আলাপ:ফিফা বিশ্বকাপ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Good article ফিফা বিশ্বকাপ নিবন্ধটি ভালো নিবন্ধের জন্য মনোনীত হয়েছিল; কিন্তু সে সময়ে এটি ভালো নিবন্ধের মানদণ্ড সম্পূর্ণরূপে পূরণ করতে পারে নি। নিচে নিবন্ধটির উন্নয়নের ব্যাপারে কিছু পরামর্শ থাকতে পারে। এসব সমস্যা নিরসন হলে নিবন্ধটি পুনঃমনোয়ন করা যেতে পারে। সম্পাদক যদি মনে করেন যে নিবন্ধটি সঠিকভাবে মূল্যায়িত হয়নি, তবে তিনি পুনর্মূল্যায়নের আবেদন করতে পারেন।
এপ্রিল ২১, ২০২০ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত নয়

ভালো নিবন্ধ?[সম্পাদনা]

এটার উপরে একটু কাজ করলেই এটাকে ভালো নিবন্ধ হিসাবে স্বীকৃতি দেয়া যাবে। লাল লিংক গুলাকে ঠিক করতে হবে। --রাগিব (আলাপ | অবদান) ২১:৪০, ৩০ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]


  1. লাল লিঙ্ক গুলোকে নীল করতে হবে, তবে নিবন্ধে অন্তত কিছু লাইন লিখে দিতে হবে।
  2. নিবন্ধে এখনও অনেক বানান ভুল রয়েছে, সেগুলো ঠিক করতে হবে।
  3. নিবন্ধে জাতীয় দল গুলোর যে লিঙ্ক দেওয়া হয়েছে তা আপাতত দেশের পাতা দিয়ে প্রতিস্থাপন করতে হবে, তাতে অনেক লাল লিঙ্ক সরে যাবে।
  4. নিবন্ধের ট্রফি অনুচ্ছেদে যে গাজ্জানিগার উক্তি দেওয়া হয়েছে তার একটি বাংলা সংস্করণ দিতে হবে।
  5. নিবন্ধে অনেক বিশ্বকাপের লাল লিঙ্ক আছে যা আপাতত বাদ দিয়ে ইটালিক করে দেওয়া যেতে পারে।
  6. নিবন্ধের ছকগুলোতে আরও কাজ করতে হবে, যেমন নাম বাংলা, দেশের পতাকা ঠিক, ইত্যাদি।
  7. নিবন্ধের পাদটীকায় কিছু তথ্যসূত্রে সমস্যা রয়েছে।

--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৫৯, ৩১ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

  • ইয়াপ। বুঝতে পেরেছি। আপাতত আমি জাতীয় দলের পরিবর্তে দেশের নাম ব্যবহারের পক্ষে নই। তাতে যদি এটির ভাল নিবন্ধ হতে দেরি হয়, কোন সমস্যা নাই। আসলে উক্তির বাংলা করাটা একটু কঠিন (আক্ষরিক অনুবাদ করতে হয় এ কারনে) তাই তখন সেটি করা হয়নি। বানান ভুল থাকাটা খুবই স্বাভাবিক, ঠিক করার চেষ্টা করবো। বিশ্বকাপের এন্ট্রিগুলো এখন আমার ইউজার পেজে রিডিরেক্ট করা আছে (স্পিডি ডিলিশনের ভয়ে :D) তাই লাল লিঙ্ক দেখাচ্ছে। ছকের ব্যাপারটা বুঝি নাই। উদাহরন দিবেন প্লিজ। আর পাদটিকায় কি সমস্যা আছে সেটাও কাইন্ডলি একটু বলবেন। ইনশাআল্লাহ ঠিক করে দেবো। --μακσυδআলাপ ০৫:১৮, ৩১ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]
ছকসমূহের কোথাও কোথাও পতাকা টেম্পলেট কাজ করছে না, কয়েকটি ছকের ভুক্তিগুলো এখনও ইংরেজী তে রয়েছে, সর্বপরি ছকগুলো সৌন্দর্যবর্ধন করতে হবে। পাদটীকায় দেখুন একটা রেফারেন্সে লাল রঙ্গে এরোর দেখাচ্ছে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:২৭, ৩১ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]


দেখি ঠিক করা শুরু করেছি। --μακσυδআলাপ ১৪:২৭, ৩১ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধের দেখি বেড়াছেড়া অবস্থা। মনোনয়ন দেয়ার জন্য মাফ চাইছি। এটি ঠিক করতে অনেক সময় লাগবে আমার। যাই হোক, লেটস সি। --μακσυδআলাপ ১৭:৪৫, ৩১ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]