আলাপ:বড়দিন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বড়দিন[সম্পাদনা]

বড়দিন (Marry Christmas) হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান। ২৫শে ডিসেম্বার এই দিনকে পালন করা হয়। বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম থাকলেও বাংলায় বা ভারতীয় উপমহাদেশে তাকে বড়দিন বলে। যীশু খ্রিস্টের জম্ন উৎসবই হচ্ছে এই দিনের মূল অনুষ্ঠান। সারা বিশ্বের মতো বাংলা ও সারা উপমহাদেশে খ্রিস্টানদের কাছে এর গুরুত্ব অনেক। এই দিনটিকে সামনে রেখে প্রতিটি পরিবারে ও গির্জ়ায় আয়োজন করা হয় নানা অনুষ্ঠানমালা। — 87.5.198.53 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

বড় দিন সংক্রান্ত তথ্য ইংরেজিত যা লিখা হয়েছে, তা-ই বাংলায় থাকলে ভালো হয়[সম্পাদনা]

বড় দিন সংক্রান্ত ইংরেজিতে যা লিখা হয়েছে তা যদি বাংলায় হুবহু অনুবাদ করে দেয়া যেতো তবে ভালো হতো, বাংলা ও ইংরেজিতে অনেক তফাৎ বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হয় 119.30.45.59 (আলাপ) ০৬:৫৭, ৩১ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]