা]
কালীপ্রতিমা

এই মন্দিরটি ১৯৭৩ সালে স্থাপিত হয়। এটি নির্মীয়মান ইবিডিপি কলোনির জমিতে গড়ে ওঠে। কলোনির এক ধারে একটি ছোটো পাহাড়ের উপর একটি শিব মন্দির স্থাপিত হয়। এই বছরই মন্দিরে দুর্গাপূজা শুরু হয়। ১৯৮৪ সালের ফেব্রুয়ারি মাসে বাংলার আটচালা স্থাপত্য শৈলীর ধাঁচে কালী মন্দিরটি নির্মিত হয়। এরপর একটি শিব ও একটি রাধাকৃষ্ণ মন্দির স্থাপিত হয়। ২০০৬-০৯ সাল নাগাদ মন্দিরগুলিতে টেরাকোটার সাজসজ্জা করানো হয়।

চিত্তরঞ্জন পার্কের বাঙালি-অধ্যুষিত এই কালী মন্দিরটি বাঙালিদের একটি সাংস্কৃতিক কেন্দ্র। কালী মন্দির সমিতি এখানে সারা বছর বহু সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে।

পূজা ও উৎসব

[সম্পাদনা]
বিজয়াদশমীতে কালীবাড়ির প্রতিমা বিসর্জনে যাচ্ছে।

এই মন্দিরের পাঁচ দিন ব্যাপী দুর্গাপূজা একটি প্রধান উৎসব। এখানকার দুর্গাপূজা সারা দিল্লিতে জনপ্রিয়।[] প্রচুর মানুষ রোজ এই পূজা দেখতে আসেন।[] পূজার উপকরণ পশ্চিমবঙ্গ থেকে আনা হয়।[] মন্দিরের অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান হল কালীপূজা, লক্ষ্মীপূজা, সরস্বতী পূজা, গণেশ চতুর্থী ইত্যাদি। দুর্গাপূজার সময় ভক্তদের চাঁদা থেকে মন্দিরের প্রচুর টাকা আয় হয়।[] মন্দিরের একটি অংশে কুমোরেরা মূর্তি বানান।[]

মন্দিরে একটি বড় গ্রন্থাগার আছে। এখানে বাংলার সংস্কৃতি ও ভাষা সংক্রান্ত ক্লাস নেওয়া হয়। এখানে শিশুদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতাও হয়। মন্দিরের একটি গেস্ট হাউসও আছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "City pandals step up security ahead of Puja"। Indian Express। Oct 06 2008।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "How community pujas came about"India Today। সেপ্টেম্বর ২৫, ২০০৯। 
  3. A walk with the Goddess (২০১১-১০-০১)। "A walk with the Goddess"The Pioneer। সংগ্রহের তারিখ ২০১১-১০-০৭ 
  4. "Durgotsav '98: Kali Mandir, Chittaranjan Park, New Delhi"। Durgotsav98.tripod.com। সংগ্রহের তারিখ ২০১১-১০-০৭ 
  5. "Slowdown fails to dampen puja spirits : What's Hot: News India Today"India Today। ২০০৯-০৯-২৫। সংগ্রহের তারিখ ২০১১-১০-০৭ 
  6. Alokparna Das (২০০৮-১০-০৫)। "Divine image"Indian Express। সংগ্রহের তারিখ ২০১১-১০-০৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]