জুনায়েদ সিদ্দীকী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জুনায়েদ সিদ্দীকী
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজুনায়েদ সিদ্দীকী
জন্ম (1985-03-25) ২৫ মার্চ ১৯৮৫ (বয়স ৩৯)
করাচি, সিন্ধু, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
বোলিংয়ের ধরনলেগব্রেক
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক৭ আগস্ট ২০১১ বনাম আফগানিস্তান
শেষ ওডিআই২৩ জানুয়ারী ২০১৪ বনাম স্কটল্যান্ড
টি২০আই অভিষেক১৩ মার্চ ২০১২ বনাম নেদারল্যান্ড
শেষ টি২০আই২৬ নভেম্বর ২০১৩ বনাম কেনিয়া
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০ আই এফসি লিস্ট এ
ম্যাচ সংখ্যা ১৮
রানের সংখ্যা ৬৭ ২১ ৫০ ১৪৫
ব্যাটিং গড় ১৩.৪০ ১১.৭৫ ১৬.৬৬ ১২.০৮
১০০/৫০ ০/০ ০/০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ২৫ ২১ ৩৮ ২৫
বল করেছে ৪০০ ১৮০ ১৪০ ৭৯০
উইকেট ১২
বোলিং গড় ৭৫.৫০ ২২.৫০ ৩৫.০০ ৪৬.৫৮
ইনিংসে ৫ উইকেট - - -
ম্যাচে ১০ উইকেট - - - -
সেরা বোলিং ১/২০ ৩/১০ ৩/৮১ ৩/৩৬
ক্যাচ/স্ট্যাম্পিং ৩/– ২/– ১/– ৭/–
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ২২ মার্চ ২০১৪

জুনায়েদ সিদ্দীকী (উর্দু: جنید صدیقی‎‎; জন্ম: মার্চ ২৫, ১৯৮৫ করাচি, সিন্ধু, পাকিস্তান) হলেন একজন কানাডাীয় জাতীয় ক্রিকেটার। জুনায়েদ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং এবং লেগব্রেক বোলার হিসেবে বল করে থাকেন। তিনি মুলত একজন অল-রাউন্ডার ক্রিকেটার হিসেবে কানাডিয়ান ক্রিকেটে অবদান রাখছেন।

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

২০১১ সাল থেকে তিনি কানাডিয়ান ক্রিকেটের সকল ফরমেটে খেলেছেন। সিদ্দীকী স্কুল জীবন থেকে ক্রিকেটে আগমন করেন এবং স্থানীয় ক্রিকেট প্রতিযোগীতায় অনূর্ধ্ব-১৪, ১৬ এবং ১৯ দলে প্রতিনিধিত্ব করেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ নৈপুণ্য প্রদশন করেছেন। জুনায়দকে প্রাথমিকভাবে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেটে অন্তর্ভুক্ত করা হয়। তিনি ডানহাতি ব্যাট এবং লেগস্পিন বোলার।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Junaid Siddiqui at Cricinfo

বহিঃসংযোগ[সম্পাদনা]